UPSC পরীক্ষা দিয়ে কি কি চাকরি পাওয়া যায়?।UPSC jobs in Bengali

0
399
UPSC jobs in Bengali
UPSC jobs in Bengali

UPSC, Union public service commission যে CSE , সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ভারতবর্ষে প্রতি বছর গ্রুপ A , গ্রুপ B high rank এর চাকুরী দিয়ে থাকে ।ভারতের UPSC এর যে ২৪টি উচ্চপদস্থ চাকরী (high rank) রয়েছে, সেই চাকুরী গুলি সম্পর্কে নিম্নে বিস্তৃত বর্ননা করা হয়েছে:  

UPSC Civil Services: 

সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ৩টি মেইন যে চক্রগুলো পাওয়া যায় , সেগুলো হলো :  

১.ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS) 
২.ভারতীয় বন পরিষেবা (IFoS
৩.ভারতীয় পুলিশ পরিষেবা (IPS

UPSC jobs

UPSC গ্রুপ A পরিষেবা: 

ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) 
ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস (IAAS) 
ভারতীয় সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (ICAS) 
ভারতীয় কর্পোরেট আইন পরিষেবা (ICLS) 
ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস (IDAS) 
ইন্ডিয়ান ডিফেন্স এস্টেট সার্ভিস (IDES) 
ভারতীয় তথ্য পরিষেবা (IIS) 
ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিস সার্ভিস (IOFS) 
ইন্ডিয়ান কমিউনিকেশন ফাইন্যান্স সার্ভিস (ICFS) 
ভারতীয় ডাক পরিষেবা (IPoS) 

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news


ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস (IRAS) 
ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনেল সার্ভিস (IRPS) 
ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিস (IRTS) 
ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) 
ইন্ডিয়ান ট্রেড সার্ভিস (ITS) 
রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) 
গ্রুপ বি পরিষেবা: 
সশস্ত্র বাহিনী সদর দপ্তর সিভিল সার্ভিস, গ্রুপ ‘বি’ (সেকশন অফিসারের গ্রেড) 
দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, এবং দাদরা ও নগর হাভেলি সিভিল সার্ভিস, গ্রুপ ‘বি’ 
দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি পুলিশ সার্ভিস, গ্রুপ ‘বি’ 
পন্ডিচেরি সিভিল সার্ভিস, গ্রুপ ‘বি’ 
পন্ডিচেরি পুলিশ সার্ভিস, গ্রুপ ‘বি’ 
সশস্ত্র বাহিনীর সদর দপ্তর সিভিল সার্ভিস 

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস)

১.ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা আইএএস  হল 3টি সর্বভারতীয় পরিষেবাগুলির মধ্যে একটি৷ 
২.আইএএস হল ভারত সরকার এবং রাজ্য সরকারের মধ্যে স্থায়ী শাখা। 
৩.আইএএস ক্যাডার সরকারী নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে। 
৪.ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) হল ভারতবর্ষের একটি সর্বভারতীয় প্রশাসনিক সিভিল সার্ভিস। 
৫.আইএএস পরীক্ষার্থীরা এলবিএসএনএএ, মুসৌরিতে তাদের প্রশিক্ষণ শুরু করে থাকেন। 

ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস):

১.ভারতীয় পুলিশ পরিষেবা তিনটি সর্বভারতীয় পরিষেবার মধ্যে একটি হল আইপিএস। 
২.হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিতে  নূতন আইপিএস অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। 
৩.আইপিএস অফিসাররা পুলিশের চাকরিতে উচ্চপদে থেকে থাকেন। 
৪.আইপিএস অফিসাররা RAW, IB, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) ইত্যাদিতেও সিনিয়র পদে থেকে থাকেন।

ভারতীয় বন পরিষেবা (IFoS): 

১.ভারতীয় বন পরিষেবা (IFoS) হলো তিনটি সর্বভারতীয় পরিষেবার মধ্যে একটি৷ 
২.কেন্দ্রীয় সরকারের সাথে কর্মরত IFoS অফিসারদের সর্বোচ্চ পদমর্যাদা হলো বনের মহাপরিচালক (DG)। 
৩.রাজ্য সরকারের জন্য কাজ করা IFoS অফিসারদের সর্বোচ্চ পদমর্যাদা হলো প্রধান প্রধান বন সংরক্ষক। 
৪.ভারতীয় বন পরিষেবা বা আইএফওএস ক্যাডার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে থেকে থাকে। 
৫.আই এফ ও এস  IFoS অফিসাররাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) এর মতো অসংখ্য সংস্থায় কাজ করার সুযোগ পেয়ে থাকেন। 

