WBCS বিজ্ঞপ্তি পিডিএফ, অনলাইন অ্যাপ্লিকেশন, পরীক্ষার তারিখ, যোগ্যতা কি? | What is WBCS ? Notification PDF, Online Application, Exam Date, Eligibility, Pattern, Syllabus in bengali

0
485

তোমরা  যেমন UPSC  সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আমাদের দেশের তথা ভারতবর্ষের গ্রুপ A , গ্রুপ B অফিসার পদে নিযুক্ত হতে পারেন , তেমনি WBCS WEST BENGAL CIVIL SERVICE’ পরীক্ষার মাধ্যমে আমাদের  পশ্চিমবঙ্গের গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C এবং গ্রুপ D অফিসার পদে নিযুক্ত হতে পারেন। এই WBCS পরীক্ষা বহু ছাত্র ছাত্রীদের স্বপ্ন হয়ে থাকে, প্রতি বছর লক্ষ্য লক্ষ্য ছাত্র ছাত্রী এই WBCS পরীক্ষা দিয়ে থাকে।

আমাদের পশ্চিমবঙ্গে WBCS পরীক্ষাকে পশ্চিমবঙ্গের UPSC IAS পরীক্ষামনে করে ছাত্র ছাত্রীরা। এই আর্টিকেল এ আলোচনা করবো তোমরা কিভাবে WBCS অফিসার হবে ? কি কি  wbcs eligibility criteria থাকতে হবে ? wbcs educational qualificationপরীক্ষার সিলেবাস কি ? wbcs exam pattern কিভাবে আবেদন করবে? পরীক্ষার cut off মার্কস কতো ?wbcs age limit, wbcs age relaxation,  WBCS পরীক্ষার প্রস্ততি কিভাবে নেবে ? bengal public service commission পরীক্ষা সম্পর্কীত যাবতীয় তথ্য আমরা এই আর্টিকেল এ তুলে ধরবো- 

(ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস সার্ভিস) wbcs eligibility criteria। WBCS পরীক্ষার যোগ্যতা :  

প্রত্যেকটা পরীক্ষার মতো ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস কমিশন WBCS পরীক্ষারও নির্দিষ্ট যোগ্যতা রেখেছে।  

১. wbcs educational qualification। WBCS শিক্ষাগত যোগ্যতা:  

 *bengal public service commission জন্য পরীক্ষার্থীকে নূন্যতম গ্র্যাজুয়েশন পাশ করতে হবে । 

Join Our Telegram Channel CLICK HERE
 
২. WBCS Age eligibility criteria। WBCS পরীক্ষার বয়সসীমা: 

bengal public service commission , eligibility এরমধ্যে age limit WBCS পরীক্ষার্থীদের জানা খুবইজরুরি। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য age limitbengal public service commission এ পরীক্ষার্থীদের High rank এর চাকুরি অনুযায়ী কিছু মেইন পয়েন্ট তুলে ধরা হলো:
  
১. গ্রুপ A এবং গ্রুপ C rank – ২১ -৩৬ বছর  

২. গ্রুপ B Rank -২০ থেকে ৩৬ বছর

৩. গ্রুপ D Rank – ২১-৩৯ বছর পর্যন্ত বয়স হতে হবে। 

উল্লেখ্য, sc/St পরীক্ষার্থীদের জন্য ৫ বছর এবং OBC পরীক্ষার্থীরা ও ৩ বছর বয়সের ছাড় পেয়েছে। 

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
What is WBCS ? Notification PDF, Online Application

WBCS  EXAM TYPES । WBCS ওয়েস্টবেঙ্গল সিভিল  সার্ভিসপরীক্ষার ধরণ:  

* bengal public service commission অফলাইন  (পেন- পেপারমোডে) হয়ে থাকে ।   

  

WBCS exam step। WBCS ওয়েস্টবেঙ্গল সিভিল  সার্ভিসপরীক্ষারধাপ :  

 bengal public service commission এর তিনটিধাপ –  

(১) Prelims Exam ( প্রিলি ),  
(২) Mains Exam (মেনস ), 
(৩) Personality Test ( ইন্টারভিউ )।   

What is WBCS ? Notification PDF, Online Application

WBCS  questions language । WBCS ওয়েস্টবেঙ্গল সিভিল  সার্ভিস পরীক্ষারভাষা:  

*WBCS ওয়েস্টবেঙ্গল সিভিল  সার্ভিস পরীক্ষার ভাষা ইংলিশ / হিন্দি। 

WBCS  এর গুরুত্বপূর্ন ভূমিকা গুলি নিম্নে বর্ণনা হলো:    

WBCS কর্মকর্তারা অফিস প্রশাসন, সামাজিক কল্যাণ এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশাসনিক কাজ সহযোগিতা করার জন্য দায়বদ্ধতা এবং রক্ষণাবেক্ষণের জন্য দায়ী।

ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশনের সাথে নির্বাহী হিসেবে আপনার জাতীয় বৃদ্ধির জন্য সরাসরি কাজ করার সুযোগ থাকবে। 

কোচিং না নিয়ে কি WBCS ক্র্যাক করা যায়?

হ্যাঁ, অনেক পরীক্ষার্থী ই আছে যারা কোনো রকম কোচিং ছাড়াই WBCS EXE ক্র্যাক করেছে।

WBCS প্রিলিতে কি কোনো নেগেটিভ মার্কিং আছে?

WBCS প্রিলিতে কোনো নেগেটিভ মার্কিং নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here