UPSC সিভিল সার্ভিস পরীক্ষার বাছাই পদ্ধতি।UPSC selection process in bengali

0
596
UPSC-selection-process.
UPSC-selection-process.

ভারতবর্ষের সবথেকে কঠিনতম পরীক্ষা UPSC সিভিল সার্ভিস এর জন্য কি কি যোগ্যতা থাকে,কিভাবে প্রস্তুতি নিতে হয় ? এগুলো আমরা আগেই আলোচনা করেছি |এই আর্টিকেলে আমরা UPSC সিভিল সার্ভিস পরীক্ষাতে কিভাবে লক্ষ্য লক্ষ্য ছাত্র ছাত্রীদের মধ্যে যোগ্য পরীক্ষার্থীকে বাছাই করা হয় এবং তার পদ্ধতি পুঙ্খানপুঙ্খভাবে আমরা আলোচনা করবো :

UPSC CSE সিভিল সার্ভিস সিলেকশন পদ্ধতি : 

ইউপিএসসি সিভিল সার্ভিস বাছাই প্রক্রিয়াটি 3টি পর্যায়ে হয়: 

UPSC পরীক্ষার 3 টি ধাপ –

১.UPSC Preliminary ( প্রিলিমিনারী পরীক্ষা) 

২. UPSC mains ( মেইন পরীক্ষা) 

৩. UPSC PERSONALITY TEST ( ইন্টারভিউ (ব্যক্তিত্ব পরীক্ষা) 

UPSC selection process

১.UPSC Preliminary ( প্রিলিমিনারী পরীক্ষা) 

২. UPSC mains ( মেইন পরীক্ষা) 

৩. UPSC PERSONALITY TEST ( ইন্টারভিউ (ব্যক্তিত্ব পরীক্ষা) 

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

UPSC CSE Preliminary exam। UPSC মেইন পরীক্ষা : 

  • UPSC প্রিলিমিনারী পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে ২টি কম্পালসারি পেপার দিতে হয় , যা হলো: 

১. জেনারেল স্টাডিজ পেপার-১ 

২. জেনারেল স্টাডিজ পেপার -২(CSAT) 

  • জেনারেল স্টাডিজ পেপার -১ এ ১০০ টি প্রশ্ন থাকে। এবং জেনারেল স্টাডিজ পেপার-২ এ ৮০ টি প্রশ্ন থাকে।  

GS পেপার ১ – এ ২০০ পূর্ণমানের হয়  

এবং  GS- পেপার ২  ২০০ পূর্ণমের হয়ে থাকে । 

এই প্রিলিমিনারী পরীক্ষাতে প্রতি ভুল উত্তরের জন্য ১/৩ প্রশ্নে বরাদ্দ মোট নম্বরের প্রতিটি ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হয়ে থাকে, সেই জন্যUPSC পরীক্ষার্থীকে খুব যত্ন সহকারে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে । 

GS পেপার ১ এর জন্য ২ ঘন্টা সময় বরাদ্দ থাকে  

এবং GS পেপার ২ এর জন্য ও ২ ঘন্টা সময় বরাদ্দ থাকে। 

এই GS পেপার ১ এবং GS- পেপার ২ এ অবাজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই


UPSC Priliminary Exam Mode। প্রিলিমিনারী পরীক্ষার পদ্ধতি:  

হিন্দী এবং ইংরেজি উভয় ভাষা তেই পরীক্ষার্থীরা UPSC পরীক্ষা দিতে পারবে। 

UPSC priliminary exam e উত্তীর্ণ পরীক্ষার্থীদেরই UPSC মেইন পরীক্ষাতে বসতে দেওয়া হয় । 

মেইন পরীক্ষা হলো UPSCএর দ্বিতীয় সিভিল সার্ভিস পরীক্ষা এই মেইন পরীক্ষা UPSC পরীক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞান এর গভীরতা কে যাচাই করে ।
 
পরীক্ষার্থীদের মূলত ৭+২=৯ টি পেপার এ বসতে হবে।  

আর ওই সমস্ত পেপারগুলো বর্ণনা মূলক প্রশ্ন নিয়ে গঠিত।  

এই UPSC মেইন এর মোট নম্বর এক জন UPSC পরীক্ষার্থীর চূড়ান্ত স্কোরকে প্রভাবিত করতে পারে । 

UPSC mains মেইন পরীক্ষার নম্বর গুলি খুবই গুরত্বপূর্ণ, কারণ একজন UPSC পরীক্ষার্থীকে মেধা তালিকা তে নাম তোলার ক্ষেত্রে যা বিশেষ ভূমিকা পালন করে । 

