Money Hack: প্যারামেডিকেল কোর্স করে টাকা ইনকাম করুন দ্রুত । Best Paramedical Courses After 12th for best earning

0
590
best paramedical course
best paramedical course

দারুন সুযোগ: যত ভালো রেজাল্ট করুন আর যত দূর পড়াশুনা করুন না কেন , শেষ কথা একটাই – কত রোজগার করেন। মাত্র ২ বছরের প্যারামেডিকেল কোর্স করে বিপুল টাকা ইনকাম করুন, দ্রুত স্বাবলম্বী হয়ে যান।

প্যারামেডিকেল এর বিভিন্ন কোর্স হয়ে থাকে তার মধ্যে সব থেকে ভালো যে প্যারামেডিকেল কোর্স – যেগুলোর মার্কেট খুব ভালো এবং ভালো রোজগার করতে পারবেন সেগুলি সম্বন্ধে আলোচনা করা হলো আমাদের এই আর্টিকেল -এ। আসুন প্যারামেডিকেল কোর্স -এর সব তথ্য বিস্তারিতভাবে আলোচনা করে নিই।

প্যারামেডিকেল কোর্স কি । what is paramedical course ?

একটি যেকোনো মেডিকেল ডিপার্টমেন্ট চালাতে গেলে শুধু ডাক্তার হলেই চলবে না , তার সাথে আনুষঙ্গিক অনেক মানুষের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যায় , আপনি যখন চোখের ডাক্তারবাবুর কাছে চোখ দেখতে যান , ডাক্তারবাবু যদি দেখেন যে আপনার চোখে চশমা লাগাতে হবে , তাহলে ডাক্তারবাবু চশমার পাওয়ার একটি প্রেসক্রিশন -এ লিখে দেন আর বলেন যে চশমাটি করে নেবেন। ডাক্তারবাবু নিজে কিন্তু চশমা বানিয়ে আপনাকে দেন না।

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

অর্থাৎ আপনার চোখের সমস্যা দূর করার জন্য আপনার ডাক্তারবাবুর পাশা-পাশি আর একজন টেকনিকাল মানুষের প্রয়োজন হচ্ছে যিনি আপনাকে চশমাটা বানিয়ে দেবেন।

তেমনি যদি আপনি আপনার পুরোনো দাঁত বাদ দিয়ে নতুন দাঁত বসাতে চান তাহলে দাঁতের ডাক্তারবাবু আপনার নতুন দাঁতটি অন্য একজন টেকনিকাল এক্সপার্ট ব্যক্তির থেকে বানিয়ে এনে দেন।

এই যে মেডিকেল পরিষেবাগুলি সঠিকভাবে পাওয়ার জন্য একজন করে টেকনিকাল মানুষের প্রয়োজন পড়ছে , ইনারা প্যারামেডিকেল টেকনিসিয়ান। ইনারা ছাড়া আপনি সম্পূর্ণ পরিষেবাটি পাবেন না। যে কোর্স করে এই টেকনিসিয়ান হাওয়া যায় সেই কোর্স কে বলে প্যারামেডিকেল কোর্স।

কোন কোন প্যারামেডিকেল কোর্স এ সবথেকে ভালো রোজগার হয় বা সব থেকে বেশি বেতন ?

