রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ- 9000 স্থায়ী শূন্যপদ | health department recruitment 2022 apply online official notice

0
646
wb health recruitment
wb health recruitment

আপনি কি এই মুহূর্তে প্রকাশিত ৯০০০ শূন্য পদে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ -এর এই বিজ্ঞপ্তিটি বিশদে পড়েছেন ? এখনই পড়ুন ও শেষ তারিখ চলে যাওয়ার আগে আবেদন করুন। মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক পাশে বিপুল পরিমান উচ্চবেতনের স্থায়ী চাকরি আপনার অপেক্ষা করছে।

যে যাই বলুক না কেন , এটা মানতেই হবে যে দেশে ও রাজ্যে চাকরির সমস্যা রয়েছে। কিন্তু এর সাথে এটাও ঠিক যে যারা সঠিক সময়ে আবেদন করেছে ও সঠিকভাবে প্রস্তুতি নিয়েছে , তারা অন্যদের থেকে আগে উচ্চবেতনের সরকারি চাকরি পেয়েছে।

অর্থাৎ , ভালো সরকারি চাকরি পেতে গেলে আপনাকে ঝোপ বুঝে কোপ দিতে হবে। তাই কোনো সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি তে সংযুক্ত হয়ে যান।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

কোন কোন পদে এই স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হবে ? Available Post in health department recruitment 2022 :

রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ-এর এত বিপুল পরিমান শূন্যপদ এর আগে প্রকাশ করা হয়নি। এই প্রথম wb health recruitment এর তরফ থেকে এত বিপুল নিয়োগ হতে চলেছে।

সাস্থ্য পরিষেবা আরো বেশি উন্নত করতে রাজ্য সরকার প্রায় ৯ হাজার সাস্থ্য কর্মী নিয়োগ করতে চলেছে। ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্র ও আরবান হেলথ সেন্টার গুলি আরও উন্নত করতে চায় সরকার। সাস্থ্য কর্মী, নার্স, চিকিৎসক মিলিয়ে প্রায় ৯ হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে।

এবার জেনে নেওয়া যাক কোন পদে কতজন এই স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হবে।

সাস্থ্য দফতরে সূত্রে পাওয়া খবর , জি .এন .এম নার্স পদে শূন্য পদ আছে ৫,৬৩৮ , বি এস সি নার্সি পোষ্টে ভাক্যান্সি রয়েছে , ১৭৫৪ টি সাইন্টিফিক অফিসার পদে ১০০ টি , মেডিকেল অফিসার পোস্টে ১৬০০ টি । এছাড়াও ল্যাব টেকনিশিয়ান পোষ্টে ভাকান্সি রয়েছে। অন্য দিকে হোমিপ্যাথি, ফার্মাসিস্ট পোস্টেও নিয়োগ করা হবে ।

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ-এর ক্ষেত্রে কোন কোন পদে কি যোগ্যতা আছে ? Qualification for wb health recruitment 2022 :

জি.এন .এম কোর্স পাশ বা বেসিক বি এস সি নার্সিং কোর্স পাশ বা বেসিক বি এস সি নার্সিং কোর্স পাশ তরুন – তরুণীরা ‘ নার্স ‘ পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে ফিমেল বা মেল নার্স হিসেবে নাম নথিভূক্ত থাকতে হবে।
বাংলা বা নেপালি ভাষায় পড়তে জানতে হবে ।

উল্লেখ্য, ল্যাব টেকনিশিয়ান পদের বেলায় মেডিকেল ল্যাব টেক নলজির কোর্স পাশ করতে হবে।

বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।

ওপরের সব ক্ষেত্রেই পার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে।
সব কিছু ঠিক থাকলে ২০ ই মে থেকে আবেদন নেওয়া শুরু হবে ।
*আবেদন করা যাবে অনলাইনে
*অফিসিয়াল ওয়েবসাইট: www.wbhrb.org.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here