UPSC CSE mains exam। UPSC মেইন পরীক্ষা :  

paper Subject  Duration  Marks  
Paper A কম্পালসারী ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ3 hrs 300 
PAPER B ইংলিশ 3 hrs 300 
Paper I Essay 3 hrs 250 
II জেনারেল স্টাডিজ I 3 hrs 250 
III জেনারেল স্টাডিজ II 3 hrs 250 
IV জেনারেল স্টাডিজ III 3 hrs 250 
V জেনারেল স্টাডিজ IV  3 hrs  250    
VI  অপশনাল I    3 hrs  250 
VII অপশনাল II  3 hrs  250 
UPSC selection process

UPSC পরীক্ষার  পেপার A এবং পেপার B পরীক্ষার্থীদের বেশি নম্বর তোলাতে বিশেষ ভূমিকা পালন করে । এবং তারসঙ্গে পেপার ১ থেকে পেপার ৬ মার্কস এর জন্য প্রতিটিতে কমপক্ষে ২৫% স্কোর করতে হবে।

উল্লেখ্য, মনিপুর , অরুণাচল , মেঘালয়, মিজোরাম , নাগাল্যান্ড , এবং সিকিম রাজ্যের পরীক্ষার্থীদের ও পাশপাশি শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য পেপার A বাধ্যতামূলক নয়  শর্ত- তাদের প্রমাণ করতে হবে যে তাদের  দ্বিতীয় বা তৃতীয় ভাষার কোর্স থেকে তাদের ছাড় দেওয়া হয়েছে , বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের থেকে ভারতীয় ভাষার পেপার সংবিধানের উলেখ্য ৪তম তফসিলে অন্তর্ভুক্ত যে কোন ভাষা কে কভার করে । 

৩. তৃতীয় ধাপ UPSC IAS personality TEST। UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউ:  

UPSC সিভিল সার্ভিস পরীক্ষার্থীর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পরীক্ষার্থীকে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে অংশ গ্রহণ করতে হয়। 

এই ইন্টারভিউর উদ্দেশ্য  , যেখানে যোগ্য o নিরপেক্ষ অভিজ্ঞ পর্যবেক্ষকদের একটি বোর্ড দ্বারা পাবলিক সার্ভিস কমশনের জন্য UPSC পরীক্ষার্থীর উপযুক্ত মূল্যায়ন করা। পরীক্ষাটি UPSC পরীক্ষার্থীর মানসিক ক্ষমতা বিচার করা হয়। শুধু। পরীক্ষার্থীদের বুদ্ধি ভিত্তিক গুন ই নয় বরং তার সামাজিক জ্ঞান এবং বর্তমান সময়ের মূল্যায়ন ও করা হয় । এবং তার সঙ্গে সঙ্গে UPSC পরীক্ষার্থীর কিছু গুন বিচার করা হয় যেমন,  পরীক্ষার্থীর মানসিক সতর্কতা , সমালোচামূলক ক্ষমতা, স্পষ্টতা ভাব এবং যক্তিক প্রকাশ , ভারসাম্য বিচার , সামাজিক সংহতি , নৈতিক সত্যতা, বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের ক্ষমতা ভাবে দেখা হয়। 

উল্লেখ্য , UPSC CSE , ইন্টারভিউ ২৭৫ নম্বরের হয়ে থাকে। UPSC সিভিল সার্ভিস পরীক্ষার মোট নম্বর হলো ২০২৫। 

UPSC CSE সিভিল সার্ভিস সিলেকশন পদ্ধতি কিভাবে হয়ে থাকে ?

ইউপিএসসি সিভিল সার্ভিস বাছাই প্রক্রিয়াটি 3টি পর্যায়ে হয়: 
১.UPSC Preliminary ( প্রিলিমিনারী পরীক্ষা) 

২. UPSC mains ( মেইন পরীক্ষা) 

৩. UPSC PERSONALITY TEST ( ইন্টারভিউ (ব্যক্তিত্ব পরীক্ষা)

UPSC CSE Preliminary exam। UPSC মেইন পরীক্ষার ধরন

UPSC প্রিলিমিনারী পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে ২টি কম্পালসারি পেপার দিতে হয় , যা হলো: 

১. জেনারেল স্টাডিজ পেপার-১ 

২. জেনারেল স্টাডিজ পেপার -২(CSAT) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here