নিচে সব থেকে ভালো প্যারামেডিকেল কোর্স যেগুলি এই সময় সবথেকে বেশি রোজগার দিতে পারে বা আগামী দিনেও যেগুলির বাজার সব থেকে ভালো থাকতে পারে সেই সব থেকে ভালো কিছু প্যারামেডিকেল কোর্স এর একটি লিস্ট নিচে দেওয়া হলো।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই
  • ডিপ্লোমা ইন অটোমেট্রিক্যাল সাইন্স এন্ড অপথালমো টেকনোলজি : এই বিষয়ে পড়াশুনা করলে আপনি চোখের চশমা তৈরী করা ও ক্যামেরার লেন্স টোরি করা শিখবেন। সাধারণত: চোখের হাসপাতাল বা eye clinic এ আপনি চাকরি পেতে পারেন বা চশমা দোকান করতে পারেন ও পাওয়ার টেস্ট করতে পারেবন। আপনি আবার ক্যামেরা তৈরির কোম্পানি তেওঁ খুব মোটা বেতনের চাকরি পেতে পারেন।
  • ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক : এই ডিগ্রী করলে আপনি একজন প্যাথলজিস্ট হয়ে যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে এ চাকরি পেতে পারেন। আবার নিজের ল্যাব বানিয়ে ও ভালো রোজগার করতে পারেন। এই ডিগ্রী পাশ করে সাধারণত: কেউ বেকার থাকেন না।
  • ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলোজি টেকনোলজি : এই ডিগ্রী থাকলে আপনি যেকোনো হাসপাতালে ক্যান্সার চিকিৎসার বিভাগে চাকরি পেতে পারেন।
  • ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি : এই ডিগ্রী থাকলে আপনি ফিজিওথেরাপি ক্লিনিক খুলতে পারেন , আপনি জিম -এ চাকরি পেতে পারেন বা যেকোনো হাসপাতালের অস্থি বিভাগে চাকরি পেতে পারেন। এই ডিগ্রিতে চাকরির থেকে স্বাধীনভাবে ব্যবসা করে টাকা রোজগারের সম্ভাবনা বেশি।
  • ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিক এন্ড ওরাল হাইজিন: এই বিষয়ে ডিগ্রী থাকলে আপনি ডেন্টিস্ট চিকিৎসকের সাথে কাজ করবেন এবং মূলত দাঁতের ছাপ নেওয়া ও নকল দাঁত বানানো ও দাঁত বাঁধানো ইত্যদি কাজ আপনি করবেন। আপনি চাকরি পেতে পারেন কোনো সরকারি – বেসরকারি হাসপাতালের দন্ত বিভাগে বা কোনো ক্লিনিক এ অথবা আপনার নিজের ক্লিনিক ও আপনি খুলতে পারেন।
  • ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি : এই বিষয় আপনি পড়াশুন করলে আপনি অপারেশন থিয়েটার-এ চাকরি পেতে পারেন যেকোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে।
  • ডিপ্লোমা ইন ক্রিটিকাল কেয়ার টেকনোলজি : এই বিভাগে পড়াশুনা করলে আপনি চাকরি পেতে পারেন কোনো সরকারি বা বেসরকারি হাপাতালের ICU তে।
  • ডিপ্লোমা ইন ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি টেকনলজি: এই বিভাগে ডিগ্রী থাকলে আপনি কোনো হাসপাতালের ECG বিভাগ যেখানে রয়েছে সেই বিভাগে অর্থাৎ যে বিভাগে হৃদ – রোগের চিকিৎসা হয়ে থাকে সেখানে চাকরি পেতে পারেন। অথবা আপনার নিজের ECG ডায়াগনস্টিক সেন্টার খুলতে পারেন।
  • ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিসিয়ান : এই বিষয়ে পড়াশুনা করলে আপনি যেকোনো হাপাতালের কিডনি বিভাগে আপনি চাকরি পেতে পারেন। আপনার কাজ হবে যে সব রোগীর কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণে ডায়ালিসিস চলছে তাদের ডায়ালিসিস এর সময় চিকিৎসক কে সহায়তা করা।
  • ডিপ্লোমা ইন কমিউনিটি মেডিকেল সার্ভিস এন্ড এসেনসিয়াল ড্রাগ: এই ডিগ্রী থাকলে আপনি যেকোনো সরকারি বেসরকারি হাসপাতালে চাকরি পেতে পারেন। এছাড়া এই কোর্স এর সব থেকে বড় সুবিধা হলো আপনি এই কোর্স করলে নিজের ক্লিনিক খুলে WHO এর দ্বারা নির্ধারিত ৪২ টি জরুরি ওষুধের আপনি প্রাকটিস করতে পারবেন। অর্থাৎ , আপনার নিজের ক্লিনিক খুলতে পারবেন ও প্রাকটিস করতে পারবেন।

কেন প্যারামেডিকেল কোর্স পড়বেন । Why to study paramedical courses ?

