কেন্দ্রীয় পুলিশ অফিসার পদে নিয়োগ 2022 । পুলিশ অফিসার নিয়োগ। Central Armed Police Recruitment 2022। স্নাতক পাশে সরকারি চাকরি 2022

0
471
Central Armed Police Recruitment 2022
Central Armed Police Recruitment 2022

কি ভাবছেন ? সরকারি চাকরি নেই ? তাহলে আমরা এত চাকরির খবর আপনাদের সামনে আনছি কি করে ? আপনি কি পুলিশ অফিসার পদে নিয়োগ এর খবর জানতে চাইছেন? স্নাতক পাশে সরকারি চাকরির খবর খুঁজছেন? যদি তাই হয় তাহলে আপনার এই কেন্দ্রীয় পুলিশ অফিসার নিয়োগ-এর প্রতিবেদনটি খুব ভালো করে শেষ পর্যন্ত পড়া উচিত।

এই মুহূর্তে পাওয়া Central Police Recruitment 2022 এর খবর অনুযায়ী ৫ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় ২৫৩ পুলিশ অফিসার নিয়োগ (Police Officer Recruitment 2022) হতে চলেছে অর্থাৎ central reserve police force recruitment 2022, Boarder security force, Central Industrial Security Force recruitment 2022 The Indo-Tibetan Border Police (ITBP) recruitment 2022 এর বিষয়ে আপনি আমাদের প্রতিবেদন এ ডিটেল বিবরণ পাবেন।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

কেন কেন্দ্রীয় পুলিশ অফিসার পদে নিয়োগ 2022 -এ আপনি আবেদন করবেন ? Reasons to Apply in Central Armed Police Force Recruitment 2022

পুলিশ এর চাকরিতে সুবিধা ও অসুবিধা দুই আছে। আপনি একটি বিপুল পাওয়ার এর অংশ হতে পারবেন ফলে সবাই আপনাকে ভয়ের কারণে সম্মান করবেন। সেই সম্মান আপনি entertain বা উপভোগ করতে পারবেন।

কিন্তু রাজ্য সরকারের পুলিশ হিসেবে কাজ করলে সমস্যা অনেক। প্রথমতঃ আপনি বেতন মনের মতো পাবেন না। তার ওপর লোকে সম্মান কম ঘুষখোর বেশি বলে। সুযোগসুবিধাও অনেক কম।

কেন্দ্র সরকারের পুলিশ হিসেবে কাজ করলে আপনি বেতন ও সুযোগসুবিধা পাবেন আর্মি বা সেনাবাহিনীর মতো অথচ ঝুঁকি প্রায় নাম মাত্র আর অফিসার পদে নিযুক্ত হয়ে কাজ করলে প্রায় কোনো ঝুঁকিই নেই বললে চলে।

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

তাই যদি বিপুল বেতনের আর বিপুল সম্মানের পুলিশ অফিসার হিসেবে নিজেকে নিযুক্ত করতে চান তাহলে এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না।

Central Armed Police Recruitment 2022

যোগ্যতা : কেন্দ্রীয় পুলিশ অফিসার পদে নিয়োগ 2022 । Eligibility : Central Armed Police Force Recruitment 2022

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমা বল ‘ অ্যাসিস্ট্যান্ট কমাডেন্ট ‘ ২৫৩ জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোন শাখার গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারবে ।
এবছরের ডিগ্রী কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য।
এন সি সির সার্টিফিকেট থাকলে বা খেলাধুলার সাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউয়ে বাড়তি যোগ্যতা হিসাবে বিবচনা করা হবে ।

পদের নাম (Name of the Post)Officer, Assistant Commandant
নিয়োগকারী বিভাগ বা সংস্থা (Recruiting Department/ authority)Central Police Force, Govt of India
স্থায়ী / অস্থায়ী (Permanent /temporary)স্থায়ী
সরকারি / বেসরকারি (Government/ Non-government)সরকারি
পুরুষ /মহিলা কে যোগ্য (Male / Female candidate who is eligible)উভয়েই যোগ্য
আবেদনকারীর বয়স (Age of eligible candidate)২০ থেকে ২৫ বছরের মধ্যে
যোগ্যতা (Eligibility)যেকোনো বিষয়ে স্নাতক
শূন্য পদ (Number of Vacancy)২৫৩
আবেদনের শেষ তারিখ (Last Date to Apply)১০ ই মে ২০২২
বেতন ক্রম (Salary Level)
হাতে পাওয়া বেতন (In hand salary)
Central Armed Police Recruitment

যোগ্যতা : শারীরিক মাপজোক : কেন্দ্রীয় পুলিশ অফিসার পদে নিয়োগ 2022 । Eligibility : Central Armed Police Force Recruitment 2022

ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৫ সেমি , বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি , ফুলিয়ে ৮৬ সেমি আর ওজন অন্তত ৫০ কেজি কিংবা উচ্চতা অনুপাতে সামঞ্জ্যপূর্ণ।
মহিলাদের বেলায় অন্তত ১৫৭ সেমি আর ওজন অন্তত ৫৬ কেজি বা উচ্চতার অনুপাতে সাম্জস্যপূর্ণ।

