গুগল বা মাইক্রোসফট এর মতো বড়ো বড়ো কোম্পানি যেখানে কোটি কোটি টাকার বেতন দিচ্ছে ,আর সেদিকে না তাকিয়েই অনেক ছাত্র–ছাত্রীরাই ছোট্ট থকে স্বপ্ন দেখে যে, সে বড়ো হয়ে IAS অফিসার হবে বা ভারতবর্ষের যে ২৪ টি উচ্চপদস্থ আধিকারিকের চাকরী আছে সেগুলির কোনও একটি করবে, কিন্তু তোমরা কি জান ভারতের মধ্যে যত উচ্চপদস্থ (high rank) চাকরীর প্রোফাইল আছে সেগুলির কোনো একটি পেতে গেলে তার জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে UPSC । তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ , আবার অনেকেই হয়তো জাননা | Union public service commission বা UPSC কী ? UPSC তে যে যতো হাই পোস্টের চাকরীর প্রোফাইল রয়েছে সেই চাকরীর প্রোফাইল পাওয়ার জন্য তোমাদের কী কী যোগ্যতা থাকতে হবে ? বয়স সীমাই বা কতো রয়েছে ? Syllabus কি কি রয়েছে ? পরীক্ষার ধাপ কতো গুলো রয়েছে ? UPSC exam calendar , UPSC CIVIL SERVICES EXAMINATION এর সম্পর্কে সম্পূর্ণটাই বিষদে আলোচনা করা হয়েছে।
✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন
মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি | দেখুন |
সমস্ত লেটেস্ট চাকরির খবর | দেখুন |
প্রথমেই আমাদের জানতে হবে UPSC র পুরো নাম কি ? – Union public service commission. এই UPSC হলো ভারতের একটি প্রধান কেন্দ্রীয় নিয়োগ সংস্থা। যা প্রধানত গ্রুপ A এবং B গ্রুপের নিয়োগ করে থাকে, এছাড়াও CDS, NDA , CAPF ইত্যাদির মতো পরীক্ষা পরিচালনা করে ।
*What is UPSC EXAM বা UPSC পরীক্ষা কী ?
UPSC পরীক্ষা কী তা একনজরে তুলে ধরা হলো :
UPSC CSE সিভিল সার্ভিস পরীক্ষা হলো ভারতবর্ষের সবথেকে কঠিনতম পরীক্ষা । যা কেন্দ্রীয় সরকার অধিকৃত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়।
✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
*এই UPSC ভারতবর্ষের টপ ২৪টি চাকুরী পোস্ট ,CSE, IPS,IFS এবং অন্যান্য পোস্টের জন্য গ্রুপA এবং গ্রুপ B পোস্টের উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করে থাকে।
UPSC CSE EXAM ,UPSC সিভিল সার্ভিস পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, notification upsc ,ias exam syllabus, UPSC exam eligibility , CSE preliminary exam, UPSC CSE MAINS EXAM, CSE interview সম্পর্কে নিম্নে বর্ণনা করা হয়েছে:
UPSC CSE Eligibility criteria (UPSC পরীক্ষার যোগ্যতা ):
*UPSC CSE EXAM TYPES । UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ধরণ:
UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ধরণ অফলাইন (পেন- পেপার মোডে)
UPSC CSE exam step। UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ধাপ :
UPSC সিভিল সার্ভিস পরীক্ষার তিনটি ধাপ –
What is the UPSC IAS Exam
(১) Prelims Exam ( প্রিলি ),
(২) Mains Exam (মেনস ),
(৩) Personality Test ( ইন্টারভিউ )
UPSC CSE questions language । UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ভাষা:
* ইংলিশ / হিন্দি।
* UPSC CSE EXAM PATTERN । UPSC সিভিল সার্ভিস পরীক্ষার পদ্ধতি:
১. UPSC CSE EXAM Prelims:
(Paper:1) ১. নম্বরপেপার – জেনারেল স্টাডিজ –সময়২ঘন্টাবরাদ্দ – পূর্ণমান- ২০০ (অবজেক্টিভটাইপ)
(Paper:2) ২. নম্বর পেপার- জেনারেলস্টাডিজ (২)(CSAT) – সময়-২ ঘণ্টাবরাদ্দ- পূর্ণমান-২০০(অবজেক্টিভটাইটাইপ )
২ .UPSC CSE MAINS EXAM:
১. UPSC CSE EXAM Prelims:
(Paper:1) ১. নম্বরপেপার – জেনারেল স্টাডিজ –সময়২ঘন্টাবরাদ্দ – পূর্ণমান- ২০০ (অবজেক্টিভটাইপ)
(Paper:2) ২. নম্বর পেপার- জেনারেলস্টাডিজ (২)(CSAT) – সময়-২ ঘণ্টাবরাদ্দ- পূর্ণমান-২০০( অবজেক্টিভটাইটাইপ )
Notification update CLICK HERE
২ .UPSC CSE MAINS EXAM:
*PAPER A *(compulsory indian language) কম্পালসারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ: – সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-৩০০- ( দেস্ক্রিপ টিভ/ বর্ণনামূলক)
PAPER B(English) ইংলিশ: সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-৩০০- ( দেস্ক্রিপ টিভ/ বর্ণনামূলক)
