কলকাতা পুলিশের চাকরি 2023|পুলিশ কনস্টেবল নিয়োগ। মহিলাদের জন্য 10 ম পাস সরকারি চাকরি | kolkata police Constable recruitment 2023- 10th pass job

0
535
kolkata-police-constable-lady-constable-recruitment-10th-pass-job/
kolkata-police-constable-lady-constable-recruitment-10th-pass-job/

BREAKING NEWS 2023: কলকাতা পুলিশের চাকরি-তে বিপুল নিয়োগ। মাধ্যমিক পাশে চাকরির দুর্দান্ত সুযোগ kolkata police Constable recruitment 2023 এর বিজ্ঞপ্তি বেরোলো। আবেদন করেছেন ? জানুন WBP Lady Constable Height and Weight Chart 2023

এইমুহূর্তে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পোষ্টে ১৬৬৬ জন ছেলে মেয়ে নেওয়া-র বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

কলকাতা পুলিশের চাকরির যোগ্যতা 2023: Eligibility for kolkata Police Constable Recruitment 2022

এই বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা পুলিশের চাকরির যোগ্যতা কি ? আসুন বিশদে জেনে নিই।

রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার্থীরাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ।

উল্লেখ্য, বাংলা ভাষা লিখতে বলতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিং সাব ডিভিশন ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার পার্থিদের বেলায় সেখানে অফিসিয়াল ভাষা জানতে হবে।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

বয়স সীমা:কলকাতা পুলিশে নিয়োগ | Age Limit of Kolkata police constable recruitment 2023

কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2023এর এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে জেনে নিন পুরুষ ও মহিলাদের বয়স কত হতে হবে।

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

এই কলকাতা পুলিশের চাকরি-তে আবেদন করতে গেলে আপনার বয়স ১-১-২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতেই হবে । তাপশিলিরা ৫ বছর , ও বি সি সম্প্রদায়ের পরীক্ষার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন ।

হোম গার্ডে কর্মরত পার্থিরা সরকারি নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

তবে , সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পাবেন না ও তাদের বেলায় সাধারণ পার্থী হিসেবে আবেদন করতে হবে। কলকাতা পুলিশের হোম গার্ড ও সিভিক ভলেন্টিয়াররা ৩ বছর চাকরি করে থাকলে তবেই ওই কেটাগরির সুযোগ পাবেন।

পদের নাম (Name of the Post)কনস্টেবল ও লেডি কনস্টেবল (Constable & Lady Constable in Kolkata Police -2022)
নিয়োগকারী বিভাগ বা সংস্থা (Recruiting Department/ authority)পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড wb police recruitment board
স্থায়ী / অস্থায়ী (Permanent /temporary)স্থায়ী
সরকারি / বেসরকারি (Government/ Non-government)সরকারি
পুরুষ /মহিলা কে যোগ্য (Male / Female candidate who is eligible)উভয়ই
আবেদনকারীর বয়স (Age of eligible candidate)১-১-২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তাপশিলিরা ৫ বছর , ও বি সি সম্প্রদায়ের পরীক্ষার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন , অন্যান্যের বয়সের ছাড় এর বিবরণ জানতে আর্টিকেলটি পড়ুন
যোগ্যতা (Eligibility)মাধ্যমিক পাশ
শূন্য পদ (Number of Vacancy)১৬৬৬
আবেদনের শেষ তারিখ (Last Date to Apply) 27 জুন
অনলাইনে আবেদন করুন আমাদের এই আর্টিকেল এর নিচে দেওয়া বোতাম টিপে আবেদন করুন।

উচ্চতা : কলকাতা পুলিশে নিয়োগ 2023: Kolkata police constable recruitment Height Details

কলকাতা পুলিশে নিয়োগ এর জন্য নির্দিষ্ট কিছু শারীরিক মাপজোকের প্রয়োজন। Kolkata police constable recruitment Height Details নিচে দেওয়া হলো।

পুরুষদের উচ্চতা : ১৬৭ সেমি , বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি । ওজন হতে হবে ৫৭ কেজি ।

** গরখা, গরয়ালিস, রাজবংশী ও তপশিলি জাতি দের বেলায় লম্বায় ১৬০ সেমি , বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি আর ওজন থাকতে হবে অন্তত ৫৩ কেজি ।

✅🔥🔥এরকম আরোও বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

মেয়েদের উচ্চতা : মেয়েদের লম্বায় ১৬০ সেমি । আর ওজন হতে হবে ৪৯ কেজি ।

বেতন : ২২,৭০০ টাকা থেকে ৫৮,৮০০ টাকা ।

শূন্য পদ: ১৬৬৭ টি ।

পার্থী বাছাই করবে ‘ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ‘।’ Recruitment to the post of Constable & Lady Constable in Kolkata Police -2022′ পরীক্ষার মাধ্যমে।