মহিলাদের বেলায় অন্তত ১৫৭ সেমি আর ওজন অন্তত ৪৬ কেজি বা উচ্চতার সঙ্গে সাম্জস্যপূর্ণ।
দৃষ্টি শক্তি হতে হবে দূরের বেলায় দু চোখে ৬/৯ কিংবা ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১২ আর কাছের বেলায় খারাপ চোখে N9 ও ভালো চোখে N 6 ।

এছাড়াও ভাঙ্গা হাঁটু , টেরা চোখ বা বর্নন্ধতা থাকলে আবেদন করতে পারবেন না।
শারীরিক বা মানসিক ভাবে সু স্বাস্থ্যের অধকারী হতে হবে।

অন্যান্য বিবরণ : কেন্দ্রীয় পুলিশ অফিসার পদে নিয়োগ 2022 । Eligibility : Central Armed Police Force Recruitment 2022। স্নাতক পাশের চাকরি

আবেদনের সময় পরীক্ষার্থীকে পাসপোর্ট মাপের ফটো , সিগনেচার ও অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করতে হবে।
পরীক্ষা ফি: ২০০ টাকা । ( মহিলা ও তাপশিলি দের ফি লাগবে না ।) ***

বয়স হতে হবে ১-৮-২০২২ এর হিসাব অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২-৮-৯৭ থেকে ১-৮-২০০২ এর মধ্যে।
তপশিলি সম্প্রদায়ের পরীক্ষার্থীরা ৫ বছর , ও বি সি সম্প্রদায়ের পার্থীরা ৩ বছর আর কেন্দ্রীয় সরকারের এই ধরনের সংস্থার এই কেডারের কর্মীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন |

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর ছেলেরাও আবেদন করতে পারবেন
শূন্য পদ: ২৫৩ টি । এর মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সে ২৯ টি , সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৬২ টি , ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে ১৪ টি , সশস্ত্র সীমা বলে ৮২ টি ।
পার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ।
২০২২ সালের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে ( অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট) এক্সামিনেশনের মাধ্যমে।

প্রথমে হবে লিখিত পরীক্ষা,৭ আগস্ট। প্রথম পত্রের পরীক্ষা হবে ১০ টা থেকে ১২ টা ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ২ টো থেকে ৫ টা ।

পূর্ব ভারতের এই সব কেন্দ্র – কলকাতা , গ্যাংটক , কটক, দিশপুর ( গুয়াহাটি) , শিলং , জোড়হাট, পাটনা, আগরতলা , রাঁচি ও পোর্ট ব্লেয়ার ।

লিখিত পরীক্ষায় থাকবে দুটি পেপার ।
(১) জেনারেল এবিলিটি ও ইন্টিলীজেন্স টেস্ট ।
প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের ।
২৫০ নম্বরের পরীক্ষা। সময় থাকবে ২ ঘণ্টা ।
(২) জেনারেল স্টাডিজ , এসে , প্রেসি লেখা ও কম্প্রিহেনসন। ২০০ নম্বরের পরীক্ষা। সময় থাকবে ২ ঘণ্টা ।
প্রথম পেপারের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের বিষয়ে – (১) জেনারেল মেন্টাল অ্যাবিলিটি , (২) জেনারেল সাইন্স , (৩) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক কালের ঘটনা , (৪) ভারতীয় রাষ্ট্র নীতি ও অর্থ নীতি (৫) ভারতের ইতিহাস (৬) ভারত ও বিশ্বের ভূগোল ।
দ্বিতীয় পেপারে ডেস্ককৃপ্টিভ টাইপের প্রশ্ন থাকবে ।
দুটি পেপারে আলাদা ভাবে কোয়ালিফাইং নম্বর পেলে তবেই সফল হবেন ।
প্রথম পত্রের উত্তর পত্র প্রথমে দেখা হবে ও তাতে কোয়ালিফাইং নম্বর তবেই দ্বিতীয় পত্রের উত্তর পত্র দেখা হবে।

এরপর হবে শারি রিক মাপ যোগ , ডাক্তারী পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা ।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এই 4 টি ইভেন্ট । (১) ১০০ মিটার দৌড় – ছেলেদের বেলায় ১৬ সেকেন্ডে ও মহিলাদের ১৮ সেকেন্ডে,

(২) ৮০০ মিটার দৌড় – ছেলেদের ৩ মিনিট ৪৫ সেকেন্ডে ও মহিলাদের ৪ মিনিট ৪৫ সেকেন্ডে।
(৩) লং জাম্প – ছেলেদের সাড়ে ৩ মিটার ও মহিলাদের ৩ মিটার ।
(৪) শট পাট – শুধু মাত্র ছেলেদের ৭.২৬ কেজি ওজনের লোহার বল নিয়ে ৪.৫ মিটার । লং জাম্পে সফল হওয়ার জন্য ৩ বার সুযোগ পাবেন ।

সফল হলে ১৫০ নম্বরের পার্সোনালিটি টেস্ট । লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টে পাওয়া নম্বর নিয়ে মেধা তালিকা তৈরী হবে।

  • কোথায় পরীক্ষা তা অ্যাডমিট কার্ডে পাঠিয়ে জানানো হবে ।

Official Notification pdf | কেন্দ্রীয় পুলিশ অফিসার পদে নিয়োগ 2022 । Eligibility : Central Police Force Recruitment 2022

How to Apply: Central Armed Police Forces recruitment 2020

নিচের বোতামটি টিপে আবেদন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here