এখন পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি টেট পরীক্ষার্থীরা রাত দিন এক করে শেষ বেলার প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় আপনিও নিশ্চয়ই খুব ভালো কোয়ালিটির টেট পরীক্ষার সাজেশন খুঁজছেন, কিংবা হয়তো WB TET mock test এর খোঁজ করছেন। আপনার সমস্যার সমাধান করার জন্য আমরা WB primary TET mock test in Bengali অর্থাৎ প্রাইমারি টেট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি যেখানে বিপুল পরিমাণ পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর এর সম্ভার রয়েছে।
আশা করি আমাদের তৈরি প্রাইমারি টেট বাংলা MCQ যা মূলত প্রাইমারি টেট চাইল্ড সাইকোলজি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, আপনার নিশ্চয়ই ভালো লাগবে।
Mock test for primary TET এর এই প্রাইমারি টেট বাংলা MCQ আপনাকে এই শেষ মুহূর্তে বিপুল সহায়তা করবে বলে আমরা আশা করছি।
শিশু মনোবিজ্ঞান বাংলা পেডাগোজি MCQ set 103 | Download |
শিশু মনোবিজ্ঞান বাংলা পেডাগোজি MCQ set 104 | Download |
শিশু মনোবিজ্ঞান বাংলা পেডাগোজি MCQ set 105 | Download |
শিশু মনোবিজ্ঞান বাংলা পেডাগোজি MCQ set 106 | Download |
শিশু মনোবিজ্ঞান বাংলা পেডাগোজি MCQ set 107 | Download |
শিশু মনোবিজ্ঞান বাংলা পেডাগোজি MCQ set 108 | Download |
শিশু মনোবিজ্ঞান বাংলা পেডাগোজি MCQ set 109 | Download |
শিশু মনোবিজ্ঞান বাংলা পেডাগোজি MCQ set 110 | Download |
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর ।WB Primary TET Mock Test in Bengali । প্রাইমারি টেট প্র্যাকটিস সেট | WB Primary TET mock test in Bengali
✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান ও টেট পরীক্ষার সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি প্রাকটিস করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
1.কোনো প্রক্ষোভের জাগরণ এবং সক্রিয়তার পর কোন্ স্নায়ুতন্ত্র বিশেষ সক্রিয় হয়ে ওঠে?
(ক) স্বয়ংক্রিয়
(খ) ক্রান্তীয়
(গ) কেন্দ্রীয়
(ঘ) কোনোটিই নয়
2.ছাত্র-ছাত্রীর মধ্যে ভয়, রাগ,ঘৃণা ইত্যাদি জেগে উঠলে তাকে কী ধরনের প্রতিরোধ বলে?
(ক) প্রক্ষোভমূলক
(খ) নেশাকারক
(গ) সমস্যামূলক
(ঘ) কোনোটিই নয়
3.একটানা না শিথে মাঝে মাঝে বিরতি দিয়ে শিক্ষা পদ্ধতিকে বলে—
(ক) অবিরাম পদ্ধতি
(খ) সবিরাম পদ্ধতি
(গ) মধ্যপ পদ্ধতি
(ঘ) কোনোটিই নয়
কিভাবে টেট পরীক্ষার এডমিট ডাউনলোড করবেন | জানুন |
প্রাইমারি টেটের পুরোনো বছরের প্রশ্ন পত্র pdf download করুন | download |
প্রাইমারি টেট পরীক্ষার আরো এরকম প্রশ্ন উত্তর এর বিপুল সম্ভার | download |
4.ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৮৩ সালে
(গ) ১৯৮৫ সালে
(ঘ) কোনোটিই নয়
প্রাইমারি টেট পরীক্ষার আরো এরকম প্রশ্ন উত্তর এর বিপুল সম্ভার
5.ভারতে কোথায় মহিলাদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল?
(খ) মাদ্রাজ
(ক) কলকাতায়
(গ) দিল্লি
(ঘ) বোম্বাই
6.ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় ?
(ক) মাদ্রাজে, ১৭02
(খ) দিল্লিতে, ১৭০৯
(গ) কলকাতায় ,১৭০৮
(ঘ) কোনোটিই নয়
WB Primary TET Mock Test in Bengali | পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর
7.নিচের কোন্টি ভালো অভ্যাস নয়?
(ক) পাঠ্য বিষয় না বুঝে মুখস্থ করা
(গ) কয়েকজন মিলে বিদ্যা চর্চা,
8.ক্ষীণবুদ্ধি সম্পন্ন মানুষের বুধ্যাঙ্ক (I.Q) হল—
(ক) ৩০ বুধ্যাঙ্কের নিচের ব্যক্তি
(খ) ৯০ বুদ্ধ্যাঙ্কের নিচের ব্যক্তি
9.আমাদের মনের অনেক কিছু আমাদের কাছে অজানা—এটি কী নামে অভিহিত ?
(ক) প্ৰক্ষোভ
(খ) মিথস্ক্রিয়া
(গ) অবচেতন
10.মনের জ্ঞাত অংশকে বলে—
(ক) অবদমন
(খ) চেতনা
(গ) আগ্রহ
আরও পড়ুন : কেন্দ্র সরকরি চাকরি , মাসিক ৩০০০০ টাকা বেতন , স্থায়ী – আবেদন করবেন কিভাবে
WB Primary TET Mock Test in Bengali | প্রাইমারি টেট বাংলা MCQ
এই শেষ সময়ে এসে বেশি করে প্রাইমারি টেট বাংলা MCQ এর প্রাইমারি টেট প্র্যাকটিস সেটগুলি অভ্যাস করা প্রয়োজন। তাই WB Primary TET Mock Test in Bengali এর সেটটি আমরা প্রস্তুত করেছি। এরকম আরও অনেক প্রাইমারি টেট বাংলা MCQ এর প্রাকটিস সেট আপনারা আমাদের ওয়েবসাইট এ পাবেন। শ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তরগুলি বেশি করে অভ্যাস করুন মূলতঃ শিশু মনোবিজ্ঞান বা বাংলা পেডাগোজি এর প্রশ্নগুলি আমরা বেশি করে জোর দিয়েছি।