ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা । Importance of Auxin in plant Tropic movement

0
334
role-of-auxine-in-tropic-movement
role-of-auxine-in-tropic-movement

ফটোট্রপিক চলন -কান্ড ও মূলের আলোকিত অংশের দিকে কম অক্সিন ও আলোর বিপরীত দিকে বেশী অক্সিন সঞ্চিত হয়। যেহেতু কাণ্ডের কোশ বেশি অক্সিন ঘনত্বে ও মু লের কোশ কম অক্সিন ঘনত্বে বেশি সক্রিয় হয়, সেজন্য কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে (অনুকূল আলোকবর্তী) ও মূল আলোর বিপরীতে (প্রতিকূল আলোকবর্তী) বেঁকে যায়। (ii) জিওট্রপিক চলন- -অনুভূমিকভাবে শায়িত চারাগাছে অভিকর্ষের প্রভাবে কাণ্ড ও মূলের অগ্রভাগের ভূমিসংলগ্ন অংশে অধিক অক্সিন ও তার বিপরীতে কম অক্সিন সঞ্চিত হয়। ফলে কাণ্ড অভিকর্ষের বিপরীতে (প্রতিকূল অভিকর্ষবর্তী) ও মূল অভিকর্ষের অনুকূলে (অনুকূল অভিকর্ষবর্তী) বৃদ্ধি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here