UPSC পরীক্ষার যোগ্যতা।UPSC Eligibility in bengali

0
702

প্রত্যেক পরীক্ষার যেমন এলিজিবলিটি থাকে, ঠিক তেমন cse upsc পরীক্ষারও নির্দিষ্ট এলিজিবিলিটি রয়েছে , নিম্নে upsc eligibility criteria, age limit upsc বর্ণনা করা হয়েছে:  

1 Nationality ( জাতীয়তা) :  

upsc eligibility criteria এর মধ্যে Nationality খুবই গুরুত্বপূর্ণ ,পরিক্ষার্থীদের ফ্রম ফিলাপ এর সময় নেশনালিটি অপশনস ভুল করে অন্য দেশ সিলেক্ট করলে পরীক্ষার্থীর exams upsc এর ফ্রম বাতিল হয়ে যাবে, তাই cse upsc পরীক্ষার্থী দের upsc eligibility criteria  খুব ভালো ভাবে জেনে নিতে হবে, যার কিছু পয়েন্ট তুলে ধরা হলো- 

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news


১. পরীক্ষার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে , 
 
২.পরীক্ষার্থীকে অবশ্যই নেপালের নাগরিক  বা ভুটানের বিষয় হতে হবে 

৩.পরীক্ষার্থীকে অবশ্যই একজন তিব্বতি উদ্বাস্তু হতে হবে যে 1 জানুয়ারী, 1962 এর আগে ভারতে এসেছিলো, ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপন করার জন্য

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

2.UPSC exam eligibility Educational Qualification। UPSC শিক্ষাগত যোগ্যতা: 

upsc exam eligibility এর মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ, যার মেন পয়েন্ট তুলে ধরা হলো-  

১. নূন্যতম গ্র্যাজুয়েশনপাশ করলেই exams UPSC পরীক্ষার জন্য পরীক্ষার্থী আবেদন করতে পারে। এমনকি  যারা গ্র্যাজুয়েশন এর শেষবছরেরপরীক্ষা দিয়েছে তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারে

২. পরীক্ষার্থী যারা MBBS পাশ করেছে বা mbbs র লাস্ট সেমেস্টার এর পরীক্ষা দিয়েছে তারাও UPSC CSE সিভিল সার্ভিস পরীক্ষার জন্য এলিজিবল।

UPSC Eligibility

3.UPSC eligibility age। UPSC বয়সসীমা :  

upsc,ias exam eligibility এর মধ্যে age limit upsc পরিক্ষার্থীদের জানা খুবই প্রয়োজনীয়, যদি কোনো পরিক্ষার্থীর  বয়সের সীমা পেরিয়ে যায়, তাহলে সেই পরীক্ষার্থী cse upsc পরীক্ষাতে আর বসতে পারবে না, সেইজন্য পরিক্ষার্থীদের age limit upsc exam পয়েন্ট টি সবসময় মাথায় রাখা উচিত, সেই জন্য age limit upsc র জন্য কিছু পয়েন্ট তুলে ধরা হলো: 

1 .General or EWS (EWS: Economical weaker selection)  পরীক্ষার্থীর ২১ বছর বয়স থেকে ৩২বছর বয়স পর্যন্ত exams upsc পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে ।   

2.SC/ ST পরীক্ষার্থীরা ২১বছর বয়স থেকে ৩৭ বছর বয়স পর্যন্ত cse upsc পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে । 

3.এবং OBC পরীক্ষার্থীরা ২১বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত exam upsc পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। 

4 Physical eligibility for UPSC । UPSC পরীক্ষার জন্যস্বাস্থ্য পরিকাঠামো: 

 cse upsc  পরীক্ষাটির যে কোনো পোষ্টের জন্য কোনো নির্দিষ্টফিজিক্যালস্ট্যান্ডার্ড বলা নেই । 

তবে কিছু কিছু পোষ্টের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, physical requirements for ips, physical requirements for female ips officer, নিম্নে বর্ণনা করা হয়েছে:  

 ১. Public service commission upsc :ইন্ডিয়ানপুলিশসার্ভিস, রেলওয়েপ্রটেকশনফোর্সএবংসেন্ট্রাল পুলিশসার্ভিস – পোস্টের জন্য   * পুরুষ দের উচ্চতা – ১৬৫সেন্টিমিটার 
* মহিলাদের উচ্চতা –১৫০সেন্টিমিটার 
এবং  
* পুরুষদের ছাতির আয়তন- ৮৪সেন্টিমিটার 
* নারীদের ছাতির আয়তন- ৭৯সেন্টিমিটার 
২. Public service commission upsc :গোরখা , গারওয়াইলস, আসামী,কুমাওনিওস, নাগাল্যান্ডট্রাইবাল: – পরিক্ষার্থীদেরউচ্ছতারখেত্রে অনেক টা ছাড়দেওয়াহয়েছে যেমন –
পোষ্ট: ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস এর ক্ষেত্রে 
 
* পুরুষদের ছাতির আয়তন- ১৫০সেন্টিমিটার 
* মহিলাদের ছাতির আয়তন- ১৪৮সেন্টিমিটার 

Public service commission: পোষ্ট: ইন্ডিয়ানপুলিশ সার্ভিস, সেন্ট্রাল পুলিশ সার্ভিসওরেলওয়েপ্রোটেকশনফোর্সএর ক্ষেত্রে–  

*পুরুষদের ছাতির আয়তন- ৮৪ সেন্টিমিটার 
*মহিলাদের ছাতির আয়তন-৭৯ সেন্টিমিটার 
UPSC Eligibility

5 Upsc exam Number of attempts। cse upsc পরীক্ষার্থীদের সর্বাধিক পরীক্ষাতে অংশগ্রহনের সংখ্যা :  

Cse upsc পরীক্ষার্থীদের ভালো প্রস্তুতি খুবই প্রয়োজনীয়, কারণ exam upsc পরীক্ষাতে একজন পরীক্ষার্থী যতো খুশী বসতে পারবে না, না হলে পরীক্ষার্থী তার exams limit শেষ করবে একের পর এক , exams upsc এর জন্য পরীক্ষার্থীদের attempts জানা খুবই গুরুত্বপূর্ণ, যার 

১. General /EWSপরীক্ষার্থীরা ৬বার , 

২.  OBC / ex serviceman / PWD পরীক্ষার্থীরা ৯বার ,

৩. এবং SC /ST পরীক্ষার্থীরা Unlimited তাদের বয়সসীমা শেষ হওয়া পর্যন্ত exam upsc পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

UPSCপরীক্ষার শিক্ষাগত যোগ্যতা ক কি ?

UPSC পরীক্ষার্থী নুন্যতম গ্রাজুয়েট পাশ করলেই upsc cse পরীক্ষা তে বসতে পারবে |

UPSC CSE পরীক্ষাতে একজন পরীক্ষার্থী কত বার বসতে পারবে ?

পরীক্ষার্থী জেনারেল হলে ৬ বার , OBC / ex serviceman / PWD পরীক্ষার্থীরা ৯বার 

এবং SC /ST পরীক্ষার্থীরা Unlimited তাদের বয়সসীমা শেষ হওয়া পর্যন্ত exam upsc পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here