কি ভাবে ফুড সেফটি অফিসার হওয়া যায়? |How to become a food safety officer?

0
437

একজন খাদ্য সুরক্ষা আধিকারিক বা food safety officer হলেন department of health র গ্রুপ A gazetted officer, এবং west Bengal general service র তাঁরা স্টাফ |

একজন খাদ্য সুরক্ষা আধিকারিক হতে গেলে আপনার কাছে B. Tech in food technology, M.Sc in chemistry, Biochemistry, Microbiology, Biotechnology, Agriculture, MBBS, Veterinary  এগুলির যেকোনো একটি থাকতে হবে| আপনার একাডেমিক রেকর্ড ও খুব ভালো থাকতে হবে. বর্তমান এ ওয়েস্ট বেঙ্গল এ ১৫০ জন খাদ্যসুরক্ষা আধিকারিক বা food safety officer আছেন|

আরো ৫০ জন food safety officer নেওয়ার সম্ভাবনা আছে, যদি আপনার কাছে এ ডিগ্রী গুলির যে কোনো একটি থেকে থাকে, আপনার ফর্ম ফিল আপ করা উচিত. এই লেখাটিতে আমি কি ভাবে খাদ্য সুরক্ষা অধিকারীর হওয়া যায় তার বিষয়ে আলোচনা করব |

নিয়োগ পদ্ধতি :

যদি উপরে লেখা ডিগ্রী গুলির কোনো একটি আপনার কাছে থাকে তাহলে আপনার wbhrb ওয়েবসাইট এ গিয়ে ফর্ম টি ফিল্লুপ করা উচিত | কারো সাহায্য ছাড়া এ আপনি এটা করতে পারবেন|
অন্য লেখাটি দেখুন, প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে ছবি দিয়ে দেখানো হয়েছে. এপ্লিকেশন ফর্ম টি ভরবার পর, যদি আপনি যোগ্য হন এই পদের জন্য তাহলে একটি মেসেজ আসবে আপনার ফোন এ . সেখানে আপনার ইন্টারভিউ এর ডেট আর কোথায় ইন্টারভিউ হবে সেই সব তথ্য উল্লেখ থাকবে |
সাধারণতঃ ,  এই ইন্টারভিউ টি বেনফিশ টাওয়ার নামের একটি বিল্ডিং আছে সাস্থ্য ভবনের কাছেই , ওই বিল্ডিং এই ইন্টারভিউ হয়ে থাকে. ইন্টারভিউ টি হওয়ার পর যদি আপনি পাস করেন তাহলে ওয়েবসাইট এ result এ আপনার নাম দেখতে পাবেন |

সাধারণতঃ এই পোস্ট এর সিলেকশন এর জন্য লিখিত পরীক্ষা হয় না . সুধু ইন্টারভিউ , একাডেমিক আর পূর্বে কাজের অভিজ্ঞাতা বিচার করে ই খাদ্য সুরক্ষা আধিকারিক এর নির্বাচন হয় .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here