বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েটদের জন্য ৩২৩৩৩ টাকা বেতনের লোভনীয় সরকারি চাকরি। B.Sc B.Tech any science branch (chemistry, microbiology, botany) job vacancy

0
682
B.Sc B.Tech any science branch (chemistry, microbiology, botany) job vacancy
B.Sc B.Tech any science branch (chemistry, microbiology, botany) job vacancy

যদি আপনার বিজ্ঞানের যেকোনো শাখায় (chemistry, zoology, botany, microbiology etc or any other branch) ব্যাচেলর ডিগ্রী থাকে (Ex: B.Sc, B.Tech, B. Arch, B.V. Sc etc) তাহলে আপনি এই সরকারি চাকরির জন্য একদম উপযুক্ত। আপনার বেতন হবে ২১৭০০ টাকা ও তার সাথে হাউস রেন্ট এলাউন্স অর্থাৎ সহজ করে বললে বাড়ি ভাড়ার টাকা যোগ হবে বেতনের ১৮ %, এবং তার সাথে আরো ৩১ % DA যোগ হবে অর্থাৎ in hand salary হবে ৩২৩৩৩ টাকা , যা কোরোনার পরের অবস্থায় চাকরির আকাল এই বাজারে খুব একটা খারাপ বেতন নয়।

এই চাকরির জন্য কোনো প্রকার অভিজ্ঞাতার প্রয়োজন নেই। ফ্রেশার্সদের জন্যই এই চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

indian institute of science jobs :

মোট ১০০ জন পুরুষ ও মহিলা আবেদনকারী এই চাকরি পাবেন। তবে ভারতের অন্যান্য সরকারি চাকরির নিয়মের সাথে তালমিলিয়ে এখানেও একই নিয়ম , তাপশীলি জাতি , উপজাতিদের জন্য কিছু আসন সংরক্ষিত থাকছে।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

অর্থাৎ ১০০ টি শূন্য পদের মধ্যে সাধারণের জন্য ৪২ টি আসন , তফসিলি জাতির জন্য ১৬ ও তফসিলি উপজাতির জন্য ১০ টি আসন থাকছে ।

সাধারণ আবেদনকারীদের জন্য বয়সের উর্ধসীমা নির্ধারণ করা হয়েছে ২৮-০২-২০২২ তারিখের মধ্যে ২৬ বছরের মধ্যে হতে হবে।

ব্যাঙ্গালোরে অবস্থিত Indian Institute of Science এই বিজ্ঞান গবেষণা কেন্দ্রে থেকে এই বিজ্ঞাপ্তিটি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে ২৮ ফেব্রুয়ারী।

indian institute of science bangalore job vacancies :

এই বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল নোটিশটি দেখতে নিচে স্ক্রোল করুন

তফসিলি উপজাতির জন্য ৫ বছরের বয়সের চার রয়েছে। অর্থাৎ যেখানে সাধারণ আবেদনকারীদের জন্য বয়সের উর্ধসীমা রাখা হয়েছে ২৬ বছর সেখানে এইসব আবেদনকারীরা ৩১ বোচ বয়স পর্যুন্ত আবেদন করতে পারবেন।

আবার OBC আবেদনকারীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রাখা হয়েছে।

গুরুত্বপূর্ন তারিখ বয়স সীমা
*এখনই আবেদন শুরু করুনআবেদনকারীদের জন্য বয়সের উর্ধসীমা রাখা হয়েছে ২৬ বছর সেখানে এইসব আবেদনকারীরা ৩১ বোচ বয়স পর্যুন্ত আবেদন করতে পারবেন।
iisc jobs

how to get job in indian institute of science :

কিভাবে আবেদন করতে হবে :

আবেদন হবে বাড়িতে বসে অনলাইন এর মাধ্যমে। আবেদনের ফী ৫০০ টাকা। ২৮ ফেব্রুয়ারী এর মধ্যে অনলাইন আবেদন করতে হবে।

বিশদে জানতে দেখুন https://iisc.ac.in/positions-open/

আবেদন করুন (Apply online)1.REGENERATION
2. LOGIN
ডাউনলোড নোটিফিকেশন CLICK HERE
Official websiteCLICK HERE

Indian Institute of Science এ কিভাবে টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট এর চাকরী পাওয়ার জন্য কি যোগ্যতা থাকতে হয় ? (how to get job in indian institute of science)

শিক্ষাগত দিক থেকে যদি আপনার বিজ্ঞানের যেকোনো শাখায় (chemistry, zoology, botany, microbiology etc or any other branch) ব্যাচেলর ডিগ্রী থাকে (Ex: B.Sc, B.Tech, B. Arch, B.V. Sc etc) তাহলে আপনি এই সরকারি চাকরির জন্য একদম উপযুক্ত।
বয়সসীমা
তফসিলি উপজাতির জন্য ৫ বছরের বয়সের চার রয়েছে। অর্থাৎ যেখানে সাধারণ আবেদনকারীদের জন্য বয়সের উর্ধসীমা রাখা হয়েছে ২৬ বছর সেখানে এইসব আবেদনকারীরা ৩১ বোচ বয়স পর্যুন্ত আবেদন করতে পারবেন।
আবার OBC আবেদনকারীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রাখা হয়েছে।

Indian Institute of Science এ কিভাবে টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট এর চাকরীর বেতন কতো ?

Indian Institute of Science এ কিভাবে টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট এর চাকরীর বেতন হবে ২১৭০০ টাকা ও তার সাথে হাউস রেন্ট এলাউন্স অর্থাৎ সহজ করে বললে বাড়ি ভাড়ার টাকা যোগ হবে বেতনের ১৮ %, এবং তার সাথে আরো ৩১ % DA যোগ হবে অর্থাৎ in hand salary হবে ৩২৩৩৩ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here