সুখবর-ডি এ ঘোষণা-পশ্চিমবঙ্গ সরকার ডিএ 2022 কবে দেবে ? সরকারি কর্মচারীদের জন্য সুখবর । DA News in West Bengal-2022 |West Bengal government da news 2022

0
664
DA hike in west bengal, da news
DA hike in west bengal, da news

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অবশেষে ডি এ ঘোষণা হলো কলকাতা হাই কোর্ট এর আদেশ অনুসারে। পশ্চিমবঙ্গ সরকার ডিএ 2022 এর নিস্পত্তি।

এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য সুখবর এই যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ , যা এতদিন বকেয়া ছিল তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলো কলকাতা উচ্চ আদালত। যদিও সরকারের তরফে এই মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রধান সমস্যা হিসেবে দেখানো হয়েছে যে তহবিল শূন্যতা , তারপরেও আজ কলকাতা হাই কোর্ট (kolkata high court) এর বিচারপতি জানিয়ে দেন এই মহার্ঘ ভাতা (DA: Dearness Allowance) রাজ্য সরকারকে তাঁর কর্মচারীদের দিতেই হবে (ডি এ ঘোষণা 2022)

শুধু তাই নয় , কলকাতা হাই কোর্ট এর তরফ থেকে আরো জানানো হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (da for west bengal govt employees 2022) মাত্র তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

এর আগে স্যাট এর তরফ থেকেও এই একই কথা ঘোষণা করা হয়েছিল যে মহার্ঘ ভাতা বা DA (da of west bengal government) যা বকেয়া রয়েছে তা যেন রাজ্য সরকার মিটিয়ে দেন।

কিন্তু রাজ্য সরকার সেই স্যাট এর যে নির্দেশ তা সরাসরি চ্যালেঞ্জ করে, কলকাতা হাই কোর্ট এ রিভিউ পিটিশন করেন।

কলকাতা হাইকোর্ট আজ আবার সেই একই কথা জানিয়ে দিলো যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। রাজ্য সরকারকে তা মিটিয়ে দিতেই হবে। অর্থাৎ, স্যাটের রায়ই বহাল রইলো ডিভিশন বেঞ্চে।

পশ্চিমবঙ্গ সরকার ডিএ 2022 কবে দেবে? রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে দেবে রাজ্য সরকার ? west bengal dearness allowance 2022

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে দেবে পশ্চিমবঙ্গ সরকার সে বিষয়ে একটিই তথ্য উঠে এসেছে , তা হলো , কলকাতা হাই কোর্ট (Kolkata high court) এর নির্দেশ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যা এতদিন বকেয়া ছিল অর্থাৎ এরিয়ার ডিএ সব মিটিয়ে দিতে হবে।

West Bengal DA order by Kolkata high court

কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)-এর বিচারপতি হরিশ টেন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (da of west bengal govt employees) কেন্দ্রসরকারী কর্মচারীদের সমতুল্য হওয়া উচিত। এই ডিভিশন বেঞ্চ থেকে আরো বলা হয় যে –

ডিএ কর্মীদের আইনি অধিকার, মৌলিক অধিকার। কোনোভাবেই তা অস্বীকার করা যায় না। কোনও অজুহাতেই কর্মীদের তা থেকে বঞ্চিতও করা যায় না। সেটা হলে সরকারের প্রধান শক্তি অর্থাৎ কর্মীদের মনোবল ধাক্কা খাবে।।

বিচারপতি হরিশ টেন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ, ২০ মে , ২০২২

কলকাতা হাই কোর্ট এর ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয় যে , রাজ্যকে নির্দেশ দেওয়া হচ্ছে আজকের তারিখ থেকে তিন মাসের মধ্যে All India Consumer Price Index এর গড় ৫৩৭ সমানুপাতিক রূপে Ropa Rules , 2009 অনুযায়ী ডি এ ও বকেয়া ডি এ প্রদান করতে যেমনটা ইতিপূর্বে স্যাট নির্দেশ দিয়েছিল সেভাবেই করতে হবে।

পশ্চিমবঙ্গ সরকার ডিএ কত শতাংশ হারে দেবে – রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা 2022

তাই আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ডিএ 2022-এর নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৪ % হারেই DA (Dearness allowance) পাবেন।

যেহেতু কলকাতা হাই কোর্ট এর রায় অনুযায়ী কেন্দ্রের সাথে সমান ডি এ দিতে হবে রাজ্যের কর্মীদের , তাই এই সাম্যতা বজায় রাখতে গেলে রাজ্যসরকারকেও একই DA দিতে হবে।

বর্তমানে (present da of wb govt employees) পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিয়ে থাকেন ৩% । বর্ধিত ডি এ যদি দিতে হয় তাহলে প্রায় ৩১% এই ডি এ বৃদ্ধি ঘটবে।

তাই এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য সুখবর রাজ্য সরকারি অফিসগুলিতে খুশির হাওয়া।

আরোও পড়ুন : অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভে ফেটেপড়লো Calcutta University-র ছাত্র ছাত্রীরা

আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই খুব মোটা অংকের ডি এ রাজ্য সরকারি কর্মচারীদের পকেট এ ঢুকতে চলেছে।

Disclaimer: www.bongojobnews.com has not verified the truth of this news. whatever is published by the main stream media other news channels is just written in our own language here and published. This news is published only for the information and educational purpose.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here