 *গ্রুপ ‘এ’ সিভিল সার্ভিসেস* 

যে সমস্ত পদগুলির বা পোষ্ট গুলিকে  UPSC দ্বারা পরীক্ষা পরিচালিত হয় সেই পোস্টগুলি অত্যন্ত খ্যাতিমান এবং পছন্দসই হয়ে থাকে তা সাধারণত অল ইন্ডিয়া সার্ভিসেস, গ্রুপ ‘এ’ বা গ্রুপ ‘বি’ পোষ্ট বা পদ গুলি হয়ে থাকে। 

*upsc সমস্ত গ্রুপ ‘A’ সিভিল সার্ভিসের বিশদ বিবরণ নীচে দেওয়া হল: 

ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) 

১ IFS অফিসাররা LBSNAA-তে তাদের প্রশিক্ষণ শুরু করে থাকেন এবং তারপরে নতুন দিল্লিতে তারা ফরেন সার্ভিস ইনস্টিটিউটে চলে যায়। 
২. আইএফএস বা ifs পোস্টটি হলো ভারতের অন্যতম জনপ্রিয় গ্রুপ ‘এ’ সিভিল সার্ভিস। 
৩.IFS অফিসাররা ভারতের বৈদেশিক বিষয়গুলি যেমন বিদেশ এর নীতি প্রণয়ন ও বৈদেশিক সম্পর্ক পালনে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে থাকেন।  
৪.IFS অফিসাররা হাই কমিশনার, রাষ্ট্রদূত, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি এবং পররাষ্ট্র সচিব হতে পারেন। 
৫. উল্লেখ্য, IFS-এ নির্বাচিত একজন পরীক্ষার্থী সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পুনরায় বসতে  পারবেন না। 

2. ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস (IA&AS): 

১. IA&AS হল ভারতের অন্যতম জনপ্রিয় গ্রুপ ‘A’ সিভিল সার্ভিস। 
২. পরীক্ষার্থীরা পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারা NAAA, সিমলায় তাদের প্রশিক্ষণ শুরু করে থাকেন। 
২. এই ক্যাডার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) এর অধীনে আসে। 
৩. এই ক্যাডার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (পিএসইউ) এর আর্থিক নিরীক্ষা করে থাকে। 

ভারতীয় সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (ICAS):

 ১. এই ক্যাডার গ্রুপ ‘এ’ সিভিল সার্ভিসের অন্যতম চাকুরীর পোষ্ট। 
২.তারা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। 
৩. এই ক্যাডারের প্রধান হলেন হিসাব নিয়ন্ত্রক। 
৪.তারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (এনআইএফএম), ফরিদাবাদ এবং ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে (আইএনজিএএফ) প্রশিক্ষণপ্রাপ্ত। 

4.ভারতীয় কর্পোরেট আইন পরিষেবা (ICLS) : 

১.public service commission upsc এর  গ্রুপ ‘A’ পরিষেবা যা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে কাজ করে৷ 
২.এই পরিষেবার প্রাথমিক উদ্দেশ্য হল ভারতের কর্পোরেট সেক্টর পরিচালনা করা। 
৩.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স (IICA) এর মানেসার ক্যাম্পাসে অবস্থিত ICLS একাডেমিতে প্রবেশনারি অফিসারদের জন্য প্রশিক্ষণ হয়ে থাকে। 
৪.আইসিএলএস কর্মকর্তাদের আইন, অর্থনীতি, অর্থ ও হিসাববিজ্ঞানের ওপর ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হোয়ে থাকে।

ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস (IDAS):