 বর্তমানে আমাদের দেশ এবং উন্নতকামী অন্যান্য দেশগুলো একটি সাধারণ সমস্যায় জর্জরিত তা হলো বেকার সমস্যা। যখন কোনও দেশে শিক্ষা ও কর্মের মধ্যে অসামঞ্জস্যতা দেখা যায় তখন সেই দেশ এই বেকার সমস্যায় ভুগতে থাকে।

 আমাদের দেশেও শিক্ষা ও কর্মের মধ্যে বিপুল অসামঞ্জস্যতা।

আরো ভালো করে বললে আমাদের দেশের বেশিরভাগ ছাত্র ছাত্রীরা সেই সকল বিষয়ে ডিগ্রি অর্জন করে যেগুলির কোনও বাণিজ্যিক বাজার নেই বা বাণিজ্যিক মূল্য নেই। ছাত্র-ছাত্রীরা ডিগ্রিধারী শিক্ষিত বেকার হিসেবেই পরিচিত হচ্ছে সবার কাছে।

এইসব বাণিজ্যিকভাবে মূল্যহীন ডিগ্রী করে টাকা রোজগার হচ্ছে না বা সেই ডিগ্রিধারী ব্যক্তিকে চাকরি দিয়ে কোন সংস্থার বা সরকারের কোন বাণিজ্যিক লাভ হচ্ছে না। স্বভাবতই ডিগ্রী গুলি থেকে অর্থ উপার্জন বাদ দিয়ে আর সমস্ত প্রকার সুফল পাওয়া যাচ্ছে। তাই এইসব ডিগ্রী করে ছাত্র ছাত্রীরা শিক্ষিত হলেও বেকার থেকে যাচ্ছে।

অতি সম্প্রতি, মাধ্যমিক 2022 এর ফলাফল ঘোষণার পরের দিন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই একই কথা বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন ‘সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল’ তাহলে একটি বিষয়ে আমাদের কাছে পরিস্কার যে যদি   পড়াশোনার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন হয় তাহলে সেই সকল বাণিজ্যিক মূল্যহীন ডিগ্রী না করে বরং বাণিজ্যিকভাবে মূল্যবান ডিগ্রী করাই ভালো।

 মেডিকেল চিকিৎসা বিভাগের এই প্রকার বাণিজ্যিকভাবে মূল্যবান ডিগ্রীগুলিকে একত্রে প্যারামেডিকেল কোর্স বা প্যারামেডিকেল ডিগ্রী বলে।

 এই কোর্সগুলি বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে অর্থাৎ এর বাণিজ্যিক মূল্য অপরিসীম।

 তাই এইসব কোর্স করে ও দক্ষতা অর্জন করে ছাত্রছাত্রীরা খুব দ্রুত অর্থ উপার্জন করতে পারবে ও স্বাবলম্বী হয়ে উঠবে।

প্যারামেডিকেল কোর্স পড়ার যোগ্যতা । প্যারামেডিকেল কোর্স ভর্তির যোগ্যতা । Educational Qualification for Paramedical Course

মূলত, উচ্চমাধ্যমিক পাশের পর এই কোর্সগুলির সব ক’টি করা যায়। এই সবক’টি কোর্স এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সাইন্স শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাশ।

তবে, যদি পুরোপুরি সরকারি সুযোগসুবিধা নিয়ে এই কোর্স করতে চান তাহলে SMFWBEE – 2022 পরীক্ষাটি আপনাকে পাশ করতে হবে। তাহলে সরকারি কলেজগুলিতে সামান্য খরচে এই কোর্সগুলি করতে পারবেন। আবার ২ বছরের কোর্স শেষে আপনি যখন ইন্টারশিপ করবেন তখন মাসে ২০০০ টাকা করে বৃত্তিও পাবেন।

তাহলে কি SMFWBEE – 2022 পরীক্ষাটি পাশ না করলে কি কোর্সটি করা যাবে না ?

অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে একটু বেশি খরচ করে আপনাকে সরকারি ইউনিভার্সিটি র স্বীকৃতি বা affiliated কলেজগুলি থেকে প্রায় 4 গুন্ বেশি খরচে আপনাকে প্যারামেডিকেল পড়তে হবে।

সেক্ষেত্রে শুধু সাইন্স এ উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে।

তবে আর্টস ও কমার্স শাখায় উচ্চমাধ্যমিক পাশেরও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের একটি ছ’মাসের একটি ব্রিজ কোর্স করে মূল কোর্স করতে হবে। এই ব্রিজ কোর্সটিও কলেজ থেকেই করানো হবে।

ভালো প্যারামেডিকেল কলেজ কোনটি ? কোথায় প্যারামেডিকেল কোর্সগুলি করানো হয় । Best Colleges to do Paramedical Courses.

