95%কমন:প্রাইমারি টেট বাংলা MCQ সাজেশন 2022 । প্রাইমারি টেট প্রাকটিস সেট 101 | Primary TET practice paper Bengtali

0
878
tet 2022 model question practice paper প্রাইমারি টেট বাংলা MCQ
tet 2022 model question practice paper

Breaking !! সারা বছর পুরো সিলেবাস ভালোকরে পড়লেও পরীক্ষার আগে সাজেশন এর গুরুত্ব অপরিসীম। তাই Bongojobnews এই মুহূর্তে প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য প্রাইমারি টেট বাংলা MCQ সাজেশন 2022 নিয়ে চলে এসেছে। এই শেষ মুহূর্তে আর কলেজ-স্ট্রিট ঘুরে টেট পরীক্ষার সাজেশন খুঁজে সময় নষ্ট করতে হবে না।

অভিজ্ঞ শিক্ষক যাঁরা দীর্ঘদিন ধরে প্রাইমারি টেট এর কোচিং পড়িয়ে আসছেন এবং যাঁদের সাজেশন থেকে প্রচুর কমন আসছে তাঁদের দ্বারা এই প্রাইমারি টেট বাংলা MCQ পেপারটি প্রস্তুত করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের উপকারে লাগলে আমাদের পরিশ্রম স্বার্থক।

টেট পরীক্ষার্থীদের জন্য বিনমূল্যে এটি আমরা প্রকাশ করলাম। এই প্রাইমারি টেট প্রাকটিস সেট আপনার জীবন বদলে দিতে পারে। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৩০ নম্বর থাকবে বাংলা ভাষায়।

আরও পড়ুন : পুরোনো বছরের Primary TET এর প্রশ্নপত্র PDF ডাউনলোড করুন

প্রাইমারি টেট প্রাকটিস সেট 2022 | সেরা প্রাইমারি টেট বাংলা MCQ- গ্যারান্টী কমোন

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

নিচে প্রাইমারি টেট বাংলা MCQ এর প্রশ্নগুলি দেওয়া হলো। দ্রুত সমাধান করার চেষ্টা করুন। শেষে এই প্রাইমারি টেট প্রাকটিস সেট এর উত্তরগুলি দেওয়া আছে।

যদি এই সেটটি আপনি প্রিন্ট করে পড়তে চান তাহলে শেষে দেওয়া primary TET model question paper pdf টি ও ডাউনলোড করতে পারেন।

১.বাংলা সাহিত্যের অনুবাদ সাধারণত কেমন প্রকৃতির হয়?

  • Aআক্ষরিক 
  • B ভাব
  • A অথবা B
  • প্রয়োজন মাফিক

২.ভাষা সৃষ্টির মুখ্য উপাদান কোনটি?

  • মন 
  • অঙ্গ-প্রত্যঙ্গ
  • ঠোট
  • বাঘযন্ত্র

৩.বাংলা গদ্যের সাধুরূপ বিকাশ লাভ করে?

  • ইংরেজ আমলে
  • আধুনিক যুগে
  • মধ্যযুগে
  • প্রাচীন যুগে

৪.আঞ্চলিক ভাষাকে অন্য কি নামে অভিহিত করা হয়?

  • মাতৃভাষা
  • কথ্য ভাষা
  • চলিত ভাষা
  • উপভাষা

৫.অর্থ যুক্ত ধনী সমষ্টিকে বাংলা ভাষায় বলা হয়?

  • পদ
  • কারক
  • শব্দ
  • ধনী গুচ্ছ

বাংলা ভাষা – প্রাইমারি টেট প্রাকটিস সেট । প্রাইমারি টেট বাংলা MCQ গদ্য থেকে প্রশ্ন

গদ্যাংশ থেকেও উত্তর করতে দেওয়া হয় টেট পরীক্ষাতে। তাই প্রাইমারি টেট বাংলা MCQ এর এই সেটটিতেও আমরা গদ্যাংশ তুলে ধরলাম। গদ্যটি দ্রুত খুব মন দিয়ে পড়ুন ও এই প্রাইমারি টেট প্রাকটিস সেট এর উত্তর করার চেষ্টা করুন। শেষে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দাগ নম্বর সমেত দেওয়া আছে।