১  এই ক্যাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসে। 
২. এই ক্যাডারের অফিসারদের প্রথমে CENTRAD, নয়াদিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর, NIFM; ন্যাশনাল একাডেমি অফ ডিফেন্স ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, পুনেতে ট্রেনিং হয়ে থাকে। 
৩ .আইডিএএস ক্যাডার অফিসাররা মূলত বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিতে কাজ করে। 
৪.এই ক্যাডারের মূল উদ্দেশ্য প্রতিরক্ষা হিসাব নিরীক্ষা করা। 
৫.এই পরিষেবাটি কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস (সিজিডিএ) এর নেতৃত্বে রয়েছে এবং এটি ডিআরডিও, বিআরও এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির প্রধানদের প্রধান অ্যাকাউন্টস অফিসার হিসাবে কাজ করে। 

ইন্ডিয়ান ডিফেন্স এস্টেট সার্ভিস (IDES) :

১. IDES, এই ক্যাডারের অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিফেন্স এস্টেটস যা নয়া দিল্লিতে অবস্থিত। 
২.এই পরিষেবার প্রাথমিক উদ্দেশ্য হল সেনানিবাস এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানের জমির ব্যবস্থাপনা করা। 

7 .ভারতীয় তথ্য পরিষেবা (IIS) 

১. IIS এই গ্রুপ ‘A’ পরিষেবা যা ভারত সরকারের মিডিয়া শাখা পরিচালনার করে থাকে। 
২. এই পরিষেবার প্রাথমিক দায়িত্ব সরকার এবং জনসাধারণের মধ্যে সেতু হিসাবে কাজ করে থাকে। 
৩. আইআইএস তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে আসে। 
৪.IIS, এ ক্যাডারের নিয়োগের প্রাথমিক প্রশিক্ষণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন (IIMC) এ হয়। 
৫. এই ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন মিডিয়া বিভাগ যেমন ডিডি, পিআইবি, এআইআর ইত্যাদিতে কাজ করে থাকেন। 

8 ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিস সার্ভিস (IOFS) :  

১. IOFS হল গ্রুপ ‘এ’ সিভিল সার্ভিস যা প্রতিরক্ষা সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে এমন বিপুল সংখ্যক ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি পরিচালনার দায়িত্বে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে থাকে। 
২.এই পরিষেবা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে আসে এবং 
৩. এই ক্যাডারের অধীনে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা 1 বছর 3 মাসের জন্য নাগপুরে অবস্থিত ন্যাশনাল একাডেমি অফ ডিফেন্স প্রোডাকশনে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। 

.ইন্ডিয়ান কমিউনিকেশন ফাইন্যান্স সার্ভিসেস (ICFS) 

এটি গ্রুপ ‘এ’ সিভিল সার্ভিসের আওতায় আসে, আইসিএফএস (ICFS) আগে ভারতীয় পো নামে পরিচিত ছিল। 
১০ . st & Telecommunication Accounts and Finance Service (IP&TAFS)। 
১. এই ক্যাডারের জন্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ফরিদাবাদে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। 
২. IP& TAFS এই ক্যাডারের প্রাথমিক উদ্দেশ্য হল ভারতীয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগগুলিতে অ্যাকাউন্টিং ও আর্থিক পরিষেবা প্রদান করে থাকে। 

১১. ভারতীয় ডাক পরিষেবা (আইপিওএস):  

১. IPOS, এই পরিষেবাটিও গ্রুপ ‘এ’ সিভিল সার্ভিসের মধ্যে অন্যতম চাকুরী। 
২. এই ক্যাডারের জন্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা গাজিয়াবাদে অবস্থিত রফি আহমেদ কিদওয়াই ন্যাশনাল পোস্টাল একাডেমিতে (RAKNPA) প্রশিক্ষণ নিয়ে থাকে। 
৩ .আইপিওএস অফিসারদের ইন্ডিয়া পোস্টে উচ্চ গ্রেড অফিসার হিসাবে নিয়োগ করা হয়। এই পরিষেবাটি ইন্ডিয়া পোস্ট চালানোর জন্য দায়ী। 
৪. এই পরিষেবাটি ইন্ডিয়া পোস্ট দ্বারা প্রদত্ত বিভিন্ন পরিষেবা করে থাকে; ঐতিহ্যগত ডাক পরিষেবা, ব্যাঙ্কিং, ই-কমার্স পরিষেবা, বৃদ্ধ বয়সের পেনশন বিতরণ করে করে থাকে |

১২. ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস (IRAS) 

