পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর পরীক্ষার যোগ্যতা,শিক্ষাগত যোগ্যতা,বয়স,প্রস্তুতি|wb police si qualification in bengali

0
510
পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর পরীক্ষার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রস্তুতি | wb police si qualification in bengali
পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর পরীক্ষার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রস্তুতি | wb police si qualification in bengali

প্রতেকটা পরীক্ষার যেমন নির্দিস্ট eligibility criteria থাকে ঠিক তেমনি wb police recruitmentপশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর পদেও নির্দিস্ট eligibility criteria রয়েছে |এই আর্টিকলে wb police si qualification তুলে ধরব | নিম্নে wb police si এর জন্য শিক্ষাগত যোগ্যতা,ভাষা, বয়সসীমা ,শারীরিক পরিমাপ ,এবং শারীরিক দক্ষতা পরীক্ষা বর্ণনা করা হয়েছে: 

পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য west bengal police eligibility খুবই গুরুত্বপূর্ন বিষয়।  

*শিক্ষাগত যোগ্যতা (west bengal police inspector – educational qualification) :

wb police examপরীক্ষার্থীদের eligibility criteria এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা জানা অতন্ত্য গুরুত্বপূর্ন বিষয় ।

West bengal এ পরীক্ষার্থী wb police si তে আবেদন করার জন্য west bengal police inspector এর পরীক্ষার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা তার সমমানের যেকোনো বিষয়ে গ্রাজুয়েট বা  স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

*পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর :ভাষা( west bengal police inspector -Language ):

wb police exam এ পরীক্ষার্থীদের eligibility criteria এর মধ্যে ভাষা জানা অতন্ত্য গুরুত্বপূর্ন বিষয় ।

west bengal police inspector এর পরীক্ষার্থীদের অবশ্যই বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে  হবে। 

দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য উপ-বিভাগের west bengal police exam পরীক্ষার্থীদের জন্য, পশ্চিমবঙ্গ সরকারি ভাষা আইন, 1961-এ বর্ণিত বিধানগুলি প্রযোজ্য হবে৷ 

পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর :বয়সসীমা ( west Bengal police inspector – age limit ):

West Bengal police inspector এ age limit খুবই গুরুত্বপূর্ন।

01.01.2021 তারিখে west bengal police exam পরীক্ষার্থীদের বয়স 20 বছরের কম এবং 27 বছরের বেশি হওয়া উচিত নয়। 

Wb police recruitment এ উচ্চ বয়সসীমা SC এবং ST-এর জন্য 5 বছর এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের OBC  র wb police পরীক্ষার্থীদের জন্য 3 বছরের মধ্যে শিথিল এর জন্য যোগ্য হবে। 

শুধুমাত্র প্রয়োজনীয় যোগ্যতা থাকা  bengal police recruitment board  পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগীয়  পরীক্ষার্থীদের  জন্য ঊর্ধ্ব বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিল এর জন্য যোগ্য হবে। 

Category Class Weight Height Chest 
পুলিশের উপ-পরিদর্শক (নিরস্ত্র শাখা)    গোর্খা, রাজবংশী, গারওয়ালী এবং তফসিলি উপজাতি52 kg 160 cm 76 cm 
 অন্যান্য সকল বিভাগের প্রার্থীরা56 kg 167 cm 79 cm 
পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র শাখা)গোর্খা, রাজবংশী, গারওয়ালী এবং তফসিলি উপজাতি54 kg 163 cm 81 cm 
 অন্যান্য সকল বিভাগের প্রার্থীরা60 kg 173 cm 86 cm 
পশ্চিমবঙ্গ পুলিশে লেডি সাব-ইন্সপেক্টর পুলিশ (ইউবি)গোর্খা, রাজবংশী, গারওয়ালী এবং তফসিলি উপজাতি45 kg 155 cm – 
 অন্য সকল বিভাগের প্রার্থী48 kg 160 cm – 
west Bengal police inspector

পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর :Bengal police recruitment board শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) এবং শারীরিক দক্ষতা পরীক্ষা (PET): 

যে  wb police পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদে চাকরি পেতে চায় , তাদের শারীরিক পরীক্ষাতে পাস করতে হবে।

*পুরুষ  wb police পরীক্ষার্থীদের 3 মিনিটে 800 মিটার দৌড় ও করতে হবে।

*মহিলা  wb police পরীক্ষার্থীদের  2 মিনিটের মধ্যে 400 মিটার দৌড়াতে হবে।

যে  মহিলা wb police পরীক্ষার্থীরা শারীরিক পরিমাপ পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে তাদের শারীরিক দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে। 

পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর -(PMT) খুটি নাটি তথ্য

(i) OBC-A বা OBC-B বিভাগের একজন bengal police recruitment board এর পরীক্ষার্থীকে শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হলে, 01.01.2018 তারিখে বা তার পরে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা একটি পুনঃপ্রমাণিত/নবায়ন করা বা নতুন OBC-A/ OBC-B শংসাপত্র তৈরি করতে হবে।  শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) সময় প্রশংসাপত্র যাচাই করা হবে । নির্দিষ্ট বিভাগ (OBC-A/ OBC-B) উল্লেখ না করে OBC-এর শংসাপত্র একটি ‘অবৈধ শংসাপত্র’ হিসাবে বিবেচিত হবে। 

(ii) bengal police recruitment board এর পরীক্ষার্থীরা west bengal police এ শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)তে পাশ হয়ে যাওয়ার পরে মেরিট লিস্টে নাম এলে তাদের অফিস বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের প্রধানের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা দিতে হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here