WB TET পরীক্ষার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা ও বয়স | WB TET Eligibility Criteria 2022 in bengali  

2
508

প্রথমে আমাদের জানতে হবে যে TET  Exam কি ? TET exam হলো টিচার্স এলিজিবিলিটি টেস্ট ( Teachers Eligibility Test ) অর্থাৎ প্রাইমারী স্কুলের শিক্ষক হওয়ার জন্য এটি একটি Eligibility Test । যদি তোমরা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের  পড়াতে চাও তাহলে TET ও CTET দিতে পারো। এবার অনেকের মধ্যেই প্রশ্ন হতে পারে যে এই TET এবং CTET এর মধ্যে পার্থক্য কি ? তো TET পরীক্ষা হলো Teachers Eligibility Test যা  রাজ্য স্তরে (State lavel) এ হয়ে থাকে, কিন্তু CTET হলো সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট ( Central eligibility test) যা CBSE বোর্ড  পরিচালনা করে থাকে ,যা National level এ হয়ে থাকে ।  

What is TET full form in Bengali | টেট এর পুরো নাম কি ?

TET এর পুরো নাম হল Teachers Eligibility Test (টিচার্স এলিজিবিলিটি টেস্ট)। তাই যদি আপনি জানতে চান TET full form in Bengali তাহলে বাংলাতে translate করলে হয় শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। মূলত প্রাইমারি শিক্ষার জন্য প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

WB TET Eligibility Criteria 2022

অর্থাৎ , তোমরা CTET পরীক্ষা দিয়ে all India র যে কনগভর্নমেন্ট স্কুলে প্রাইমারী টিচার্স হতে পারবে যেখানে TET পরীক্ষা দিলে ওই রাজ্যের প্রাইমারী স্কুলের teachers হতে পারবে। 

WB TET পরীক্ষার যোগ্যতা

এই আর্টিকেলে আমরা আলোচনা করবো – wb tet eligibility যার মধ্যে wb upper primary tet eligibility criteria সহ wb primary tet eligibility criteria প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষার যোগ্যতা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্তপরীক্ষার যোগ্যতা তা নিম্নে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে-

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

*WB TET  পরীক্ষার যোগ্যতা  (প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত)|wb primary tet eligibility criteria (Class I to V)  

প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে WB TET  পরীক্ষার যোগ্যতা  (প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ) 

wb tet eligibility এর জন্য পরীক্ষার্থীকে অবশ্যই NCTE দ্বারা  নিম্নোক্ত  যোগ্যতা থাকতে  হবে: 

১. WB TET পরীক্ষার্থীকে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক/সিনিয়র সেকেন্ডারি এবং প্রাথমিক শিক্ষায় 2-বছরের ডিপ্লোমা (DEIEd) থাকতে হবে। 

২.ন্যূনতম ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক/সিনিয়র সেকেন্ডারি এবং ৪ বছরের প্রাথমিক শিক্ষা ব্যাচেলর (BEIEd) থাকতে হবে। 

৩.ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক/সিনিয়র সেকেন্ডারি এবং ডিপ্লোমা ইন এডুকেশন (বিশেষ শিক্ষা), রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) দ্বারা স্বীকৃত সার্টিফিকেট থাকলেও পরীক্ষার্থী TET পরীক্ষাতে অংশগ্রহন করতে পারবে। 

*WB TET  পরীক্ষার যোগ্যতা  (ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত) | wb upper primary tet eligibility criteria (Class VI to VIII) 

wb tet eligibility এর জন্য পরীক্ষার্থীকে গ্রাজুয়েট এবং দুই বছরের ডিপ্লোমা (DEIEd) থাকতে হবে। 

উচ্চ মাধ্যমিক/সিনিয়র সেকেন্ডারি বা এর সমমানের পরীক্ষায় 5% নম্বর অ্যাড 10+2 (অর্থাৎ 45%) সংরক্ষিত বিভাগের পরীক্ষার্থীদের জন্য অনুমোদন করা হবে। 

*প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে WB TET পরীক্ষার যোগ্যতা  (ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ) 

পরীক্ষার্থীরা WBTET পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যদি –  

তাদের B.Sc/B.A বা সমমানের পরীক্ষাতে পাশ করে থাকে । 

তাদের বিএড/মাধ্যমিক শিক্ষা পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেয়ে পাশ করেছে। 

প্রাথমিক শিক্ষায়  চার বছরের স্নাতক (BEIEd) থাকলেও আবেদন করতে পারবে। 

শেষ দুই বছরে B.Sc/ B.A/ ডিপ্লোমা ইন এডুকেশনে রানিং হওয়া এবং কমপক্ষে 45% নম্বর নিয়ে পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থী রা TET পরীক্ষা তে অংশগ্রহন করতে পারবে। 

2 COMMENTS

  1. আমি Education (Honours)সহ Education তে M.A ।আমি কি এবারের (২০২২)tet দিতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here