উদ্ভিদ হরমোনের গুরুত্ব । উদ্ভিদ হরমোনের ভূমিকা । functions and importance of plant hormone

0
258
importance-of-plant-hormones

উদ্ভিদ হরমোনের গুরুত্ব । উদ্ভিদ হরমোনের ভূমিকা । functions and importance of plant hormone নিচে আলোচনা করা হল

  1. সংবেদনশীলতা ও সাড়া প্রদান : উদ্দীপক অনুযায়ী সাড়া প্রদানের ক্ষমতা হল সংবেদনশীলতা এবং উদ্ভিদ সাধারণত ধীর বৃদ্ধিজ চলন বা রসস্ফীতিজনিত চলনের মাধ্যমে সাড়া প্রদান করে। বিভিন্ন উদ্ভিদ হরমোন কোশের বৃদ্ধি ঘটিয়ে বা K+ ও CIT আয়নের চলাচল নিয়ন্ত্রণের দ্বারা রসস্ফীতির হ্রাস-বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদানে সাহায্য করে,
  2. 2. বীজের অঙ্কুরোদ্গম : অনুকূল পরিবেশে কিছু উদ্ভিদ হরমোন (যথা—জিব্বেরেলিন) বীজ মধ্যস্থ সুপ্ত ভ্রূণের বৃদ্ধি ঘটায়, ফলে বীজের অঙ্কুরোদ্গম ঘটে।
  3. 3. উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি : কিছু উদ্ভিদ হরমোন (যথা—অক্সিন) অগ্রস্থ ভাজক কলা ও পার্শ্বস্থ ভাজক কলার সক্রিয়তা বৃদ্ধি করে যথাক্রমে উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি ঘটায়।
  4. 4. মুকুলোদ্গম : কিছু কিছু উদ্ভিদ হরমোনের (যথা—অক্সিন, জিব্বেরেলিন) প্রভাবে অগ্রমুকুল সৃষ্টি হয় ও পাতার কক্ষে কাক্ষিক মুকুল গঠিত হয়, যা থেকে শাখার সৃষ্টি হয়।
  5. 5. ফুলফোটা : কোন কোন হরমোনের প্রভাবে (যথা—জিব্বেরেলিন) পুষ্পমুকুল গঠিত হয়। পুষ্প মুকুল থেকে ফুল গঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here