Top 30 Questions WB Primary TET practice SET in Bengali | প্রাইমারি টেট প্র্যাক্টিস সেট | টেট পরীক্ষার সাজেশন 2022 | wb tet mock test set 102

0
107
WB TET 2022 QUESTIONS
WB TET 2022 QUESTIONS

১১ ই ডিসেম্বর WB Primary TET 2022 এর পরীক্ষা। এই মুহূর্তে প্রচুর WB Primary TET practice SET-গুলি প্র্যাক্টিস করে করে আপনাকে আপনার কনফিডেন্স বাড়িয়ে তুলতে হবে। তাই এখনই দেরি না করে এনাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত করা এই Top 30 Questions WB Primary TET practice SET in Bengali -টি ভালো করে পড়ুন। আমরা এর আগেও প্রচুর পরীক্ষাতে পরীক্ষার্থীদের প্র্যাক্টিস সেট এর সাজেশন দিয়েছি ও প্রচুর কমন question পাইয়ে দিয়েছি।

তাই ভালোকরে আমাদের wb TET mock test set 102 পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তরগুলি প্রাকটিস করুন ও প্রাইমারি শিক্ষকতার চাকরিটি (WB Primary TET) অন্যদের থেকে ছিনিয়ে নিন।

Top 30 প্রাইমারি টেট বাংলা MCQ 2022 pdf | বাছাই করা টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর

বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তরগুলির দিকে লক্ষ্য করে আমাদের বিশেষজ্ঞরা এই প্রাইমারি টেট প্র্যাক্টিস সেট-টি প্রস্তুত করেছেন। তবে এই সেটটিতে ১৫ টি প্রশ্ন আছে। উত্তরগুলি বোল্ড করে দেওয়া আছে। আপনি যদি এই WB Primary TET practice SET in Bengali টি pdf এ পেতে চান তাহলে এই পেজ এর শেষে দেওয়া আছে। প্রাইমারি টেট বাংলা MCQ 2022 টি অত্যন্ত যত্নসহকারে প্রস্তুত করা হয়েছে। আশাকরি আপনাদের ভালোই লাগবে।

৬১.কোন বক্তব্যটি সঠিক নয় ?

  • A বিকাশ প্রক্রিয়া ধারাবাহিক ও পর্যায়ক্রমিক 
  • B বিকাশ শুধুমাত্র বংশগতির প্রভাবেই ঘটে 
  • C বিকাশের সকল দিক পরস্পরের ওপর নির্ভরশীল 
  • D ব্যক্তি ভেদে বিকাশের হারের পার্থ্যক্য দেখা ডে 

৬২. জ্ঞানার্জনের ক্ষেত্রে সংবেদনশীল স্তরটি      

  1. শৈশব
  2. প্রাথমিক বাল্য
  3. কৈশর
  4. বার্ধক্য
child psychology | শিশু মনোবিজ্ঞান

৬৩. পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বানুযায়ী শিশু সংরক্ষণ ক্ষমতা অর্জন করে

  1. সংবেদন সঞ্চালন স্তরে
  2. প্রায় সক্রিয়তার স্তরে
  3. বাস্তব সক্রিয়তার স্তরে
  4. নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে

৬৪. প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু কোন বিষয়ে এগিয়ে থাকে?

  1. স্মৃতিশক্তি
  2. অনুকরণের শক্তি
  3. কল্পনাশক্তি
  4. সবগুলি

৬৫. শিক্ষণ যন্ত্রের জনক কাকে বলা হয়?

  1. রবিনসন
  2. জন ডিউই
  3. স্কিনার
  4. বাইগ টস কি
WB Primary TET practice SET in Bengali

৬৬. The technology of teaching বইটির রচয়িতা কে

  1. স্কিনার
  2. বাইক টস কি
  3. পিঁয়াজে

৬৭. কোনটি শিক্ষার নৈতিক লক্ষ্য

  1. মোক্ষ লাভ করা
  2. সংগতি বিধান করা
  3. চারিত্রিক ও মূল্যবোধের বিকাশ
  4. স্বনির্ভর করা

West Bengal Primary TET mock test 2022 | WB TET Mock Test

এই শেষ মুহূর্তে টেট পরীক্ষার সাজেশনই আপনাকে মারাত্মক সাহায্য করতে পারে। তাই এই WB TET Mock Test সেটটি প্রস্তুত করা হতেছে। West Bengal Primary TET mock test 2022 টি তে মূলত শিশু মনোবিজ্ঞানের প্রশ্ন উত্তগুলি কভার করা হয়েছে।

৬৮. বংশগতি  x পরিবেশ = ?

  1. জীবন
  2. ব্যক্তিত্ব
  3. আচরণ
  4. সমাজ

৬৯. সুশিক্ষকের অপরিহার্য বৈশিষ্ট্য

  1. গণতান্ত্রিকতা
  2. জ্ঞানী
  3. পরামর্শদাতা
  4. সু ব্যক্তিত্ব

৭০. মনোবিদ্যার জনক কাকে বলা হয়

  1. প্লেটো
  2. অ্যারিস্টোটল
  3. ডিউই
  4. রুশো
WB Primary TET practice SET in Bengali

৭১. কিন্ডার গার্ডেন কেজি কথাটির অর্থ কি

  1. শিশু বিদ্যালয়
  2. শিশু উদ্যান
  3. শিশুর বাগান
  4. চারা গাছ

৭২. ছাত্র-ছাত্রীরা কোন ধরনের শিক্ষকদের পছন্দ করে

  1. যারা শিশুদের সমস্যা শুনেন
  2. যারা সহজেই রেগে যান
  3. যারা খুব সহজে রেগে যান না
  4. যারা আকর্ষণীয় পোশাক পরিধান করে আসেন

৭৩.লরেন্স কোহলবার্গের তত্যানুযায়ী কোন উপাদানের উপর ভিত্তি করে সাত বা আট বছর বয়সী শিশুরা নৈতিক সিদ্ধান্ত নেয়

  1. সামাজিক রীতিনীতি 
  2. সামাজিক যোগাযোগ
  3.  শাস্তি ও আনুগত্য 
  4. সর্বজনীন সত্য

৭৪. ৫ অথবা ৬ বছর বয়সী রিয়া মনে করে গোলাকার মাটির পিণ্ড পাকিয়ে মাটির সাপ তৈরি করার সময় মাটির পরিমাণ বাড়ে, পিয়াজেটের মতানুসারে শিশুর এমন ধরনের চিন্তার কারন কি

  1. সর্বপ্র প্রাণবাদ
  2. কেন্দ্রিকরণ নীতি
  3. অনুমান আরোহী পদ্ধতি
  4. সঞ্চালন মূলক অনুমান

৭৫. একজন শিক্ষক হিসাবে কোন পদ্ধতির সাহায্যে আপনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সহায়তা করবেন

  1. শিক্ষার্থীদের মধ্যে ভয়ের সঞ্চার করে
  2. সমস্যা সমাধানের একটি স্থির পথে তাকে নিবিষ্ট করে
  3. বিশ্লেষণের নীতি ব্যবহারে উৎসাহিত করে
  4. তার স্বরণ ক্রিয়াকে সক্রিয়করণের মাধ্যমে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here