UPSC সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন পদ্ধতি।UPSC application form in Bengali

0
481

প্রত্যেক বছর লক্ষ্য লক্ষ্য ছাত্র ছাত্রীরা UPSC CSE, সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আবেদন করে থাকে । এবং প্রতি বছরে বহু ছাত্র ছাত্রীদের আবেদন বাতিল হয়ে যায়। সঠিক ভাবে আবেদন না করার জন্য এই রকম সমস্যায় তাদের পড়তে হয়। আর এই রকম সমস্যার সমাধানের জন্য আমরা খুব সহজ ভাবে upsc cse , সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন পদ্ধতি বর্ণনা করেছি :

upsc application form । UPSC সিভিল সার্ভিসপরীক্ষারআবেদন পদ্ধতি : 

ধাপ 1 – upsc application form : 2022 রেজিস্ট্রেশন :

upsc ias application করার সময়ে  পরীক্ষার্থীদের  অফিসিয়াল ওয়েবসাইট  upsc.gov.in এ দেখতে হবে। 

পূর্বে দেওয়া  ‘upsc civil services exam’ লিঙ্কে ক্লিক করুন , তারপরে পরীক্ষার্থীদের নিজস্ব অ্যাকাডেমিক বিবরণ সহ পিতা মাতার  এবং কাজের অভিজ্ঞতার  বিবরণ apply online রেজিস্ট্রেশন ফর্ম এ পূরন করতে হবে । 

ছয়টি মডিউল থাকবে, বিস্তারিত পূরণ করার পর upsc civil services পরীক্ষার্থীকে প্রতিটি মডিউল সেভ করে রাখতে হবে। 

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

upsc ias application এর চূড়ান্ত ফর্ম জমা দেওয়ার আগে পরীক্ষার্থীর দেওয়া পরিবর্তন করতে পারবে।final বা চূড়ান্ত ফর্ম জমা দেওয়ার পরে কোনও পরিবর্তন করতে পারবে না, সেইজন্য upsc ias exam পরীক্ষার আবেদনের খুব সাবধানে পরীক্ষার্থীদের পূরণ করতে হবে। 

পরীক্ষার্থীদের apply online upsc তে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে রেজিস্ট্রেশানের সময় দেওয়া ডাটা automatically ভাবে পরবর্তী ধাপে পূরণ হবে , তখন আর সংশোধন করা যাবে না। 

ধাপ 2 – upsc civil services পরীক্ষার আবেদনফি : 

Upsc civil services exam পরীক্ষার্থীরা Onliine/ Offline অনলাইন বা অফলাইন মোডের মাধ্যমে payment করতে পারবে। 

Online payment ,অনলাইন পেমেন্টের জন্য,upsc civil services prelims পরীক্ষার্থীরা ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/ UPI বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে UPSC পরীক্ষার ফিস জমা দিতে পারবে । 
অথবা upsc ias form এর জন্য পরীক্ষার্থীরা অফলাইন পেমেন্টের মাধ্যমেও ফিস জমা দিতে পারে , তার জন্যে তাদের ওই UPSC ওয়েবসাইট থেকে ই-চালান ডাউনলোড করতে হবে এবং পরের দিনই SBI ব্যাঙ্কের শাখায় গিয়ে ওই ফি জমা দিতে হবে । 

upsc ias application এর  জন্যআবেদনফি:

upsc ias exam এর জন্যে পারিখার্থীদের ফির বিবরণ নিম্নে দেওয়া হোয়েছে-

১.জেনারেল/EWS/ OBC(Male) পরীক্ষার্থীদের আবেদন ফি হল ১০০ টাকা। 
২. এবং সমস্ত বিভাগের মহিলা পরীক্ষার্থীদের কোন আবেদন ফি লাগবে না। 
৩. এবং তার সঙ্গে সঙ্গে SC/ST/ PH পরীক্ষার্থীদের কোন আবেদন ফি লাগছে না। 

ফি জমা দেওয়ার পরে, fees slips ডাউনলোড করতে হবে এবংতার সঙ্গে সঙ্গে UPSC  আবেদন পত্র ডাউনলোড করতে হবে ।
 
উল্লেখ্য: মহিলা পরীক্ষার্থীদের এবং SC/ST/PwD পরীক্ষার্থীদের ফি জমা দিতে হবে না । 

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

ধাপ 3 – upsc civil services পরীক্ষারকেন্দ্রনির্বাচন:  

পরীক্ষার্থীরা IAS পরীক্ষা কেন্দ্র choose করার জন্য আলাদা আলাদা অপশনস পাবে। 

এবং পরীক্ষার্থীরা তাদের পছন্দের শহর নির্বাচন করতে পারবে। 

সরকারি ও বে সরকারি চাকরীর আপডেট পেতে bongojobnews ফলো করুন |

ধাপ 4 -UPSC Upload Photograph & Signature। ফটো ও নিজের সই আপলোড: 

পরীক্ষার্থীদের নিজের পাসপোর্ট সাইজ ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে। 

পরীক্ষার্থীদের UPSC 2022 আবেদনপত্রে নিম্নলিখিত নথিগুলিকে নির্ধারিত পোর্টাল এ আপলোড করতে হবে: 

ফটোরআকার : 
পরিক্ষার্থীদের নিজের ফোটো ও সই UPSC CSE ওয়েবসাইটে আপলোড করার আগে ফটোর এবং সই এর সাইজ মনে রাখতে হবে, তা নিম্নে বর্ণনা করা হয়েছে:
  
১.ফটো 3Kb – 40Kb 3.5 সেমি X 4.5 সেমি .JPG 
২.স্বাক্ষর 1Kb – 40Kb 3.5 সেমি X 1.5 সেমি .JPG 

ধাপ 5 – UPSC দেওয়া টার্মস অ্যান্ড কন্ডিশনস অপশনস যা হলো 

শেষ ধাপ  ‘আমি রাজি’- বক্স এ  ক্লিক করতে হবে এবং তার পরে পরীক্ষার্থী তাদের অনলাইন আবেদনপত্র জমা দিতে পারবে। 

পরীক্ষার্থীরা পরে রেফারেন্সের জন্য ওই upsc ias application form আবেদনপত্রের  প্রিন্টআউট বের করে নিতে পারে। 

Upsc civil services exam পরীক্ষার্থীরা যদি তাদের পাসওয়ার্ড ভুলে যায় কি করবে ?

Upsc civil services exam পরীক্ষার্থীরা ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড দিয়ে পোর্টালে যেতে পারবে |

upsc civil services পরীক্ষার্থীরা যদি ফর্ম ফিল আপ ভুল করে ফেলে তাহলে তারা কিভাবে সংশোধন করবে ?

upsc civil services পরীক্ষার্থীরা তাদের ফর্ম submit করার পরে কিছু দিন পরে তারা ফর্ম সংশোধন করতে পারবে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here