কিভাবে পড়াশুনা করলে সরকারি চাকরি পাওয়া যায় । How to crack a government job easily step by step

0
560

কিভাবে পড়াশুনা কর;এ সহজে ও দ্রুত চাকরি পাওয়া যায় এটি শুধুমাত্র আপনার একার প্রশ্ন নয় , এটি সবার একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর একজন আধিকারিকের থেকে জানতে হলে এই লেখাটি মন দিয়ে শেষ অব্দি পড়ুন।

আমাদের সমাজে বিভিন্ন মানুষের বিভিন্ন চাকরি রয়েছে। আপনি কোন বিষয়ে পারদর্শী বা এক্সপার্ট তার উপর নির্ভর করেই আপনার ক্যারিয়ার হবে।

এখন সবাই আমরা একটি দুর্দান্ত চাকরি চাই , কিন্তু সবার জন্য সব কাজ নয় , সবাই যা চাই আমরা তা পাই না।

তাহলে সমস্যাটা হোথায় হচ্ছে ? আসলে আমরা যখন যা চাই তা আসলে আমাদের নিজের চাওয়া নয়। দেখা যাবে যে ছেলেটি WBCS বা BCS অফিসিয়ের হতে চাইছে সে জানেই না , সে কেন এটা চাইছে বা সে জানেই না যে সেটা হলে আসলে কি হবে ! এটা হয়তো তাকে কেউ বলেছে যে অফিসারদের বেতন ভালো হয় ও সবাই খুব সম্মান করে অফিসারদের, তাই হয়তো সে অফিসার হতে চাইছে।

কিন্তু এটাও হতে পারে যে ছেলেটি হয় তো গান ভালো গাইতে পারতো , সে গান গাইলে অনেক বেশি উন্নতি করতে পারতো, অনেক বেশি সম্মান ও টাকা উপার্জন করতে পারতো।

তাই ভুল রাস্তা পছন্দ করার ফলে অর্থাৎ , যে বৃত্তি বা প্রফেশন আদৌ তার জন্য উপযুক্ত নয় , অন্যদের কথা শুনে সে সেই রাস্তায় যাওয়ার জন্য সে অফিসার না হতে পেরে হয়তো শেষে একটি অফিসার পিওন বা ক্লার্ক হয়েই রয়ে যাবে।

তাহলে, ভুল রাস্তা নির্বাচনই ব্যর্থতার কারণ।

কিভাবে পড়াশুনা করলে জীবনে বিপুলভাবে সফল হওয়া যায় ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here