মামলা হয়ে গেল !!!
কলকাতা পুলিশ এর কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় মামলা হয়ে গেল। জানুন এই মামলার ফলাফল
কারা মামলা করলো?
একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই মামলা করা হয়। যদিও এটি কোনো পরীক্ষার্থী করেনি। ..,.
কলকাতা পুলিশের নিয়োগের এই পরীক্ষার ভাষা নিয়ে মামলাটি করা হয়। কিভাষায় পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা ?
এই পরীক্ষাতে কেবলমাত্র বাংলা ও নেপালি ভাষাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
তাই মামলাকারীরা এই মর্মে মামলা করেন যে কেন ইংরেজি ভাষাতে পরীক্ষা দেওয়ার সুবিধে থাকছে না ?
কলকাতা হাই কোর্টের তরফ থেকে মামলাটি খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ অভিযোগ যা করা হলো তা হাইকোর্টে মান্যতা পেল না।
বিচারপতি বলেন যে এই অভিযোগ কোনোও পরীক্ষার্থী করলে ভাবা যেত। যেহেতু মামলাটি অন্যকেউ করেছেন তাই খারিজ করা হল।
আরও পড়ুন