স্টেনো টাইপিস্ট বা স্টেনোগ্রাফার নিয়োগ বিজ্ঞপ্তি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট । BIS Recruitment notification, age, last date online application 2022

0
417
BIS recruitment stenographer recruitment 2022
BIS recruitment stenographer recruitment 2022

BIS recruitment 2022 এর নোটিশ প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ৩৩০ জন স্টেনোগ্রাফার ও অ্যাসিস্ট্যান্ট এর নিয়োগ হতে চলেছে bureau of indian standards ডিপার্টমেন্ট এ। তাই যদি আপনি একটি দুর্দান্ত চাকরি পেতে চান এই চাকরি-দুষ্প্রাপ্য বাজারে তাহলে স্টেনো টাইপিস্ট নিয়োগের এই বিজ্ঞাপনটি আপনার অবশ্যই দেখা উচিত।

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

বর্তমানে এই বিভাগে স্টেনোগ্রাফার , লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট , পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ,জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে।

স্টেনোগ্রাফার নিয়োগ এর যোগ্যতা । BIS Recruitment stenographer educational qualification

যেকোনো শাখায় গ্রাজুয়েট রা আবেদন করতে পারেন। ইংরেজি শর্ট হ্যান্ড এ ৭ মিনিটে ১০০ টি শব্দ dictation নেওয়ার গতি থাকতে হবে ও ৪৫ মিনিটে ট্রান্সক্রিবে করতে হবে। কম্পিউটার এ জ্ঞান থাকতে হবে ও বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে

EventDate
BIS recruitment 2022 notice release 16th April , 2022
BIS recruitment 2022 apply online date19th April
Last Date to Apply Online BIS9th May 2022
BIS Recruitment Exam Date BISJune 2022
BIS recruitment 2022 important dates

স্টেনো টাইপিস্ট নিয়োগ এর বেতন । স্টেনোগ্রাফার এর বেতন । salary of stenographer in BIS recruitment 2022

বেতন : ২৫, ৫০০ টাকা – ৮১,১০০ টাকা ।শূন্যপদ : ২২ টি . আমাদের হিসেবে অনুযায়ী আপনার গ্রস বেতন মোটামুটি ৩৫০০০ টাকার কাছাকাছি হবে।

স্টেনোগ্রাফার নিয়োগ এর শূন্য পদ কত । BIS recruitment stenographer vacancy

শূন্যপদ : ২২ টি। জেনারেল ১১ , Economically Weaker Section (e.w.s) – 3, OBC – 6, , ST / SC (ত:উঃজা‌:) -২

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

BIS recruitment 2022 personal Assistant | পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে । বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

মূল মাইনে : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা ।
শূন্য পদ: ২৮ টি । ( জেনারেল ১৩ , e.w.s -২ , OBC – ৭ , ত:জা‌: -৪ , ত:উঃজা‌:-২ ) এর মধ্যে প্রতিবন্ধী ২।

জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। BIS recruitment 2022 junior secretory assistant

যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত ৩৫ টি ওয়ার্ড টাইপিং করতে হবে।
বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

মূল মাইনে : ১৯,৯০০ -৬৩,২০০ টাকা ।

শূন্য পদ: ৬১ টি । ( জেনারেল ২১ , e.w.s – ৮ , OBC – ২১ , ত:জা‌: -৮ , ত:উঃজা‌:-৩ ) এর মধ্যে প্রতিবন্ধী ৩

সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২২ । BIS recruitment 2022 senior secretory assistant

যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন।

কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং , এক্সেল পাওয়ার পয়েন্ট এ খুব ভালো দক্ষতা থাকতে হবে।
পার্থী বাছাই করার সময় ওয়ার্ড প্রসেসিং এ ১৫ মিনিটে ২০০০ কি ডিপ্রেসন আর এক্সেল ও পাওয়ার পয়েন্ট এ ১৫ মিনিটের টেস্ট দিতে হবে।
বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৫,৪০০ টাকা -৮১,১০০ টাকা ।

শূন্য পদ: ১০০ টি। ( জেনারেল ৪২ , e.w.s – ১০ , OBC – ২৭ , ত:জা‌: -১৫, ত:উঃজা‌:-৬ ) এর মধ্যে প্রতিবন্ধী ৪।

স্টেনোগ্রাফার নিয়োগ বিজ্ঞপ্তি | Official Notification for BIS Recruitment 2022 pdf download

নিচে স্টেনোগ্রাফার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ টি দেওয়া হলো. আপনি এটি নিজের মতো করে পড়তে বা ডাউনলোড করতে পারবেন।

BIS recruitment 2022 how to apply

আবেদন করবেন অনলাইনে মাধ্যমে ১৯ এপ্রিল থেকে ৯ ই মে পর্যন্ত ।

ওয়েবসাইট : www.bis.gov.in
উল্লেখ্য পরীক্ষার্থী দের মেল আইডি থাকতে হবে।
এছাড়াও , পরীক্ষার্থীদের ফটো ও সিগনেচার jpj ফরমেট এ আপলোড করতে হবে।

পরীক্ষার্থীদের প্রথমে ওই ওয়েবসাইট এ গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
তারপরে পরীক্ষার্থীদের পরীক্ষা ফী বাবদ নির্দিষ্ট টাকা অনলাইনে ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড , নেট ব্যাংকিং বা ওয়ালেট এ জমা দেবেন ।
( তপশিলী , প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না। পরীক্ষার ফী জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here