BDO অফিসার এর বেতন। BDO officer Salary in Hand, Pay Band, Pay Scale in West Bengal

0
503
BDO অফিসার এর বেতন। BDO officer Salary in Hand, Pay Band, Pay Scale in West Bengal in
BDO অফিসার এর বেতন। BDO officer Salary in Hand, Pay Band, Pay Scale in West Bengal in

BDO অফিসার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) এর একজন গ্রুপ এ অফিসার। একটি ব্লকের ক্ষেত্রে একজন BDO হলেন সর্বাধিক ক্ষমতাসম্পন্ন একজন আধিকারিক। আপনি জানতে চান একজন BDO অফিসার এর বেতন (BDO officer Salary), আমাদের এই লেখাটিতে আপনি এই বিষয়ে সমস্ত তথ্য পাবেন।

বর্তমানে ষষ্ঠ পে কমিশন (6th pay commission) অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal) সমস্ত কর্মচারীদের বেতন অনেকটাই বেড়েছে। সেই মর্মে সমস্ত WBCS অফিসার তথা BDO officer দের বেতন ( BDO officer Salary ) ও অনেকটা বৃদ্ধি পেয়েছে।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন হিসেবে করতে গেলে এই বেতনের বিষয়ে কয়েকটা ব্যাপার ভালোভাবে জানতে হবে।

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

পশ্চিমবঙ্গ সরকারের WBCS অফিসারদের বেতনকে মোট ৫ টি ভাগে ভাগ করা হয়েছে।

এর মধ্যে BDO অফিসার এর বেতন এই লেভেল ১৬ এর মধ্যে পরে (pay scale 16, pay matrix, ROPA)

এই পে লেভেল ১৬ অনুসারে wbcs group A officer বা BDO অফিসার এর বেতন যে পে স্কেল এর মধ্যে পড়ে তা হলো 56100-144300 টাকা এই স্কেল এ। তবে বাস্তবে একজন BDO অফিসার (Block Development Officer) 56100 টাকা পান না। আরো বেশি বেতন পান। কারণ, এই 56100 টাকার সাথে আরো অন্যান্য ভাতা যোগ হয়।

তাহলে, একজন BDO অফিসার এর ফাইনাল বেতন (BDO officer in hand Salary) কত ?

BDO অফিসার হাতে কত টাকা বেতন পান । BDO Officer in Hand Salary

BDO অফিসার হাতে কত টাকা বেতন পান বা BDO Officer in Hand Salary হিসেবে করতে গালে জানতে হবে যে এই 56100 টাকার সাথে যোগ হবে DA (Dearness Allowance) এবং বাড়ি ভাড়ার ভাতা (HRA- house rent allowance)

56100 টাকা হলো একজন BDO অফিসার এর প্রাথমিক বেসিক পে (Basic Pay) | কারণ চাকরিতে সংযোজন হওয়ার সময় পে স্কেল এর যেটা সব থেকে নিচের মান হয় সেটাই হয় বেসিক পে। এটাই ROPA 2019 এর বেতন এর নিয়ম।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

তাহলে বেসিক পের সাথে কিভাবে অন্যান্য ভাটাগুলি যুক্ত হবে?

সাধারণতঃ, বেসিক পে (basic pay)-র সাথে, বেসিক পে-র 3% DA দেওয়া হয়। এটি দেওয়া হয় কারণ জিনিস পত্রের দ্রব্য মূল্য সময়ের সাথে সাথে বাড়ছে। সেই বাড়ন্ত দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের বেতনের সাথে বর্তমানে 3% DA দেওয়া হয়। এই DA সময়ের সাথে সাথে কিছু বছর ছাড়া ছাড়া বাড়তে থাকে।

এছাড়া, west bengal government employee রা যাতে তাদের কর্মক্ষেত্রের ৭ কিলোমিটার এর মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন তার জন্য বেসিক পে-র উপর ১২% HRA (house rent allowance) ও দেওয়া হয়ে থাকে। তবে এই ১২% HRA বেতনের সাথে যোগ হবে না যদি BDO Officer গভর্নমেন্ট এর দেওয়া কোয়ার্টার এ থাকেন।

এছাড়া, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের একটি সরকারি স্বাস্থ্য পরিষেবা বা Health scheme এর সুবিধা রয়েছে। যারা এই সুবিধা নিতে চান তাঁদের প্রতি মাসে প্রায় 500 টাকা বেতন থেকে কেটে নেওয়া হবে। অন্যথা, এই 500 টাকা ও বেতনের সাথে হাতে পাওয়া যাবে।

