একজন BDO অর্থাৎ Block Development Officer হলেন একটি ব্লকের সর্বাপেক্ষা উচ্চপদস্থ উন্নয়ন আধিকারিক। একটি ব্লকের সমস্ত সরকারি অফিসগুলির কার্যকলাপ তিনিই নিয়ন্ত্রণ করেন। একজন BDO একটি ব্লক-এর সমস্ত প্রশাসনিক (Administrative) সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।
যদি আপনার মধ্যে সাধারণ মানুষের জন্য উন্নয়ন কিছু কাজকর্ম করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনি একজন ব্লক উন্নয়ন আধিকারিক BDO (Block Development Officer) হওয়ার কথা ভাবতে পারেন।
কিন্তু প্রশ্ন হলো কিভাবে BDO হওয়া যায় How to become BDO (Block Development Officer)? আপনার সেই প্রশ্নের উত্তর জানতে এই লেখাটি শেষ পর্যুন্ত পড়ুন।
কিভাবে BDO হওয়া যায় (Block Development Officer) । How to become BDO officer in West Bengal?
BDO হওয়ার জন্য WBCS (West Bengal Civil Service) পরীক্ষাটি আপনাকে দিতে হবে এবং অত্যন্ত ভালো নম্বর এর সাথে পাশ করতে হবে। সাধারণতঃ এই পরিক্ষার মাধ্যমে প্রতি বছর ৫০ থেকে ৭০ জন প্রার্থীকে বেছে নেওয়া হয়। একজন BDO হলেন একজন WBCS অফিসার (WBCS group A officer)
একজন BDO অর্থাৎ Block Development Officer হওয়ার জন্য যে পদক্ষেপগুলি নিতে হবে তা ধাপে ধাপে (Step by Step) বর্ণনা করা হলো
Step1: মানসিক প্রস্তুতি | Mental preparation to become a BDO
যদি আপনার মধ্যে সেবামূলক কাজের ও মাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজের মানসিকতা থাকে তাহলেই আপনি একজন BDO (Block Development Officer) হওয়ার কথা ভাবুন অন্যথা এই চাকরি আপনার জন্য নয়। টাকার কথা ভেবে যদি এই চাকরিতে আসেন তা হলে আপনি ভুল করবেন। কারণ একজন WBCS (West Bengal Civil Service) এর group A officer এর বেতন (block development officer salary) কখনোই লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা নয়।
Join Our Telegram Channel | CLICK HERE |
notification update | CLICK HERE |
এই চাকরি করে আপনি হয়তো স্করপিও গাড়ি কিনতে পারবেন কিন্তু BMW কিনতে পারবেন না।
তাই মানসিক প্রস্তুতি সবার আগে প্রয়োজন।
তবে এর সাথে সাথে আপনাকে এটাও ভাবতে হবে যে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও আচরণ থাকতে হবে। ইন্টারভিউ এর সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কেমন সেটা দেখা হবে।
Step2: যোগ্যতা ও পড়াশুনা। Educational qualification for BDO and other wbcs group A officer
WBCS এর সমস্ত group A officer বা BDO হতে গেলে একটিই শিক্ষাগত যোগ্যতা (qualification of BDO) লাগে তা হলো আপনাকে যেকোনো সরকারি বা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক (graduate) হতে হবে। স্নাতক হওয়ার পড়াশুনা করার সময় থেকেই আপনি যদি WBCS এর প্রস্তুতি নিতে থাকেন তাহলে খুব সহজে আপনি এই পরীক্ষাটি তে সফল হবেন ও আপনি একজন BDO হতে পারবেন।
BDO বা WBCS এর সমস্ত group A officer হতে গেলে যে যোগ্যতা লাগে তা আপনি আমাদের অন্য আর্টিকেল এ পাবেন।
