উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি, বিপুল বেতন ও স্থায়ি । central Data Entry Operator recruitment, high salary, 12 th pass job

0
609
উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি
উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি

উচ্চমাধ্যমিক পাশদের জন্য কেন্দ্র সরকারের চাকরির সুখবর। আপনি কি কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি করতে আগ্রহী ? আপনিকি উচ্চমাধ্যমিক পাশ। তাহলে এক্ষুনি আবেদন করুন। এর আগে এতদিন এই রকম বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি অনেকদিন বের হয়নি। উচ্চমাধ্যমিক পাশে প্রচুর শূন্য পদে কেন্দ্রীয় স্থায়ী সরকারি চাকরি।

কেন্দ্র সরকারের চাকরির এই নিয়োগের জন্য staff selection commission board একটি Combined Higher Secondary Level (10+2) Examination এর আয়োজন করতে চলেছে। এই পরীক্ষার মাধ্যমেই এই নিয়োগ হবে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি বিভাগ ‘সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তরের (10+2) পরীক্ষার মাধ্যমে (Combined Higher Secondary Level (10+2) Examination) ‘পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট’, ‘ডেটা এন্ট্রি অপারেটর’ এবং ‘লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট’ পদের জন্য হাজার হাজার লোককে নিয়োগ করতে চলেছে

কেন্দ্র সরকারের কোন কোন বিভাগে এই নিয়োগ হতে চলেছে ?

পদ: নিম্ন বিভাগ ক্লার্ক / জুনিয়র সচিবালয় সহকারী / ডাক সহকারী / বাছাই সহকারী। Lower division Clerk /Junior Secretariat Assistant /Postal Assistant / Sorting Assistant:

যেকোনো স্বীকৃত বোর্ড/কাউন্সিল থেকে 12 তম শ্রেণী পাস প্রার্থীরা এই পদগুলির জন্য যোগ্য। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটারে ইংরেজিতে ন্যূনতম গতি 35 wpm (10,500 কী ডিপ্রেশন প্রতি ঘন্টা) বা 30 wpm (প্রতি ঘন্টায় 9,000 কী ডিপ্রেশন) কম্পিউটারে টাইপরাইটিংয়ে দক্ষতা থাকতে হবে।

পদ: ডেটা এন্ট্রি অপারেটর (C & AG অফিস ছাড়া) | Data Entry Operator (except C & AG Office):

যেকোনো স্বীকৃত বোর্ড/ কাউন্সিল থেকে 12 তম শ্রেণী পাস প্রার্থীরা আবেদনের যোগ্য। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটারে প্রতি ঘন্টায় ন্যূনতম 8,000 কী ডিপ্রেশনের গতি সহ ডেটা এন্ট্রিতে দক্ষতা থাকতে হবে।

পদ: সিএন্ডএজি অফিসে ডেটা এন্ট্রি অপারেটর। Data Entry Operator at C & AG Office:

যেকোনো স্বীকৃত বোর্ড/কাউন্সিল থেকে গণিত বিষয়ে বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণী পাস প্রার্থীরা আবেদনের যোগ্য। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটারে প্রতি ঘন্টায় 15,000 কী ডিপ্রেশনের ন্যূনতম গতি সহ ডেটা এন্ট্রিতে দক্ষতা থাকতে হবে।

বয়স :

বয়স, 01.01.2022 তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে যার অর্থ প্রার্থীদের 02.01.1995 এবং 01.01.2004 এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে। OBC এবং SC/ST প্রার্থীরা বয়সে যথাক্রমে 3 বছর এবং 5 বছর ছাড় পাবেন। বিধবা / তালাকপ্রাপ্ত মহিলা / মহিলা বিচার বিভাগীয় বিচ্ছিন্ন কিন্তু পুনর্বিবাহ করেননি / EXSM / PWD প্রার্থীরা সরকার অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

উচ্চমাধ্যমিক পাশে এই কেন্দ্রীয় স্থায়ী সরকারি চাকরিতে কত বেতন দেওয়া হবে ?

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট/ডেটা এন্ট্রি অপারেটর (সিএন্ডএজি অফিস ব্যতীত)’ পদের জন্য, বেতনের স্কেল হল Rs.25,500/- – 81,100/-। ‘লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট’ পদের জন্য, বেতনের স্কেল হল Rs.19,900/- – 63,200/-। ‘ডেটা এন্ট্রি অপারেটর (সিএন্ডএজি অফিসে)’ পদের জন্য, বেতনের স্কেল হল রুপি 29,200/- – 92,300/-।

অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই লোভনীয় চাকরিতে DA, HRA, ও অন্যান্য সুযোগ সুবিধা সংযোগ করলে ফাইনাল বেতন (In hand salary) দাঁড়ায় যথাক্রমে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট/ডেটা এন্ট্রি অপারেটর (সিএন্ডএজি অফিস ব্যতীত)’ পদের জন্য 38000 টাকা , ‘লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট’ পদের জন্য ফাইনাল বেতন (In hand salary) হবে 29651 টাকা , ডেটা এন্ট্রি অপারেটর (সিএন্ডএজি অফিসে)’ পদের জন্য ফাইনাল বেতন (In hand salary) হবে 43508 টাকা।

উচ্চমাধ্যমিক পাশে এই কেন্দ্রীয় স্থায়ী সরকারি চাকরিতে কত বেতন দেওয়া হবে ?

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট/ডেটা এন্ট্রি অপারেটর (সিএন্ডএজি অফিস ব্যতীত)’ পদের জন্য, বেতনের স্কেল হল Rs.25,500/- – 81,100/-। ‘লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট’ পদের জন্য, বেতনের স্কেল হল Rs.19,900/- – 63,200/-। ‘ডেটা এন্ট্রি অপারেটর (সিএন্ডএজি অফিসে)’ পদের জন্য, বেতনের স্কেল হল রুপি 29,200/- – 92,300/-।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here