১. IRAS অফিসাররা ভারতীয় রেলওয়ের অর্থ ও হিসাব রক্ষণাবেক্ষণ ও পরিচালনার করে থাকে। 
২. নিয়োগের পরে, IRAS-এর প্রবেশনকারীরা নাগপুরের ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সে দুই বছরের জন্য একটি প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্য দিয়ে যায়; 
ভাদোদরায় রেলওয়ে স্টাফ কলেজ; এবং ভারতীয় রেলওয়ের নির্মাণ সংস্থা, বিভাগ, উত্পাদন প্রতিষ্ঠান এবং জোনাল রেলওয়ের সাথে বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকে। 

13. ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনেল সার্ভিস (IRPS) : 

১.IRPS এর  প্রাথমিক প্রশিক্ষণটি এলবিএসএনএএ-তে শুরু করে  এবং তারা ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস, আরসিভিপি নরোনহা একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, ডাঃ মারি চান্না রেড্ডি মানব সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে আরও ট্রেনিং হয়ে থাকে । 
২.IRPS এর  পরবর্তী প্রশিক্ষণ ভাদোদরায় অবস্থিত ভারতীয় রেলওয়ের জাতীয় একাডেমিতে করে থাকে । 
৩. এই ক্যাডারের অফিসারদের প্রাথমিক দায়িত্ব ভারতীয় রেলওয়ের মানবসম্পদকে পরিচালনা করা। 

ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিস (IRTS) : 

১. IRTS গ্রুপ ‘A’ সিভিল সার্ভিসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ চাকুরী বা পোষ্ট। 
২. IRTS ক্যাডার অফিসাররা ভাদোদরায় অবস্থিত, 
রেলওয়ে স্টাফ কলেজ এবং লখনউতে অবস্থিত ভারতীয় রেলওয়ে ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশন এই IRTS রা ট্রেনিং নিয়ে থাকে  । 
৩ .IRTS, ভারতীয় রেলের জন্য রাজস্ব উৎপাদনের তাদের প্রাথমিক দায়িত্ব। 
৪.IRTS, এই পরিষেবা রেলওয়ে এবং জনসাধারণের মধ্যে সেতু হিসাবে কাজ করে; রেলওয়ে এবং কর্পোরেট সেক্টর। 
৫ . এই পরিষেবাটি ভারতীয় রেলওয়ের অপারেশন এবং বাণিজ্যিক শাখা পরিচালনাকরে থাকে। 

15 ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) : 

১. আইআরএস অফিসাররা এলবিএসএনএএ-তে প্রথমের দিকে প্রশিক্ষণ গ্রহণ করে, পরবর্তী সময়ে প্রশিক্ষণ NDA,এনএডিটি-তে হয় যা নাগপুরে অবস্থিত  
এবং ফরিদাবাদে অবস্থিত ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স। 
২. IRS , আইআরএস ক্যাডার অর্থ মন্ত্রকের অধীনে কাজ করে। 
৩. এই ক্যাডারের প্রাথমিক উদ্দেশ্য হল ভারতের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় করা। 

১৬. ইন্ডিয়ান ট্রেড সার্ভিস (ITS) :  

১. এটি গ্রুপ ‘এ’ সিভিল সার্ভিসের মধ্যে অন্যতম চাকুরীর পদ বা পোষ্ট । 
২. নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নতুন দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড-এ প্রশিক্ষণ গ্রহণ করে। 
৩.ITS,INDIAN TRADE SERVICE এই ক্যাডারের প্রাথমিক উদ্দেশ্য হলো দেশের জন্য আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা। 
৪. ITS ক্যাডারটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আসে এবং এইITS এর প্রধান হণ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT)। 

১৭. রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) : 

১.এইRPF  ক্যাডারের মূল উদ্দেশ্য হল :  
 *. ভারতীয় রেলওয়ের যাত্রীদের ফুল প্রুফ নিরাপত্তা প্রদান করা এবং  
* ভারতীয় রেলওয়ের সম্পত্তি ও সম্পদ রক্ষা করা। 
২  আরপিএফ রেল মন্ত্রকের অধীনে আসে। 
৩. আরপিএফ একটি আধাসামরিক বাহিনী। 
৪. নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা লখনউতে অবস্থিত জগজীবন রাম রেলওয়ে প্রোটেকশন ফোর্স একাডেমিতে প্রশিক্ষণ  নিয়ে থাকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here