BREAKING NEWS: কলকাতা পুলিশে কনস্টেবল পদে শূন্য পদ বাড়ল

0
134
kolkata police constable vacancy
kolkata police constable vacancy

কলকাতা পুলিশে কনস্টেবল পদে শূন্য পদ বেড়ে ২২৬৬ হল। প্রায় ৮০০ নতুন শূন্য পদে লোক নেওয়া হচ্ছে। তাই এই সুযোগ হাতছাড়া করলে আপনারই ক্ষতি
কলকাতা পুলিশে ‘ কনস্টেবল ‘ ও লেডি কনস্টেবল ‘ পোষ্টে ১৬৬৬ জন ছেলে মেয়ে নেওয়ার খবর বেরিয়ে ছিলো তাতে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে ২২৬৬ টি শূন্য পদের জন্য এখনও আবেদন নেওয়া হচ্ছে।

যোগ্যতা:
উল্লেখ্য , রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত পর্ষদ থেকে মাধ্যমিক পাশ হলেই পরীক্ষার্থীরা কলকাতা পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে ।

বয়স সীমা:
সবক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১-১-২০২২ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

ছেলেদের মাপ যোগ:
কলকাতা পুলিশে কনস্টেবলের জন্য ছেলেদের লম্বায় ১৬০ সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি হতে হবে এবং ফুলিয়ে ৮৩ সেমি হতে হবে। এবং আবেদনকারীর ওজন হতে হবে ৫৭ কেজি ।

মেয়েদের মাপ যোগ:
কলকাতা পুলিশে কনস্টেবল রিক্রুট মেন্টের জন্য মেয়েদের লম্বায় ১৬০ সেমি হতে হবে। এবং আবেদনকারীর ওজন হতে হবে ৪৯ কেজি ।

পরিক্ষার ফী:
কলকাতা পুলিশে কনস্টেবল পরীক্ষার ফি ১৭০ টাকা । উল্লেখ্য, তপশিলি হলে ২০ টাকা ।

বেতন : কলকাতা পুলিশে কনস্টেবলের বেতন ২২,৭০০ টাকা – ৫৮,৫০০ টাকা ।

শূন্য পদ:
কলকাতা পুলিশে কনস্টেবল এর শূন্য পদ ২২৬৬ টি। ছেলে দের জন্য ১৪১০ টি এবং মেয়েদের জন্য ৮৫৬ টি

সিলেকসেশন প্রসেস:
কলকাতা পুলিশে কনস্টেবলপার্থী বাছাই করা হবে ‘ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুট মেন্ট বোর্ড ‘এর দ্বারা।

পরীক্ষার প্যাটার্ন:
কলকাতা পুলিশে কনস্টেবল পরীক্ষার মাল্টিপল চয়েজ কোয়েশ্চন থাকবে । ১০০ টি MCQ question থাকবে।

অফিসিয়াল ওয়েবসাইট:
কলকাতা পুলিশে কনস্টেবলে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট হল – https://prb.wb.gov.in, www.wbpolice.gov.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here