মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি । 10th pass central govt. permanent job 2022 । SSC MTS

1
446
central job 10th pass madhyamik pass job
central job 10th pass madhyamik pass job

আপনি কি মাধ্যমিক পাশের চাকরি খুঁজছেন ? এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রসরকারের বিভিন্ন বিভাগে কাজের জন্য কয়েক হাজার ছেলে মেয়ে group C পদে নিযুক্ত হতে চলেছে। কেন্দ্র সরকারের এই চাকরিটি সম্পূর্ণ স্থায়ী ও বেতন হবে প্রায় 35000 – 40000 টাকা।

আপনি যদি মাধ্যমিক পাশ পুরুষ বা মহিলা হন তাহলেই আপনি কেন্দ্র সরকারের এই চাকরির জন্য সম্পূর্ণ ভাবে যোগ্য। আপনি হয়তো জানেন যে একই যোগ্যতায় রাজ্য সরকারের চাকরিতে যে বেতন পাওয়া যায় সেই একই যোগ্যতায় কেন্দ্র সরকারের চাকরিতে প্রায় দ্বিগুন বেতন পাওয়া যায়। আবার কেন্দ্র সরকারের স্থায়ী সরকারি জব এ অন্য অনেক সুবিধাও আছে। তাই এই সুযোগ হাত ছাড়া করবেন না।

✅🔥🔥এরকম আরোও বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

নিয়োগ হতে চলেছে মাল্টি টাস্কিং নন -টেকনিকাল পোস্ট এ। চাকরি হবে general central service এর group C non gazetted non-ministerial পদে। অর্থাৎ আপনি বেতন পাবেন ৭ ম পে কমিশন এর নিয়ম অনুসারে পে লেভেল ২ তে।

নিয়োগ করবে staff selection commission (SSC) |

যোগ্যতা মাধ্যমিক বা 10th pass
বয়স 18-25
পুরুষ / মহিলা উভয়
আবেদনের সময় ২২ মার্চ থেকে ৩০ এপ্রিল
আবেদনের জন্য প্রাপ্ত নম্বর :যে কোনো নম্বর প্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবে
আবেদন পদ্ধতি অনলাইন এ আবেদন করতে হবে

কিভাবে আবেদন করবেন?

আবেদন করতে হলে অনলাইন এ www.ssc.nic.in এই ওয়েবসাইট এ যেতে হবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।

মনে রাখতে হবে যে কিছু আবেদনকারী বিশেষ কিছু ছাড় পেতে চলেছে। OBC প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে , আবার st, sc প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে। বিধবা , বিবাহবিচ্ছিন্ন মহিলারা যদি পুনর্বিবাহ না করেন তাহলে বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবেন।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

কিভাবে নির্বাচন হবে ?

সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে নির্বাচন হবে।

বিশদে জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in

এই কেন্দ্র সরকারের চাকরিতে বেতন কত হতে পারে ?

যেহেতু আপনি একজন group C clerk হবেন কেদ্রা সরকারের , সুতরাং আপনার বেতন হতে পারে মাসিক 30000 থেকে 35000 টাকার মধ্যে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here