ব্যাঙ্ক ম্যানেজার এর বেতন কত | ব্যাঙ্ক কর্মীদের বেতন কত | salary of all Bank’s (SBI, UBI etc) Employees, Manager, PO

0
594
ব্যাঙ্ক ম্যানেজার এর বেতন কত | ব্যাঙ্ক কর্মীদের বেতন কত | salary of all Bank's (SBI, UBI etc) Employees, Manager, PO in
ব্যাঙ্ক ম্যানেজার এর বেতন কত | ব্যাঙ্ক কর্মীদের বেতন কত | salary of all Bank's (SBI, UBI etc) Employees, Manager, PO

যেকোন চাকরি প্রার্থি ব্যক্তিকে উৎসাহিত করে কিছু নির্দিষ্ট বিষয়বস্তু। চাকরির বেতন হল এমন একটি বিষয় যা যে কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। চাকরিকামী মানুষদের জন্য এটিও চালনাশক্তির মত কাজ করে। মাসের শেষে কত টাকা আপনার সঞ্চয় খাতায় যুক্ত হল সেটা জানতল সবাই খুশি হবেনই।

আজ আমরা আলোচনা করব ব্যঙ্ক কর্মচারীরা ঠিক কত টাকা বেতন হিসেবে পেতে পারেন।গোটা দেশথেকে চাকরির পরীক্ষায় বসা বহু প্রার্থিরা ব্যঙ্ক কে প্রথম পছন্দ মনে করেন। ব্যঙ্ককে চাকরি আজো যথেষ্ট সম্মানের সঙ্গে দেখা হয় কারন হল কাজের ধরন এবং যে পরিমান টাকা এরা পেয়ে থাকেন।

ব্যঙ্ককে চাকরি সম্মানজনক। ২০১৭ সালে নভেম্বর মাসে ব্যঙ্ক ইউনিয়ন এবং ইন্ডিয়ান ব্যঙ্ক আসোসিয়েসন এর সিদ্ধান্তে পি.ও এবং ক্লার্ক এর বেতন বৃদ্ধি হয়। যার কারনে বর্তমান দিনে এই চাকরি আরও লোভনীয় হয়ে ওঠে।

ব্যঙ্ক পি. ও স্যলারি

ব্যঙ্ক এর পি. ওর বেতন সাথে কিছু অতিরিক্ত সুবিধে থাকার কারনে এটা বহু মানুষের কাছে একটি আকর্ষণীয় চাকরি।এই কারনে, সেই সকল চাকরিপ্রার্থি যারা ব্যঙ্কিং সেক্টরে কাজ করতে চান এবং কর্মজীবনে উচ্চাকাঙ্খা পোষন করেন সেই সকল মানুষদের জন্য ব্যঙ্ক পি. ও একটি বড় সুযোগ|

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

একজন পি. ও প্রবেশনরি অফিসার হলেন ব্যঙ্কের স্কেল ওয়ান আসিস্টান্ট মেনেজার।এখন ব্যঙ্ক পি.ও র বেতন ভেদ দেখা যায় বিভিন্ন পোস্টে।

তার মধ্যে দুটি হল-

১. এস বি আই এর পি.

২. আই বি পি এস এর পি. ও

এস বি আই

সবার প্রথমে আমরা জেনে নিই এস বি আই  পি. ওর বেতন সম্পর্কে। পাবলিক সেক্টর ব্যঙ্কে সবচেয়ে বেশি বেতন যদি কোন পি. ওর হয়ে থাকে তবেতা হল এস বি আই পি. ওর। এস বি আই তার নির্বাচিত প্রার্থি কে বহু পদে নিযুক্ত করে।

বহু প্রার্থি এস বি আই দ্বারা প্রতি বছর এই পি. ও পোস্টের জন্য নির্বাচিত হয়ে থাকে। একজন প্রবেশনারি অফিসার এর আনুমানিক বেতন নিচে বিস্তারিত আলোচনা করা হল।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

১. এস বি আই এর পি.ও স্যালারি স্ট্রাকচার অনুযায়ী বেসিক পে বা মূল বেতন হল 27620/- সঙ্গে চারটি (4) আ্যডভান্স ইনক্রিমেন্ট।