৬ থেকে ১০ প্রশ্নগুলির উত্তর গদ্যাংশ থেকে দিন

কোন কোন বৈজ্ঞানিক শক্তির একটা মোহিনী শক্তি আছে। লোকে সেই নাম শিখিলে স্থানে স্থানে প্রয়োগ করে । গাটাপর্চা এইরকম একটি মুখরোচক শব্দ। পেন চিরুনি চশমার ফ্রেম প্রভৃত বহু বস্তুর উপাদান কে লোকে নির্বিচারে গাটাপারচা বলে। গাটাপারচা রবারের ন্যায় বৃক্ষ বিশেষের নিসন্দ। ইহাতে বৈদ্যুতিক তারের আবরণ হয়। জল রোধক বার্নিশ হয়। কিন্তু সাধারনত লোকে যাহাকে গাটাপারচা বলে তাহা অন্য বস্তু। আজকাল যেসব কৃত্রিম পদার্থ প্রস্তুত হইতেছে তাহার কথা সংক্ষেপে বলিতেছি। তুলা নাইট্রিক এসিড ইত্যাদি হইতে সেলুলয়েড তৈরি হয়। ইহা কাঁচ তুল্য স্বচ্ছ। চশমার ফ্রেম এই পদার্থ। রবারের সহিত ইবনাইট বা ডালকানাইট মিশিয়ে প্রস্তুত করা হয়। বাংলায় ইহাকে কাছকড়া বলা হয়। যদিও কাছকড়া-র মূল অর্থ কাছিমের খোলা। 

৬.গাটাপারচা কি?

  • তরু ক্ষীর
  • বৃক্ষ
  • বৃক্ষরোস
  • পিভিসি

৭.বাংলা সাহিত্যে কাচকড়া বলতে কি বোঝানো হয়

  • কাছিমের খোলা
  • রবার হইতে প্রস্তুত দ্রব্য বিশেষ
  • তিমি মাছের দন্ত সংলগ্ন কোমল ওছি
  •  উপরের সবগুলি

৮.গোটা পারছার উপকারিতা কোথায় দেখা যায়

  • পেন চিরুনি চশমার ফ্রেম ইত্যাদিতে
  • জলিরোধক পদার্থ হিসাবে
  • বৈদ্যুতিক তার
  • উপরের সবগুলিতেই

৯.সেলুলয়েড কেমন ধরনের হয়

  • স্বচ্ছ
  • অস্বচ্ছ
  • উপরের দুটি
  • কোনোটিই নয়

১০.মুখরোচক শব্দের অর্থ কি

  • রুচিকর
  • রুচিহীন
  • রুচিশীল
  • রুচি কর ও রুচিশীল উভয়

১১.বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি

  • বিশেষ্য পদ
  • বিশেষণ পদ
  • ক্রিয়া পদ
  • অব্যয় পদ

১২.মানুষ কোন লিঙ্গ?

  • পুংলিঙ্গ
  • স্ত্রীলিঙ্গ
  • উভয় লিঙ্গ
  • ক্লিবলিঙ্গ

১৩.কোনটি একবচন বোঝায়?

  • মানুষ মরণশীল
  • শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
  • লোকে বলে
  • বনে বাঘ থাকে

১৪.শীতার্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি

  • শীত যুক্ত ঋতু
  • শীত যুক্ত আর্ত
  • শীত যুক্ত ঋতু
  • শীত যুক্ত অর্ত

১৫.জমা খরচ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি

  • জমার খরচ
  • জমা কে খরচ
  • জমা হতে খরচ
  • জমা ও খরচ

প্রাইমারি টেট বাংলা MCQ এর প্রশ্ন ১৬ থেকে ২০ প্রশ্নগুলির উত্তর পদ্যাংশটি পড়ে দিন,

জলাহার মেঘখানি বর্ষার শেষে 

পড়ে আছে গগনের এক কোন ঘেঁষে 

বর্ষপূর্ণ সরোবর তারই দশা দেখে 

সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে 

কহে ওটার লক্ষ্মীছাড়া চাল চুলাহীন

নিজেরে নিঃশেষ করি, কোথায় বিলীন

আমি দেখো চিরকাল থাকি জলভরা

সরোবর সুগভীর নাই নড়াচড়া

কহে মেঘ ওহে বাপু করো না গরব

তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব

উপরে দেওয়া এই কবিতাটি থেকে উত্তর লিখুন (১৬-২০)

১৬.কবিতাটির মূল বিষয় কি?

