ভারতীয় নেভিতে চাকরী ২৫০০ নাবিক |indian navy recruitment 2022

0
471

ভারতীয় নৌবাহিনীর(indian navy)’ সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস ‘ (SSR -AUG- 2022 Batch) স্কিমে নাবিক পদে ২০০০ জন আর্টি ফিশার অ্যাপ্রেন্টিশ স্কিমে ৫০০ জন নাবিক পদে অবিবাহিত ছেলে নেওয়া হচ্ছে ।

ভারতীয় নৌবাহিনীর যোগ্যতা (Eligibility of indian navy recruitment ) :

✅🔥🔥এরকম আরোও বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

*সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস: indian navy recruitment 2022 এর জন্য ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় (কম্পালসারি) আর কেমিস্ট্রি /বায়োলজি/কম্পিউটার সায়েন্স বিষয় এর উচ্চ মাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারবেন ।

বয়স(indian navy Age limit):

ভারতীয় নৌবাহিনীর বয়স(indian navy Age limit) : indian navy recruitment 2022 এর জন্য জন্ম ১-৮-২০০২ থেকে ৩১-৭-২০০৫ এর মধ্যে হতে হবে।

শূন্য পদ:
ভারতীয় নৌবাহিনীর শূন্য পদ হলো -২০০০ টি|

আর্টিফিশয়াল এপ্রেন্টিশ:
indian navy recruitment 2022 এর জন্য অঙ্ক আর ফিজিক্স /কেমিস্ট্রি / কম্পিউটার সায়েন্স বিষয় এর উচ্চ মাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেরা অঙ্ক ও ফিজিক্স বিষয়ে ৬০% বিষয়ে বা তার বেশি নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

জন্মতারিখ (indian navy Age limit): indian navy recruitment 2022 এর জন্য জন্ম তারিখ হতে হবে ১-৮-২০০২ থেকে ৩১-৭-২০০৫ এর মধ্যে।
শূন্যপদ: ৫০০

*** দুই ক্ষেত্রেই দৃষ্টি শক্তি হতে হবে চশমা ছাড়া ৬/৬ ও খারপ চোখে ৬/৯ আর চশমা সহ ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৬ । এছাড়া, রং চেনার ক্ষমতা CP II থাকতে হবে।

শুরুতে ২২ সপ্তাহের বেসিক ট্রেনিং হবে আগস্ট মাসে , ওড়িশার খুরদার আই.এন.এস চিল্কায় ।
তারপরে নির্দিষ্ট ট্রেডে নৌ বাহিনীতে(indian navy)পেশাদার ট্রেনিং। তবে স্টাইপেন্ড মাসে ১৪,৬০০ টাকা ।
পাশ করলে শেলোর পদে চাকরি ।

ভারতীয় নৌবাহিনীর বেতন: ২১,৭০০ টাকা – ৬৯,১০০ টাকা ।

* প্রথম ধাপে ১৫ বছরের চাকরি ।
* তবে প্রমোশনের ও সুযোগ আছে ।
* তখন মূল বেতন হবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা ।

indian navy recruitment 2022

উল্লেখ্য, ভাঙ্গা হাঁটু, শিরা স্ফীতি , রাত কানা বা অন্য কোনো শারীরিক রোগ থাকলে যোগ্য নন ।

ভারতীয় নৌবাহিনীর পার্থী বাছাই পদ্ধতি |indian navy selection process:

ভারতীয় নৌবাহিনীর পার্থী বাছাই পদ্ধতি (indian navy selection process): পার্থী বাছাই এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও শারীরিক মাপ যোগের পরীক্ষা হবে।
আর ডাক্তারী পরীক্ষা হবে মে – জুন মাসে ।

শারীরিক সক্ষমতার পরীক্ষা: ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়, ২০ বার ওঠ বোস ও ১০ বার ওঠ বোসএবং ১০ বার পুশ আপ।

সফলদের তালিকা পাবেন: ২২ এ জুলাই নোটিশ বোর্ড বা ওয়েবসাইট থেকে দেখতে পাওয়া যাবে।

www.joinindiannavy.gov.in

indian navy recruitment 2022 আবেদনের তারিখ: ২৯ মার্চ থেকে ৫ ই এপ্রিল পর্যন্ত।

indian navy recruitment 2022 এর জন্য প্উরয়োজনীয় উচ্চতা : লম্বায় ১৫৭ সেমি এবং বুকের ছাতি ৫ সেমি।

আবেদন করুন (Apply online) CLICK HERE
Join Our  Telegram ChannelCLICK HERE
ডাউনলোড নোটিফিকেশন CLICK HERE
indiannavy website CLICK HERE
indian navy recruitment 2022

ভারতীয় নৌবাহিনীর (indian navy recruitment 2022)জন্য কি কোন নিয়োগ আছে?

হাঁ ,ভারতীয় নৌবাহনী ‘ সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস ‘ (SSR -AUG- 2022 Batch) স্কিমে নাবিক পদে ২০০০ জন আর্টি ফিশার অ্যাপ্রেন্টিশ স্কিমে ৫০০ জন নাবিক পদে অবিবাহিত ছেলে নেওয়া হচ্ছে ।

মেয়েরা কি ভারতীয় নৌবাহিনীতে(indian navy) যোগ দিতে পারে?

জুলাই 1992 থেকে, নৌবাহিনী নৌবাহিনীর নির্বাচিত শাখায় শর্ট সার্ভিস কমিশনড অফিসার হিসাবে মহিলাদের অন্তর্ভুক্ত করা শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here