যেকোনো কোর্স সরকারি প্রতিষ্ঠান থেকে বা সরকারি প্রতিষ্ঠানের অনুমতি আছে এরকম কোনো প্রতিষ্ঠান থেকে করলে, তার যথেষ্ট মান্যতা পাওয়া যায়।

সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলিতেই প্যারামেডিকেল কোর্স করানো হয়। মেডিকেল কলেজ এ মেডিকেল পোড়ানোর সমস্ত সুযোগ সুবিধা আছে , তাই খুব সহজেই এই কোর্সগুলি করানো যায়।

এছাড়াও, আমাদের লিস্ট এ অন্যতম একটি ভালো প্যারামেডিকেল কলেজে এর খোঁজ আছে।

কোন কোন ভালো কলেজ এ প্যারামেডিকেল কোর্স করানো হয় ?

আসুন দেখে নিই কোনগুলি সব থেকে ভালো প্যারামেডিকেল কলেজ

  • ANANDALOKE MULTI SPECIALITY HOSPITAL , SILIGURI
  • APOLLO GLENAGLES HOSPITAL, KOLKATA
  • BHARAT SEVASHRAM SANGHA HOSPITAL, KOLKATA
  • CK BIRLA BIRLA HOSPITALS BMB, KOLKATA
  • CHITTARANJAN NATIONAL CANCER INSTITUTE, KOLKATA
  • DESUN HOSPITAL, KOLKATA
  • DISHARI INSTITUTE OF PARAMEDICAL COURSES, MALDA
  • ESI , MANIKTALA , ASANSOL , SEALDAH , KAMARHATI
  • GD HOSPITAL AND DIABETES INSTITUTE, KOLKATA
  • HLG INSTITUTE , ASANSOL
  • INSTITUTE OF CHILD HEALTH , KOLKATA
  • IQ CITY MC , DURGAPUR

কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত কলেজ থেকে প্যারামেডিকেল কোর্স

Susrijo Institute of Paramedical Technology and Optometry কলেজটি পশ্চিমবঙ্গ সরকার তথা কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি কলেজ। এখানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে এই সমস্ত প্যারামেডিকেল কোর্স এ। মাত্র ২ বছরেই আপনি এই কোর্সগুলি করতে পারবেন।

কলেজ এর তরফ থেকে জানানো হয়েছে যে কোর্স ফী আপনি কিস্তিতে মেটাতে পারেন।

কোর্স শেষে the west bengal allied medical and paramedical council- এ আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

ইন্টার্নশীপ শেষ হলেই খুব দ্রুত চাকরি পাবেন।

SMFWBEE – 2022 পরীক্ষাতে যাঁরা পাশ করেছেন তাঁরা তাদের rank card দেখলে ভর্তির ক্ষেত্রে ছাড় পাবেন।

কলেজ এর তরফ থেকে কোর্স ফী সমস্ত কোর্স এর জন্য রাখা হয়েছে মোট ১৩৫০০০ টাকা মোট কোর্স কমপ্লিট করার জন্য। এই ফী আপনি ইনস্টলমেন্ট ও দিতে পারেবন।

প্যারামেডিকেল পড়ার খরচ । what is the course fee for paramedical college

আপনি যদি SMFWBEE – 2022 এই পরীক্ষা পাশ করে প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে এই কোর্স করেন তাহলে আপনার টিটিউশন ফী মোটামুটি বেশিরভাগ কলেজ-এ ৩০০০০ টাকা। এছাড়াও বেশ কিছু অন্যান্য খরচ আছে। মোট ২ বছরে আনুমানিক ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা কলেজ আপনার থেকে কোর্স করানোর জন্য নেবে।

কিন্তু যদি আপনি SMFWBEE – 2022 পরীক্ষা না দিয়ে থাকেন বা না পাশ করে থাকেন সেক্ষেত্রে খরচ অনেক বেশি হতে চলেছে। কলেজ প্রায় ১ থেকে দেড় লাখ টাকা নেবে আপনার থেকে ফী বাবদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here