২. একজন পি.ও র নুন্যতম বার্ষিক আয় দাড়ায় 7.55 লাখ এবং সর্বাধিক 12.93 লাখ টাকার কাছাকাছি। এই তারতম্য নির্ভর করে কোন স্হানে আপনার পোস্টিং হচ্ছে এবং আরো অন্যান্য বিষয়গুলির উপর।

৩. বার্ষিক আয় এর সঙ্গে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধেও পেয়ে থাকেন সেগুলি হল-

১. ট্যাক্স ও পি পি এফ

২. ডিয়আরেন্স আ্যলাওয়েন্স

৩. ফুড

৪. পেট্রল

৫. স্টেশনারি দ্রব্যর জন্য কমপেনশেষন

এর অতিরিক্ত বাসস্হান (থাকা ও খাওয়ার) এর ব্যবস্থা থাকলে সেটার সুবিধেও পাওয়া যায়।(

আই বি পি এস পি.ও স্যালারি

)ইনস্টিটিউট অফ ব্যঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আই বি পি এস নামে বেশি পরিচিত। এটি এমন একটি সংস্থা যারা একাধিক পরীক্ষা পরিচালনা করে থাকে। এস বি আই এর পর বাকি সমস্ত পাবলিক ব্যঙ্কগুলি সব আই বি পি এস এর নিয়ম অনুসারে চলে। এই কারনে আই বি পি এস এর স্যালারি স্ট্রাকচার এস বি আই এর থেকে আলাদা।

অন্যান্য ব্যঙ্কগুলির চাকরি পাওয়ার জন্য প্রার্থিরা আই বি পি এস এর পরীক্ষা দিয়ে থাকে। এটিও একটি ভাল এবং সুরক্ষিত চাকরির মাধ্যম।

আই বি পি এস পরীক্ষার মাধ্যমে যতগুলি ব্যঙ্ক এর পি.ও নিযুক্তিকরন হয়েথাকে তাদের স্যালারি স্ট্রাকচার

এইরুপ-

১.আই বি পি এস পি.ও দের বেসিক পে 23700/- প্রতি মাসে।

২. অন্যান্য আলাওয়েন্স স্পেশাল আলাওয়েন্স এইচ আর এ সমস্ত কিছু মিলিয়ে শেষে দাড়ায় 38703.38

৩. সব কিছু মিলে বছরে আপনি 557640.52 টাকা পেতে পারেন।

(কো অপারেটিভ ব্যঙ্ক পি.ও স্যালারি)

কো অপারেটিভ ব্যঙ্কগুলির ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং সেল্প হেল্প গ্রুপগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে এবং আর্থিক লেনদেন এ সাহায্য করে। এটি আর বি আই দ্বারা পরিচালিত হয়।

এই সকল ব্যঙ্কগুলির পি.ওর বেসিক পে হল 30000 প্রায়।

কো অপারেটিভ ব্যঙ্ক এর স্যালারি ভিন্ন রাজ্যে ভিন্ন দেখা যায়।

(প্রাইভেট ব্যঙ্ক পি.ও স্যালারি)

প্রাইভেট ব্যঙ্ক পি.ও স্যালারি পাবলিক সেক্টর ব্যঙ্ক থেকে সামান্য কম।এবার আসি প্রাইভেট ব্যঙ্ক এর বেসিক পে প্রায় 35000 টাকা।

ব্যঙ্ক ক্লার্ক স্যলারি

ব্যঙ্ক ক্লার্ক হল এমন একটি পদ যারা উপভক্তার সাথে সরাসরি কাজ করেন। এরাই কোন ব্যঙ্কের

সমস্ত ধরনের কাজ করে থাকেন।

এবার জেনে নিই ক্লার্কদের স্যালারি ঠিক কেমন। বিভিন্ন ব্যঙ্ক এর স্যালারি বা বেতন আলাদা তা আমরা আগেই জেনেছি। তাই এখানেও সেই ভিন্নতা দেখতে পাই।

