ব্যাঙ্ক এ চাকরি কিভাবে পাওয়া যায়?|what is IBPS in Bengali?

0
155

বর্তমান সময়ে দাড়িয়ে যেখানে কাজ পাওয়া বেশ কঠিন সময় সাপেক্ষ এবং অনিশ্চিত এমন পরিস্থিতি তেও কিছু চাকরি যেগুলি পাওয়া শুধূ আপনার চেষ্টার অপেক্ষার। ব্যাঙ্কিং হল এমন  একটি চাকরি যেখানে চাকরিপ্রার্তাথির পছন্দমত কাজ বেছেনিতে পারে।

আসুন বিস্তারে জানি ব্যাঙ্কিং এর ব্যপারে।

ব্যাঙ্কে নিয়োগ পদ্ধতি যে সংস্থার মাধ্যমে হয় তার নাম হল IBPS (institute of banking personal selection)। এটি স্থাপন করা হয়েছিল 1975 এ।IBPSপরিচালনার জন্য একটি বোর্ড. গঠন করা হয় যার মাধ্যে কিছু সরকারি সংস্থাকে মনোনিত করা হয়েছিল যেমন Researve bank of india, Ministry of finance, Govt. Of india, National institute of banking management, Indian institute of banking and finance, Indian banks’ association etc. 

এর শির্ষ দপ্তর হল ibps house DP road, kandivali(E) mumbai. বর্তমানে চেয়ারমেন পদ সামলাচ্ছেন রাজকুমার আই জি এবং ডিরেক্টর পদ সামলাচ্ছেন শ্রী হরিদেশ কুমার বি। 

এটি সরকার পরিচালিত স্বাধীন নিয়োগ সংস্থা যেখানে স্নাতক, স্নাতকোত্তর এবং ডিরেক্টর পাওয়া ব্যক্তি প্রার্থি হিসাবে আবেদন করতে পারেন।  IBPS বিভিন্ন স্তরের ব্যঙ্কে কাজ করে public sector, private, rural foreign etc এছাড়াও co-operative insurance company র সঙ্গে সহযোগিতায় কাজ করছে।

এই বছর ২০২২ কেন এত গুরুত্বপূর্ণ?

কেন্দ্রীয় সরকার প্রস্তাব রেখেছিল যে একাধিক পরীক্ষার জন্য আলাদা আলাদা প্রিলিমিনারি পরীক্ষা না করিয়ে একটা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদের প্রাথমিক বাছাই প্রক্রিয়া প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে করা হোক। এতে পরীক্ষার্থীর বার বার প্রস্তূতী নেওয়ার আর পরীক্ষার ফি বাবদ টাকা বার বার দেয়ার প্রয়োজন হবে না আর। তার ফল স্বরুপ আমরা ১৯ আগষ্ট ২০২০ তে পেলাম CET পরীক্ষা বা common eligibility test যেটি NRA national recruitment agency দ্বারা পরিচালিত হবে।

CET এর মধ্যমে ssc, railway, ibps এর পরীক্ষা হবে। এইখানে সমস্যা হ্ওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। কারন এক সংগে আলাদা ধরনের পরীক্ষাকে একত্র করার জন্য সিলেবাস এ বদল হওয়ার সম্ভাবনা আছে। ফলে প্রার্থি বাছাই প্রক্রিয়ায় জটিলতার সৃষ্টি হতে পারে। CET ২০২২ সালে লাগু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারনবসত পিছিয়ে যায়। সম্ভবত ২০২৩ সালে CET র মাধ্যমে বাছাই শুরু হতে পারে। তাই ২০২২ সাল ব্যাঙ্ক চাকরি প্রার্থিদের জন্য বড় সুযোগ |

এবার ibps এবং sbi ছোট কথা

*ব্যঙ্কের পরীক্ষাগুলি ibps দ্বারা পরিচালিত হলেও sbi এর নিয়োগ (po, clerk, so etc) sbi নিজে পরিচালনা করে।

স্যালারি বেতন

যে কোন চাকরি প্রার্থীর প্রথম অথবা দ্বিতীয় জিজ্ঞাস্য বিষয় হল চাকরির স্যালারি বা বেতন। এটিও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ব্যাঙ্কিং অনেক বড় ব্যবস্থা তাই এখানে একই পদ এ আলাদা আলাদা বেতন দেখা যায়। স্যলারি স্ট্রাকচার আলাদা  হয় ব্যাঙ্কিং ব্যবস্থা স্তর আলাদা হওয়ার কারনে উদাহরন স্বরুপ rrb, nationalised bank, sbi ইত্যাদি এদের অধিনস্ত ব্যঙ্কগুলির স্যালারি স্ট্রাকচার  ভিন্ন। এই ব্যপারে আমরা পরবর্তিতে বিস্তারিত আলোচনা করব। তবু একটা সাধারন হিসাবে প্রায় ২২০০০-১০০০০০ টাকা মাসিক বেতন চাকরির পেতে পারেন।

২০২২ সালে ব্যাঙ্ক এর পরীক্ষা কেন এত গুরুত্বপূর্ণ?

কেন্দ্রীয় সরকার প্রস্তাব রেখেছিল যে একাধিক পরীক্ষার জন্য আলাদা আলাদা প্রিলিমিনারি পরীক্ষা না করিয়ে একটা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদের প্রাথমিক বাছাই প্রক্রিয়া প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে করা হোক। এতে পরীক্ষার্থীর বার বার প্রস্তূতী নেওয়ার আর পরীক্ষার ফি বাবদ টাকা বার বার দেয়ার প্রয়োজন হবে না আর। তার ফল স্বরুপ আমরা ১৯ আগষ্ট ২০২০ তে পেলাম CET পরীক্ষা বা common eligibility test যেটি NRA national recruitment agency দ্বারা পরিচালিত হবে।
CET এর মধ্যমে ssc, railway, ibps এর পরীক্ষা হবে। এইখানে সমস্যা হ্ওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। কারন এক সংগে আলাদা ধরনের পরীক্ষাকে একত্র করার জন্য সিলেবাস এ বদল হওয়ার সম্ভাবনা আছে। ফলে প্রার্থি বাছাই প্রক্রিয়ায় জটিলতার সৃষ্টি হতে পারে। CET ২০২২ সালে লাগু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারনবসত পিছিয়ে যায়। সম্ভবত ২০২৩ সালে CET র মাধ্যমে বাছাই শুরু হতে পারে। তাই ২০২২ সাল ব্যাঙ্ক চাকরি প্রার্থিদের জন্য বড় সুযোগ |

ব্যাঙ্ক এ চাকরির বেতন কত ?

যে কোন চাকরি প্রার্থীর প্রথম অথবা দ্বিতীয় জিজ্ঞাস্য বিষয় হল চাকরির স্যালারি বা বেতন। এটিও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ব্যাঙ্কিং অনেক বড় ব্যবস্থা তাই এখানে একই পদ এ আলাদা আলাদা বেতন দেখা যায়। স্যলারি স্ট্রাকচার আলাদা  হয় ব্যাঙ্কিং ব্যবস্থা স্তর আলাদা হওয়ার কারনে উদাহরন স্বরুপ rrb, nationalised bank, sbi ইত্যাদি এদের অধিনস্ত ব্যঙ্কগুলির স্যালারি স্ট্রাকচার  ভিন্ন। এই ব্যপারে আমরা পরবর্তিতে বিস্তারিত আলোচনা করব। তবু একটা সাধারন হিসাবে প্রায় ২২০০০-১০০০০০ টাকা মাসিক বেতন চাকরির পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here