আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ 😚– বেতন, যোগ্যতা |Asha karmi recruitment 2022 west bengal

1
479
asha karmi recruitment west bengal asha karmi official website asha karmi recruitment 2022 west bengal form pdf
asha karmi recruitment west bengal asha karmi official website asha karmi recruitment 2022 west bengal form pdf

সুখবর !! প্রায় ২৫০০ আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের তরফে। নতুনকরে এত বিপুল পরিমান আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি , মহিলা-চাকরিপ্রার্থীদের জন্য খুশির বার্তা বয়ে এনেছে।

৬ ই জুন রাজ্য মন্ত্রী সভায় পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় ২৫০০ আশা কর্মী ( আক্রেদিতেড সোশ্যাল হেলথ এক্টিভিস্ট) নিয়োগের সিধান্ত নেওয়া হয়েছে। নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই।

প্রসঙ্গত, আশা কর্মী নিয়োগের জন্য কেন্দ্রীয় ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না । জেলা ভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। নিয়োগ হয় সংশ্লিষ্ট জেলার বিভিন্ন ব্লকের নানা গ্রামের উপসাস্থ্য কেন্দ্রে । আগাম প্রস্তুতির জন্য এখানে আশা রিক্রুটমেন্ট এর সম্পর্কে জানানো হল ।

যোগ্যতা : আশা কর্মী নিয়োগ 2022 । Qualification Asha karmi recruitment 2022 west bengal

আশা কর্মী নিয়োগ 2022 এর যোগ্যতা এই নোটিশ এ বিশদে জানানো হয়েছে।

যোগ্যতা: শুধু বিবাহিত , বিধবা ও আইনত বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদনের যোগ্য।
উল্লেখ্য, পার্থী যে গ্রামের বাসিন্দা সেখানকার শূন্য পদে আবেদন করতে পারবেন।
প্রমাণ হিসেবে রেশন কার্ড বা ভোটার পরিচয় পত্র অথবা সংশ্লিষ্ট ব্লক ডেভলপমেন্ট অফিসারের কাছ থেকে সংগৃহীত নির্দিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থাকতে হবে। বিবাহ বিচ্ছিন্না মহিলাদের আইনি সার্টিফিকেট থাকতে হবে।

মাধ্যমিক পরীক্ষায় বসে থাকলেই আবেদন করা যায়। মাধ্যমিক পাশ পার্থীরা অগ্রাধিকার পাবেন।

কিভাবে আবেদন করবেন আশা কর্মী নিয়োগ 2022 । How to Apply Asha karmi recruitment 2022 west bengal

অনলাইন এ সাধারণত আশাকর্মী নিয়োগের ফর্ম পূরণ বা আবেদন করা যায় না। এই আবেদনটি আপনাকে হাতে লিখে করতে হবে।

যদিও এই নতুন আবেদন এর জন্য কিভাবে আবেদন করবেন আশা কর্মী নিয়োগ 2022 এর জন্য সে তথ্য প্রকাশিত হয় নি। তবে , আমরা আপনাদের সুবিদার্থে এর আগে আশা কর্মী নিয়োগের জন্য যেভাবে আবেদন করতে বলা হয়েছিল সেই তথ্য তুলে ধরছি।

তবে আবারো বলছি আবেদনের পূর্বে আপনাদের এলাকার B.D.O office বা হাসপাতালে বা জেলা CMOH অফিস এ জেনে নিন। আমরা এখানে যে পদ্ধতি বলবো তা পূর্বে অন্যান্য জায়গাতে আশা কর্মী নিয়োগ-এর ক্ষেত্রে এই পদ্ধতিতে আবেদন করতে বলা হয়েছিল। সেটি উদাহরণ হিসেবে তুলে ধরলাম।

আশা কর্মী নিয়োগ এর আবেদন পদ্ধতি । application form Asha karmi recruitment 2022 west bengal

নিচে আশা নিয়োগের একটি asha recruitment pdf application form দেওয়া হলো উদাহরণ হিসেবে। এই ফর্ম টি উত্তর চব্বিশপরগোনা থেকে প্রকাশ করা হয়েছে। তবে আপনার এলাকার ফর্ম আপনি আপনার এলাকার BDO office থেকে পাবেন।

আমাদের আলোচনা করা নিয়োগ এর ফর্ম এটি নয়। তবে এই pdf এর 6 নং পাতাটি দেখতে পারেন উদাহরণ হিসেবে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here