ব্যঙ্ক ক্লার্ক স্যলারি নিচে বিস্তারিত আলোচনা করা হল

১. এস বি আই ক্লার্ক

২. আই বি পি এস ক্লার্ক

এস বি আই ক্লার্ক স্যালারি

ক্লার্ক এর স্যালারি বর্তমানে যা দাড়ায় সেটি কিছুটা এইরকম।

এস বি আই এর বেসিক পে ক্লার্কদের জন্য তা শুরু 17900 টাকা থেকে। এর পর বাকি আলাওয়েন্স মিলে যেমন ডিয়আরেন্স আ্যলাওয়েন্স হাউস আ্যলাওয়েন্স মিলে একজন এস বি আই ক্লার্ক 29000 টাকার থেকে শুরু হয়।

এর পর ইনক্রিমেন্ট গুলি কিছুটা এইরকম17900-1000/3- 20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-47920

এছাড়াও থাকছে কিছু আ্যলাওয়েন্স

১. হাউস রেন্ট

২. ডিয়আরেন্স আ্যলাওয়েন্স

৩. স্পেশাল আ্যলাওয়েন্স

৪. সিটি আ্যলাওয়েন্স

৫. মেডিক্যাল আ্যলাওয়েন্স

৬. নিউজপেপার আ্যলাওয়েন্স

৭. ফার্নিচার আ্যলাওয়েন্স

এই সমস্ত আ্যলাওয়েন্স স্থান ভিত্তিতে পরিবর্তনশিল|

আই বি পি এস ক্লার্ক স্যালারি

আই বি পি এস ক্লার্ক এর বাছাই দুইটি ধাপে হয়ে থাকে। প্রর্থিদের এই দুটি ধাপ পার করতে হয়আ|

ই বি পি এস ক্লার্ক এর স্যালারি স্ট্রাকচার নিম্নরুপ।

আই বি পি এস ক্লার্ক চাকরির বেসিক পে 11765 আই বি পি এস ক্লার্ক স্যালারি অনেক গুলি ইনক্রিমেন্ট এর মাধ্যমে বাড়তে থাকে11765-655/3-13730-815/3-16175-980/4-20095-1145/7-28110-2120/1-30230/1310-1-31540

বেসিক পের সাথে আরো কিছু আ্যলাওয়েন্স আছে যেগুলি যোগ করার পর 19461 টাকা চাকরি তে যোগ দেওয়আর সময় পেয়ে থাকে।এই ভাবেই এক জন আই বি পি এস ক্লার্ক স্যালারি হাতে পান 19461 থেকে 42020

ইনক্রিমেন্ট গুলি নির্ভর করে কাজের মেয়াদের উপর এবং কাজের দক্ষতার উপর।

কো অপারেটিভ ব্যঙ্ক ক্লার্ক স্যালারি

কো অপারেটিভ ব্যঙ্ক ক্লার্ক এর স্যালারি নির্ধারিত হয় কো অপারেটিভ সোসাইটি আক্ট 1912 নিয়ম দ্বারা।

এই কো অপারেটিভ ব্যঙ্কক্লার্ক এর শুরুতে ছয় মাসের ট্রেনিং। সেই সময় বেসিক পে হল 10000।ট্রেনিং পিরিয়ড শেষ করার পর তারা হাতে পায় 20000।

প্রাইভেট ব্যঙ্ক ক্লার্ক স্যালারিপ্রাইভেট ব্যঙ্কগুলি তাদের গাইডলাইন অনুযায়ী ক্লার্ক পদে নিয়োগ করে থাকে।প্রাইভেট ব্যঙ্কগুলি নিজস্ব পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ প্রক্রিয়া করে থাকে।প্রাইভেট ব্যঙ্ক ক্লার্কের বেসিক পে 18000 – 20000 টাকা প্রতি মাসের হিসাবে হতে পারে।

এই আর্টিকেল এ এক এক করে বিস্তারিত জানব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আই. বি. পি. এস এর অন্তর্গত ব্যঙ্ক গুলির বেতন (স্যালারি স্ট্রাকচার) সম্পর্কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here