BREAKING NEWS : SSC দুর্নীতি মামলায় নতুন মোড় । SSC SCAM in West Bengal

0
470
ssc scam

SSC দুর্নীতি মামলায় নতুন মোড় সামনে এলো (ssc scam news west bengal) | জিজ্ঞাসাবাদের মুখে বাবা আর চাকরি গেল মেয়ের।

CBI এর ম্যারাথন জেরার মুখে মন্ত্রী পরেশ অধিকারী। হাই কোর্ট এর নির্দেশে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী-র চাকরি গেল।

একের পর এক ধাক্কা খেল মেখলিগঞ্জ এর অধিকারী পরিবার। অভিযোগ, যোগ্যতম প্রার্থীর চেয়েও কম নম্বর পেয়ে শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল মন্ত্রি পরেশ অধিকারীর মেয়েকে।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

এই মামলায় শুক্রবার বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায়, মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী কে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেন। গত ৪১ মাস ধরে পাওয়া বেতনের পুরো টাকা ফেরত দিতে হবে মন্ত্রী কন্যা কে। তিনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে ও পারবেন না।

মামলাকারী ববিতা সরকার বলেন , এটি নৈতিকতার জয় সত্যের জয় দুর্নীতি-র বিরুদ্ধে সততা-র জয়। তিনি আরো বলেন যে , তাঁর মতো যদি অন্য কারোর সাথেও দুর্নীতি হয়ে থাকে বা একই রকম পয়েন্ট থাকে তাহলে তাঁর ও উচিত অভিযোগ করা।

SSC দুর্নীতি মামলায় নতুন মোড় এর ইতিহাস কি ? History – SSC SCAM in West Bengal

এই SSC SCAM in West Bengal এর সূচনা কথা থেকে আমরা জানব। একের পর এক সরকার পক্ষের শিবিরে যে এই আঘাত এই সব কিছু তথা এই ssc কেলেঙ্কারি-র বীজ কোথায় লুকিয়ে ?

মামলাকারী ববিতা সরকারের এই লড়াইয়ের গল্পটা আমরা জেনে নোবো।

তিনি বঞ্চিত হয়েছিলেন তাঁর ন্যায্য অধিকার থেকে।

শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকারের মামলাতেই প্রথম SSC দুর্নীতি-র পুরো ছবিটা ধরা পড়ে।

এসএসসি এর যে মেধা তালিকা সেই তালিকা তে একদম শীর্ষে ছিল মন্ত্রী পরেশ অধিকারী-র মেয়ে অঙ্কিতা অধিকারী-র নাম। কিন্তু তার থেকেও ১৬ নম্বর বেশি পেয়েও মামলাকারী ববিতা সরকারের নাম ছিল অনেক নিচে ২১ নম্বরে।

যখন চাকরির লিস্ট এ নাম বেরোলো তখন দেখাগেলো চাকরি প্রার্থীর তালিকা থেকে ছিটকে যান ববিতা। চাকরি পেলো অঙ্কিতা।

ববিতা বলেন, ” ২০১৮ সালে যখন লিস্ট বের হয় আমার মনে তখন থেকেই সন্দেহ কাজ করে যে কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু যেহেতু কমিশন আমাদের নম্বর বিভাজন করেনি তাই আমি বুঝতে পারছিলাম না যে ও কিভাবে অ্যাড হলো। যেদিন আমাদের মেরিট লিস্ট চেঞ্জ হলো সেই তিন দিনের মাথা থেকেই আমার লড়াই। সে সময় আমার একটা ১০ মাসের বেবি ছিল তাই আমি নিজে আসতে পারিনি কিন্তু তখন আমার স্বামী এসেছিলেন। এর পর আমার বেবি বোরো হয় ও আমরা দুজনে একসাথে এই লড়াইটা লড়তে থাকি। আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি , RTI করেছি , commissioner এর কাছে গিয়েছি, কেউ আমার সপক্ষে কথা বলেনি। আমি যদি আদালতের দ্বারস্থ না হতাম আমি হয়তো চাকরিটা পেতাম না। ”

২০২১ সালে তিনি হাই কোর্ট এ SSC দুর্নীতি মামলা করেন ও তাঁর যাবতীয় তথ্য প্রমান তিনি সামনে আনেন।

SSC দুর্নীতি মামলায়- হাই কোর্ট এর নির্দেশ কি ? SSC SCAM News – What is the direction of Court :

কলকাতা হাই কোর্ট এর তরফ থেকে জানানো হয়েছে যে কন্যা অঙ্কিতা অধিকারী আর চাকরি করতে পারবেন না ওই বিদ্যালয়ে এবং শুধু তাই নয় তিনি আর নিজেকে শিক্ষিকা হিসেবে পরিচয় দিতেও পারবেন না। তিনি ওই বিদ্যালয়ে ঢুকতে পারবেন না।

এছাড়া, বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় আরো বলেন যে , অংকিতা অধিকারী গত ৪১ মাস ধরে যে বেতন নিয়েছেন , সেই বেতন তাঁকে সম্পূর্ণভাবে ফেরত দিতে হবে।

Disclaimer : www.bongojobnews.com has not verified the truth of this news. The information of this news is taken from other mainstream media. Here, we have written the news in our own language. This is published only for information and educational purpose.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here