*4 টি স্টেজে এই পরীক্ষা নেওয়া হবে ।
*প্রথমে প্রিলিমিনারী পরীক্ষা হবে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা ।
*আর তার পরে হবে পার্সোনালিটি টেস্ট।

প্রথমে আবেদন পত্র খুঁটিয়ে দেখে পরীক্ষার্থীদের প্রিলি মিনারি পরীক্ষাতে ডাকা হবে।

প্রশ্নের ধরন :

এই পরীক্ষা হবে ১০০ নম্বরের । মোট ১০০ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে ।

বিষয় গুলি হল –
1. জেনারেল আওয়ারনেস ও জেনারেল নলেজ – 40 নম্বর ।
2. এলিমেন্টারি মাথেমেটিক্স – 30 নম্বর ।
3. রিজনিং -30 নম্বর ।

উল্লেখ্য নেগেটিভ মার্কিং আছে। 4 টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে।
প্রশ্ন হবে বাংলা ও নেপালী ভাষায় ।

সিলেকশন:
পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থী দের প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে ও তারপরে দৌড়ে র টেস্টে পাশ করতে হবে ।
ছেলেদের বেলায় এই পরীক্ষায় ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়তে হবে।
আর , মেয়েদের বেলায় ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়তে হবে।
উল্লেখ্য, পরীক্ষার্থীরা দৌড়ে এক বারই সুযোগ পাবেন। দৌড়ের আমি রেডিও ফ্রিকোয়েন্সি আই ডেন্টি ফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে।
এই পরীক্ষায় সফল হলে তবেই মেন পরীক্ষার জন্য ডাকা হবে।

৮৫ নম্বরের লিখিত মেন পরীক্ষায় ৮৫ টি অবজেক্টিভ চয়েজ টাইপের প্রশ্ন হবে।
বিষয় ভিত্তিক নম্বর:
1. জেনারেল আওয়ারনেস ও জেনারেল নলেজ -25 নম্বর ।
2. ইংরেজী – 10 নম্বর ।
3. এলিমেন্টারি মেথ মেটিক্স – 25 নম্বর ।
4. রিজয়নিং ও লজিক্যাল অ্যানালাইসিস -25 নম্বর।

উল্লেখ্য, মেন পরিক্ষাতেও নেগেটিভ মার্কিং আছে।
4 টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে।
মেন পরীক্ষাতেও প্রশ্ন হবে বাংলা ও নেপালী ভাষাতে।

লিখিত মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে 15 নম্বরের ইন্টারভিউ হবে।

উল্লেখ্য , মেধা তালিকা প্রকাশ করার সময়ে পরীক্ষার্থীর মেন পরীক্ষা ও ইন্টারভিউ তে পাওয়া নম্বর দেখা হবে। এরপরে হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারী পরীক্ষা।

ডাক্তারী পরীক্ষা হবে সরকারি নির্বাচিত হসপিটালে।
পশ্চিমবঙ্গ সরকারের সাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে বুকের এক্সরে ও শরীরের অন্যান্য পরীক্ষা নেওয়া হবে। মনোনীত হলে পুলিশ ট্রেনিং স্কুলে পাঠানো হবে।
পরীক্ষার্থী রা ই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
আবেদন করা যাবে : অনলাইনের মাধ্যমে 29 মে থেকে 27 জুনের মধ্যে।

ওয়েবসাইট: https://prb.wb.gov.in , www.wbpolice.gov.in , www.kolkatapolice.gov.in

উল্লেখ্য, ফর্ম পূরনের সময়ে কোনো ভুল হয়ে থাকলে পরীক্ষার্থীরা তা সংশোধন করতে পারবেন 1 জুলাই থেকে 7 জুলাই এর মধ্যে।

Official Notification kolkata police Constable recruitment 2023 | পুলিশ কনস্টেবল নিয়োগ এর অফিসিয়াল নোটিশ

কলকাতা পুলিশের চাকরি, পুলিশ কনস্টেবল নিয়োগ এর এই চাকরির অফিসিয়াল নোটিশ টি দেখে নিন। official notice of kolkata police Constable recruitment 2023

Apply to kolkata police Constable recruitment 2023

নিচে দেওয়া বোতামটি টিপে আপনি কলকাতা পুলিশের চাকরি অর্থাৎ এই পুলিশ কনস্টেবল নিয়োগ এর চাকরিতে সহজেই আবেদন করতে পারবেন। apply to kolkata police Constable recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here