ডি এ কি ? কিভাবে সরকারী কর্মচারীদের বেতন হিসেব করবেন? What is DA (Dearness Allowance) in salary- How to calculate the salary of govt employee?

0
616
What is DA
What is DA

সরকারি চাকরি করার অন্যতম একটি প্রধান উৎসাহ হলো সরকারি কর্মচারীদের বেতন। আপনি হয়তো কোনো একটি সরকারি পদের বেতন জানতে চান। আপনি হয়তো বেতন জেনে সিদ্ধান্ত নেবেন যে সেই পদে চাকরির জন্য আপনি চেষ্টা করবেন কি করবেন না। আসুন আমরা জেনে নিই মহার্ঘ্য ভাতা কি বা what is DA (what is Dearness Allowance) ও কিভাবে তা ব্যবহার করে আপনি কোনো একটি পদের বেতন হিসাব করবেন।

ডিএ কি ? What is DA in salary ?

মহার্ঘ্য ভাতা (মহার্ঘ ভাতা ) হলো সরকারি কর্মচারীদের বেতনের এমন একটি অংশ যা তাদের বেতনকে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতে সাহায্য করে।

দেখুন , একজন সরকারি কর্মচারী যখন চাকরি পান তখনই তাঁর বেতন নির্ধারণ করে দেওয়া হয়। অর্থাৎ তিনি যে পদে আছেন সেই পদ অনুযায়ী একটি নির্দিষ্ট বেতন তাঁর প্রাপ্য যা তাঁকে দেওয়া হয়। কিন্তু , বাজারের দ্রব্যমূল্য সবসময় একই থাকে না , অর্থাৎ আমার ঠাকুরদা যে বেতনে শিক্ষকতা করেছেন সেই বেতনে আমার পক্ষে শিক্ষকতা করা সম্ভব নয় কারণ তিনি যে দামে চাল কিনে খেতেন সেই দামে তো আমি আর চাল কিনতে পারবো না। তাই স্বভাবতই আমার সেই বেতনেও চালানো সম্ভব নয় ,

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

কিন্তু তাঁর আর আমার মূল বেতন একই হতেও পারে। (যদিও এত বিপুল সময়ের ব্যবধানে মূল বেতনের পরিবর্তন হয় ).

তাই দ্রব্য মূল্যের সাথে তাল -মিল রেখে চলার জন্য সরকারি কর্মচারীদের বেতনে একটি নির্দিষ্ট পরিমান বেতন বৃদ্ধি করা হয়।

তার মূল বেতনের সাথে এই ভাতা সংযোগ করে তাঁর মোট বেতন তাঁকে দেওয়া হয়। এছাড়াও মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ও আরো অন্যান্য বেতনের ভাতা সংযোগ করা হয়.

ডি এ -র গুরুত্ত্ব কি ? মহার্ঘ ভাতার গুরুত্ত্ব কি ? what is the importance of Dearness Allowance ?

DA এর গুরুত্ত্ব হলো এই যে সময়ের সাথে সাথে বাজারে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তালনিল রেখে যাতে সরকারি কর্মচারীরা বেতন পান সেই বিষয়টি ঠিক রাখা।

যদি জনইনিসপত্রে দাম বাড়তে থাকে আর সরকারি কর্মচারীদের বেতন না বাড়ে , তাহলে কর্মচারীদের সাথে অন্যায় হবে ও তাঁরা কাজ করার উৎসাহ পাবেন না। তাই এই DA (Dearness allowance ) দেওয়া হয়।

কিভাবে সরকারী কর্মচারীদের বেতন হিসেব করবেন? How to calculate the salary of govt employee?

প্রথমে আপনাকে এই স্যালারি হিসেবে করতে গেলে জানতে হবে কোন গ্রুপ বা কোন পে স্কেল-এর মধ্যে তাঁর স্যালারি বা বেতন পড়ছে।

অর্থাৎ , পশ্চিমবঙ্গে পে কমিশন অনুযায়ী কোন পে স্কেল এর মধ্যে পড়ছে বেতন সেটা হিসেবে করতে হবে।

পে স্কেল ধরে বেতন হিসেবে করতে হলে প্রথমে সেই স্কেল এর নিম্ন মানটি নিতে হবে

সেই নিম্ন মানটি হলো সেই বেতনের বেসিক পে বা বলা যায় মূল বেতন।

এই মূল বেতনের সাথে এর ওপর কত শতাংশ HRA বসবে তা জেনে নিয়ে সেটি মূল বেতনের সাথে যোগ করতে হবে।

এছাড়া এর সাথে মহার্ঘ ভাতা বা DA (Dearness Allowance) যোগ করতে হবে।

এছাড়া আরো কি কি ভাতা আছে সেগুলি জেনে নিতে হবে। যেমন পুলিশ বিভাগে কয়েকটি অতিরিক্ত ভাতা প্রদান করা হয়। তাই পুলিশ বিভাগের বেতনের হিসেবে সামান্য আলাদা ভাবে করতে হয়।

এছাড়া , BDO officer এর বেতনে এর ও হিসেব আপনি জানতে পারবেন আমাদের ওয়েবসাইট এর অন্য আর্টিকেলটি থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here