Step3: WBCS এর জন্য প্রস্তুতি | preparation to become BDO,
আজকাল এই পরীক্ষাটির জন্য অনেক কোচিং সেন্টার গড়ে উঠেছে। তবে আপনি চাইলে নিজে পরেও এই পরীক্ষাটি দিতে পারবেন। এই পরীক্ষাটির দুটি ধাপ রয়েছে। প্রথমে আপনাকে একটি জেনারেল পরীক্ষা দিতে হবে। সেটিতে নির্বাচিত হওয়ার পর আপনি দ্বিতীয় পরীক্ষাটি তে বসতে পারবেন। প্রথমের পরীক্ষাটি হলো wbcs prelims এবং দ্বিতীয় পরীক্ষাটি হলো wbcs mains । একজন BDO হতে গেলে আপনাকে wbcs prelims ও wbcs mains দুটোই পাশ করতে হবে। শুধু তাই নয় এর পর আপনাকে ইন্টারভিউ ও পাশ করতে হবে।
কিভাবে একজন BDO হাওয়া যায় ( how to become BDO) এই আর্টিকেলটি লেখার সময় আমি অনুভব করলাম যে এনেকেই BDO হাওয়ার স্বপ্ন দেখেন কিন্তু কি ভাবে যে তা হাওয়া যায় সেটা বুঝতে পারেন না অর্থাৎ প্রস্তুতি কি ভাবে নেওয়া যায় তা বুঝতে পারেন না। আমাদের আর্টিকেলগুলি আপনি পড়লে আশাকরছি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন।
আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর খুব বেশি জ্ঞান রাখতে হবে। আমাদের ওয়েবসাইট যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে বিভিন্ন সময় খুব ভালো আর্টিকেল গুলির লিংক আপনার মেইল এ চলে যাবে।
একজন BDO হতে গেলে আপনাকে একদম প্রথম দিন থেকে প্রতিদিন খবরের কাগজ পড়তে হবে ও দেশে বিদেশে কি কি ঘটনা ঘটছে সমস্তকিছুর খবর রাখতে হবে।
Step 4: ট্রেনিং
আপনি পরীক্ষা পাশ করলে ইন্টারভিউ পাশ করলেই BDO (Block Development Officer) হয়ে যাবেন না। তার জন্য আপনাকে আপনার ট্রেনিংও পাশ করতে হবে এবং সেই ট্রেনিং এর নম্বর ও কনসিডার করা হবে আপনার পোস্টিং এর ব্যাপারে।
একদম প্রথমে আপনার ATI Kolkata (administrative training institute, Kolkata) তে আপনার ইনডাকশন ট্রেনিং (Induction training for wbcs BDO) হবে। এই ট্রেনিংটি সম্পূর্ণভাবে একটি থিওরি ট্রেনিং। এখানে বিভিন্ন IAS অফিসার ও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ গবেষণার সাথে যুক্ত
প্রফেসর আদালতের জজ
এরপর , ট্রেনিং হবে B.R. Ambedkar Institute Of Panchayats And Rural Development, kalyani তে সেখানে আপনি আমাদের যে ত্রী-স্তরীয় শাসন ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা শিখবেন।
এর পর আপনাকে শালবনি পশ্চিম মেদিনীপুর (ARTI, Shalboni) নিয়ে যাওয়া হবে ট্রেনিং এর জন্য . এইসব ট্রেনিং হওয়ার পর আপনাকে ডিস্ট্রিক্ট এ নিয়ে আসা হবে প্রাকটিক্যাল ট্রেনিং এর জন্য।
এই সময় ট্রেনিং চলাকালীন আপনার পদের নাম থাকবে ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টর ও প্রবিশন (Dy. magistrate or Dy. collector on probation)। এই সময় আপনার পোস্টিং হতে পারে কোনো জেলা সদরে।
এই সময় আপনি অনেক কিছু শিখবার সুযোগ পাবেন। অনেক কিছু দেখার ও জানার সুযোগ পাবেন।
এই ট্রেনিং কমপ্লিট হলে আপনাকে কোনো জেলার ব্লকার সর্বোচ্চ আধিকারিকের পদ দেওয়া হবে অর্থাৎ আপনি হবেন BDO Block Development Officer.