*PAPER 1 : ESSAY ( পেপার ১ প্রবন্ধ) : সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-২৫০- ( দেস্ক্রিপ টিভ/ বর্ণনামূলক)
*PAPER 2 : GENERAL STUDIES:1 (পেপার ২ :জেনারেল স্টাডিজ:১ ) সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-২৫০- ( দেস্ক্রিপ টিভ/ বর্ণনামূলক)
3 : GENERAL STUDIES:2 ( পেপার ৩ :জেনারেল স্টাডিজ: ২ ) সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-২৫০- ( দেস্ক্রিপ টিভ/ বর্ণনামূলক)
*PAPER 4 : GENERAL STUDIES 3 ( পেপার ৪ :জেনারেল স্টাডিজ:৩ ) সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-২৫০- ( দেস্ক্রিপ টিভ/ বর্ণনামূলক)
*PAPER 5 : GENERAL STUDIES 4 ( পেপার ৫ : জেনারেল স্টাডিজ -৪) সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-২৫০- ( ডেস্কক্রিপটিভ/ বর্ণনামূলক)
PAPER : 6 (পেপার৬) : অপশনাল -১:সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-২৫০- ( দেস্ক্রিপটিভ/ বর্ণনামূলক)
Paper:7 (পেপার ৭) : অপশনাল-২ সময়- ৩ ঘন্টা বরাদ্দ- পূর্ণমান-২৫০- ( দেস্ক্রিপ টিভ/ বর্ণনামূলক)
৩ .UPSC CSE INTERVIEW : upsc প্রিলি এবং মেনস পরীক্ষার পরে মেরিট লিস্ট অনুযায়ী পরীক্ষার্থীকে ইন্টারভিউ তে বসতে হয় |
UPSC পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য –
- Father of civil service of India : চার্লসকর্নওয়ালিস
প্রথমচেয়ারপারসন: স্যাররসবারকের
বর্তমানচেয়ারপারসন: প্রদীপ কুমারযোশী ( incumbent)
প্রতিষ্ঠাতা: ইউনাইটেডকিংডমপার্লামেন্ট
প্রতিষ্ঠিত: 1 অক্টোবর 1926
কমিশনেরনির্বাহী: প্রদীপ কুমার যোশী ( incumbent)
Jurisdiction : ভারত
*মূল বিভাগ: ভারত সরকার
*ভারতের প্রথম IAS অফিসার : সত্যেন্দ্রনাথ ঠাকুর
*ভারতেরপ্রথমমহিলাIAS অফিসার : আন্নারজমমালহোত্রা
* ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন : কেন্দ্রীয় সংস্থা নিয়ন্ত্রণ কমিশন যা উপযুক্ত পার্থীদের নিয়োগ করে থাকে।
UPSC স্বায়ত্তশাসন,ভারতের স্বাধীনতা, ভারতের উচ্চ বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সাথে একসঙ্গে কাজ করে।
ভারতীয় সংবিধানের 320 আর্টিকেলের অধীনে UPSC এর গুরুত্বপূর্ন ভূমিকা গুলি নিম্নে বর্ণনা হলো:
ভারত সরকারের অধীনে পরিষেবা এবং পোস্টগুলোর জন্য নিয়োগ সংক্রান্ত বিধি প্রণয়ন এবং সংশোধন৷ বিভিন্ন সিভিল সার্ভিস বা অফিসারের সাথে সম্পর্কিত শাস্তিমূলক মামলা পরিচালনা করা।
ইউনিয়নের পরিষেবাগুলিতে রিক্রুটমেন্ট এর জন্য নিয়োগ পরীক্ষা পরিচালনা করা।
ইন্টারভিউ বা সাক্ষাত্কারের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে প্রার্থীদের সরাসরি নিয়োগ করা।
ক্যাডারে পদোন্নতিতে কর্মকর্তাদের নিয়োগ এর ক্ষেত্রে UPSC গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
এই (UPSC) Union public service commission কেনো গঠন হয়ে ছিলো ? বা কিভাবে হয়েছিলো? জানা যাক আর তা জানতে হলে আমাদের তৎকালীন ভারতের ইতিহাস স্মরণ করতে হবে।
1923 সালে তৎকালীন ব্রিটিশ সরকার লর্ড লি অফ ফরহামের হস্তক্ষেপে ভারতে সিভিল সার্ভিসের উপর কমিশন গঠন করেছিল। লি কমিশন প্রস্তাব করেছিল যে আগামী দিনে 40% ব্রিটিশ অংশ গ্রহণ করতে পারবে , 40% ভারতীয়রা অংশগ্রহণ করতে পারবে, এবং 20% ভারতীয়দের দেশের পরিষেবা থেকে বিশেষ ভাবে উন্নীত করা হবে।
যার ফলে 1 অক্টোবর 1926 সালে স্যার রস বার্কারের হস্তক্ষেপে ভারতবর্ষে প্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। এই পাবলিক সার্ভিস কমিশনকে বেশ কিছুর প্রশাসনিক দপ্তরের উপদেষ্টা হিসেবে মঞ্জুর করা হয়ে ছিল এবং সেই সময়ে স্বাধীনতা আন্দোলনের নেতারা ক্রমশ এই UPSC র ওপর খুব জোর দিয়েছিলো , যার জন্যে তৎকালীন ভারত সরকার 1935-এর আইনয়ের অধীনে একটি ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন গঠন করে ছিলো।
স্বাধীনতার পরে এই ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন যা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে পরিণত হয়ে ছিলো । যাকে 26 জানুয়ারী 1950-এ ভারতীয় সংবিধানের অধীনে একটি বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিলো।