উচ্চমাধ্যমিক পাশে চাকরি,ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২২ । Becil recruitment 2022 data entry operator | 12th pass government job

0
440
Becil recruitment 2022 data entry operator
Becil recruitment 2022 data entry operator

একটি বিপুল সংখ্যক অফিস অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ এর জন্য Becil Recruitment 2022 এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩৭৮ জন office assistant ও data entry operator নেবে Becil (Broadcast Engineering Consultants India Limited) . এটি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধিনস্ত একটি সংস্থা । এই সংহার নিয়োগ ও চাকরির সব সুযোগ সুবিধা কেন্দ্র সরকারের নিয়েম অনুসারে হয়ে থাকে। অর্থাৎ, বেতন, পেনশন , ছুটি , বেতন বৃদ্ধি সমস্তকিছুই কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে হয়ে থাকে। তাই আপনি যদি উচ্চমাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন , তাহলে আপনার জন্য Becil Recruitment 2022 এর ডাটা এন্ট্রি অপারেটর বিজ্ঞপ্তিটি একটি দারুন সুযোগ তৈরী করতে পারে।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
Becil recruitment 2022

অফিস অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে – দিল্লি ডেভলপমেন্ট অথরিটিতে ।

ডাটা এন্ট্রি অপারেটর কি ? ডাটা এন্ট্রি অপারেটর এর কাজ কি ?

ডাটা এন্ট্রি অপারেটর হলো একটি এমন পোস্ট যাদের কাজ হলো কোনো অফিসের যাবতীয় পরিষেবামূলক তথ্য অনলাইন পোর্টাল এ আপলোড করা। এই পোস্ট এর পুরো কাজটাই একটি ডেক্স জব অর্থাৎ আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। সাধারণত এই চাকরি এয়ার কন্ডিশন ঘরে বসেই করতে হয়।

তাই নিঃসন্দেহে এটি একটি ভালো চাকরি।

Becil recruitment 2022 all details in Table

বিষয় তারিখ
আবেদনের শেষ তারিখ ২৫ শে এপ্রিল
মোট শূন্য পদ ৩৭৮ জন
পুরুষ ও মহিলা উভয়েই যোগ্য
যোগ্যতা স্নাতক (অফিস অ্যাসিস্ট্যান্ট ), উচ্চমাধ্যমিক (ডাটা এন্ট্রি অপারেটর)
আবেদন পদ্ধতি অনলাইন
ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২২

স্নাতক পাশে চাকরি : অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । graduate pass job, office assistant recruitment 2022

  • অফিস অ্যাসিস্ট্যান্ট : শূন্যপদ: ২০০ টি ।
  • শিক্ষা গত যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক ।

উচ্চমাধ্যমিক পাশে চাকরি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ ২০২২ । 12th pass job | data entry operator becil recruitment 2022

  • ডেটা এন্ট্রি অপারেটর: শূন্যপদ ১৭৮ টি ।
  • শিক্ষা গত যোগ্যতা: অন্তত উচ্চ মাধ্যামিক। স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

Becil recruitment 2022 এর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ এর বেতন কত হতে পারে ?

দিল্লি সরকারের নিয়ম অনুসারে। অর্থাৎ সরকারি কর্মচারীদের নিয়মেই বেতন হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি | data entry operator becil recruitment process 2022

পার্থী বাছাই করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লিখত পরীক্ষা, কম্পিউটার নলেজ টেস্ট , টাইপিং টেস্ট ও পার্সোনাল ইন্টারেকশন বা ডিসকাশনের মাধ্যমে।
লিখিত পরীক্ষায় জেনারেল আওয়ার্নেস ইংলিশ গ্রামার ও রাইটটিং বিষয়ে অবজেক্টিভ ও ডেস্ক্রিপটিভ ধরনের প্রশ্ন করা হবে ।

কম্পিউটার নলেজ টেস্ট হবে – এম এস অফিস (ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট বিষয়ে ) ।
টাইপিং টেস্টে মিনিটে ইংরেজিতে মিনিটে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে পার্থী বাছাই করা হবে ২ পর্যায়ের টাইপিং টেস্টের মাধ্যমে।
কম্পিউটারে ইংরিজিতে মিনিটে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করতে হবে।

ডাটা এন্ট্রি অপারেটর বিজ্ঞপ্তিটি । Becil Recruitment 2022 Notification

নিচে ডাটা এন্ট্রি অপারেটর বিজ্ঞপ্তিটি pdf ফর্ম এ দেওয়া হলো। আপনি এটি ডাউনলোড করতে পারবেন।

অনলাইনে আবেদন পদ্ধতি । Becil recruitment 2022 Application form

অনলাইনে আবেদন করতে হবে। becil এর ওয়েবসাইট এ এই নোটিশটি ১৩১ নম্বর বিজ্ঞপ্তি তে প্রকাশিত হয়েছে।
এই দুটি ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে www.becil.com , https://registration.com আপনি আবেদন করতে পারবেন। বা নিচের বোতামটি টিপেও আপনি আবেদন করতে পারবেন।

অনলাইন এ আবেদনের নিয়ম

অনলাইন আবেদনের লাস্ট তারিখ : ২৫ শে এপ্রিল।
অনলাইন আবেদনের সময় পার্থীদের মনে রাখতে হবে- পার্থীর পাসপোর্ট সাইজের ফটো ,সই , জন্ম তারিখের প্রমাণ পত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।( সবকটিই jpj/ পিডিএফ ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে হতে হবে) স্ক্যান করে আপলোড করতে হবে ।
অনলাইনে ফী বাবদ দিতে হবে ৭৫০ টাকা (তফসিলি , আর্থিক ভাবে অনগ্রসর ও দৈহিক প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৪৫০ টাকা ) ।
Gst এবং ব্যাংক চার্জ অতিরিক্ত লাগতে পারে।
ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর সাহায্যে ফী জমা দিতে হবে।

ডাটা এন্ট্রি অপারেটর (data entry operator) এর কাজ কি ?

কাজটাই একটি ডেক্স জব অর্থাৎ আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। সাধারণত এই চাকরি এয়ার কন্ডিশন ঘরে বসেই করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here