  • A মহৎ ব্যক্তি পরের উপকারে নিজেকে ধন্য মনে করে
  • B অকৃতজ্ঞরা পরের উপকার অস্বীকার করে
  • A অথবা b
  • A ও B

১৭.সরোবর নিজেকে কি মনে করে

  • A পরিপূর্ণ
  • B স্থির
  • C চিরস্থায়ী
  • D সবগুলি

১৮.লক্ষ্মীছাড়া শব্দটির ব্যবহার কেমন প্রকৃতির

  • আক্ষরিক
  • আপেক্ষিক
  • দৃষ্টিভ্রম
  • হিংসা

১৯.বর্ষার শেষে মেঘের কিরূপ অবস্থা হয়

  • জলহীন হয়ে যায়
  • নিঃশেষ হয়ে যায়
  • ভিখারির মতো অবস্থা হয়
  • জলহীন হয়ে আকাশের এক প্রান্তে পড়ে থাকে

২০.বাপু শব্দটি কোন শব্দের তুচ্ছার্থক উচ্চারণ

  • A বাপ
  • B বপ্র
  • C। A ও B
  • D। কোনোটি নয়

২১.শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ কথাটি কার

  • রবীন্দ্রনাথ
  • বিবেকানন্দ
  • বঙ্কিমচন্দ্র
  • গান্ধীজি

২২.কোনটি আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য

  • উদাহরণ থেকে সূত্র
  • সূত্র থেকে উদাহরণ
  • ব্যাকরণ থেকে সূত্র
  • সূত্র থেকে ব্যকরণ

২৩.অবরোহী পদ্ধতিতে — যাওয়া হয়

  • বিশেষ থেকে সাধারণে
  • সাধারণ থেকে বিশেষে
  • উভয়ই
  • কোনোটিই নয়

২৪.নির্বিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন এর কথা কোথায় বলা হয়

  • NCERT
  • RTE 2009
  • Npe 1986
  • SSA

 ২৫.ভাষা চিন্তার প্রতীক কে বলেছেন

  • Max Muller
  • Maniyar Williams
  • State vent
  • Simpson

 ২৬.যখন শিক্ষার্থীদের বানান ও যতি চিহ্ন উন্নত করতে শেখানো হবে তখন তারা

  • তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে
  • তাদের ভ্রমণ শূন্যতাকে উন্নত করে তুলবে
  • তাদের পাট গতি বৃদ্ধি করবে
  • তাদের সৃজনশীলতার বিকাশে যত্নবান হবে

২৭.একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন

  • শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে
  • শ্রুতি লিখন এর দ্বারা
  • ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে ও তাদের নিজের ভাষায় লিখতে বলে
  • ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে

২৮.প্রতিকারযোগ্য শিক্ষা হলো একটি __________কার্য

  • আদেশ মূলক
  • নির্দেশমূলক
  • নেতিবাচক
  • তান্ত্রিক

২৯. ভাষার বাক পটুতা গড়ে তোলা যেতে পারে?

  • ছাত্রদের সঙ্গে কথা বলে
  • ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদেরকে শান্তভাবে বসতে বলে
  • ভুল চিহ্নিত করে ও তৎক্ষণাৎ তাদের সেটি ঠিক করতে বলে
  • যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ করে দিয়ে।

৩০. দ্রুত পঠনের উদ্যেশ্য হলো

  • আগ্রহ দৃষ্টি
  • বিস্তৃতির পথ
  • তথ্য জানতে চাওয়া
  • পাঠাভ্যাস গড়ে তোলা

আরও পড়ুন : প্রাইমারি টেট ২০২২ এর এডমিট ডাউনলোড করবেন কিভাবে , ডাউনলোড লিংক

টেট নিয়ে রাজ্য সরকারের কড়া নির্দেশিকা

Answer of primary tet practice paper | জানুন প্রাইমারি টেট বাংলা MCQ সাজেশন এর উত্তর

উপরে দেওয়া প্রাইমারি টেট বাংলা MCQ সাজেশন এর উত্তরগুলি নিচে দেওয়া হলো। এক ক্লিকেই জেনে নিন এই প্রাইমারি টেট প্রাকটিস সেট 101এর উত্তরগুলি সহজেই।

1.b, 2d, 3a,4d, 5c, 6a, 7d, 8d, 9c, 10d, 11c, 12c, 13b, 14a, 15d, 16d, 17d, 18b, 19d, 20b, 21a, 22b,23b, 24b, 25a, 26a, 27b, 28b, 29a, 30b

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here