Calculation for BDO Officer in Hand Salary:

আমরা বলতে পারি BDO Officer in Hand Salary= Basic Pay + DA + HRA + Health scheme

56100 + (56100* 0.03) + (56100* 0.12) + 500

BDO Officer in Hand Salary = Rs. 65015

56100* 0.12 এই হিসেবটি করা হয়েছে এটা ধরে নিয়ে যে তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকেন , তিনি গভর্নমেন্ট এর দেওয়া কোয়ার্টার এ থাকেন না। যদি তিনি বাইরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তবেই তিনি এই ১২% HRA পাবেন।

এই একই বেতন একজন Dy. collector ও পেয়ে থাকেন। তবে Dy. collector এর বেতন এ এক্সট্রা ১২০০ টাকা সংযোজন হয়ে থাকে। এই বেতন শুরু হয়ে যায় যখন একজন WBCS পাশ করে চাকরিতে সংযুক্ত হন তখন থেকেই।

অর্থাৎ, ট্রেনিং চলাকালীনও একজন BDO এই বেতনটিই পান।

একজন BDO Officer এর বেতন প্রতি বছর বেসিক পে এর ০.০৩% হরে বাড়তে থাকে , যা প্রায় ২৫০০ টাকার সমান। বেতনের এই বৃদ্ধিকে বলে increment | মনে করা হয় যে একজন সরকারি আধিকারিকের অভিজ্ঞতা সময়ের সাথে বাড়তে থাকে। তাই সময়ের সাথে তাঁর বেতন ও বাড়া উচিত।

এছাড়া promotion এর মাধ্যমে পুরো বেসিক পে বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে BDO Officer এর বেতন অনেকটাই বেড়ে যায়।

BDO অফিসার এর বেতন এর উপসংহার :

তাহলে, এই আর্টিকেল এ আমরা যা বুঝলাম একজন WBCS গ্রুপ A অফিসার বা BDO অফিসার এর বেতন (BDO Officer in Hand Salary) হলো Rs. 65015

BDO অফিসার হাতে কত টাকা বেতন পান বা BDO Officer in Hand Salary হিসেবে করতে গালে জানতে হবে যে এই 56100 টাকার সাথে যোগ হবে DA (Dearness Allowance) এবং বাড়ি ভাড়ার ভাতা (HRA- house rent allowance)

56100 টাকা হলো একজন BDO অফিসার এর প্রাথমিক বেসিক পে (Basic Pay) | কারণ চাকরিতে সংযোজন হওয়ার সময় পে স্কেল এর যেটা সব থেকে নিচের মান হয় সেটাই হয় বেসিক পে। এটাই ROPA 2019 এর বেতন এর নিয়ম।

তাহলে বেসিক পের সাথে কিভাবে অন্যান্য ভাটাগুলি যুক্ত হবে?

সাধারণতঃ, বেসিক পে (basic pay)-র সাথে, বেসিক পে-র 3% DA দেওয়া হয়। এটি দেওয়া হয় কারণ জিনিস পত্রের দ্রব্য মূল্য সময়ের সাথে সাথে বাড়ছে। সেই বাড়ন্ত দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের বেতনের সাথে বর্তমানে 3% DA দেওয়া হয়। এই DA সময়ের সাথে সাথে কিছু বছর ছাড়া ছাড়া বাড়তে থাকে।

এছাড়া, west bengal government employee রা যাতে তাদের কর্মক্ষেত্রের ৭ কিলোমিটার এর মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন তার জন্য বেসিক পে-র উপর ১২% HRA (house rent allowance) ও দেওয়া হয়ে থাকে। তবে এই ১২% HRA বেতনের সাথে যোগ হবে না যদি BDO Officer গভর্নমেন্ট এর দেওয়া কোয়ার্টার এ থাকেন।

এছাড়া, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের একটি সরকারি স্বাস্থ্য পরিষেবা বা Health scheme এর সুবিধা রয়েছে। যারা এই সুবিধা নিতে চান তাঁদের প্রতি মাসে প্রায় 500 টাকা বেতন থেকে কেটে নেওয়া হবে। অন্যথা, এই 500 টাকা ও বেতনের সাথে হাতে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here