কলকাতা পুলিশে কনস্টেবল পদে শূন্য পদ বেড়ে ২২৬৬ হল। প্রায় ৮০০ নতুন শূন্য পদে লোক নেওয়া হচ্ছে। তাই এই সুযোগ হাতছাড়া করলে আপনারই ক্ষতি
কলকাতা পুলিশে ‘ কনস্টেবল ‘ ও লেডি কনস্টেবল ‘ পোষ্টে ১৬৬৬ জন ছেলে মেয়ে নেওয়ার খবর বেরিয়ে ছিলো তাতে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে ২২৬৬ টি শূন্য পদের জন্য এখনও আবেদন নেওয়া হচ্ছে।
যোগ্যতা:
উল্লেখ্য , রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত পর্ষদ থেকে মাধ্যমিক পাশ হলেই পরীক্ষার্থীরা কলকাতা পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে ।
বয়স সীমা:
সবক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১-১-২০২২ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন
মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি | দেখুন |
সমস্ত লেটেস্ট চাকরির খবর | দেখুন |
ছেলেদের মাপ যোগ:
কলকাতা পুলিশে কনস্টেবলের জন্য ছেলেদের লম্বায় ১৬০ সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি হতে হবে এবং ফুলিয়ে ৮৩ সেমি হতে হবে। এবং আবেদনকারীর ওজন হতে হবে ৫৭ কেজি ।
মেয়েদের মাপ যোগ:
কলকাতা পুলিশে কনস্টেবল রিক্রুট মেন্টের জন্য মেয়েদের লম্বায় ১৬০ সেমি হতে হবে। এবং আবেদনকারীর ওজন হতে হবে ৪৯ কেজি ।
পরিক্ষার ফী:
কলকাতা পুলিশে কনস্টেবল পরীক্ষার ফি ১৭০ টাকা । উল্লেখ্য, তপশিলি হলে ২০ টাকা ।
বেতন : কলকাতা পুলিশে কনস্টেবলের বেতন ২২,৭০০ টাকা – ৫৮,৫০০ টাকা ।
শূন্য পদ:
কলকাতা পুলিশে কনস্টেবল এর শূন্য পদ ২২৬৬ টি। ছেলে দের জন্য ১৪১০ টি এবং মেয়েদের জন্য ৮৫৬ টি
সিলেকসেশন প্রসেস:
কলকাতা পুলিশে কনস্টেবলপার্থী বাছাই করা হবে ‘ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুট মেন্ট বোর্ড ‘এর দ্বারা।
পরীক্ষার প্যাটার্ন:
কলকাতা পুলিশে কনস্টেবল পরীক্ষার মাল্টিপল চয়েজ কোয়েশ্চন থাকবে । ১০০ টি MCQ question থাকবে।
অফিসিয়াল ওয়েবসাইট:
কলকাতা পুলিশে কনস্টেবলে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট হল – https://prb.wb.gov.in, www.wbpolice.gov.in