কার্যত রণক্ষেত্রের রূপ নিয়েছে কলকাতা ইউনিভার্সিটি (CU) | অনলাইন না অফলাইন কিভাবে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি -র পরীক্ষা ? বাংলা সংবাদ মাধ্যমগুলি কার্যত খুব কৌশলের সাথেই এই নেউসটি-কে কভার করছেন এবং মুখে হালকা হাসি নিয়ে প্রতিবেদন পরিচালক বলছেন যে …স্পষ্ট , পড়াশুনা কিছু হয়নি, প্রস্তুতি কিছু নেই… । আমাদের মনে হয় বিশেষ কয়েকটি সংবাদ মাধ্যম কোথাও এই সংবাদটি সম্প্রচার করার সময় নিরপেক্ষতার জায়গা থেকে সরে আসছেন।
এই অনলাইন অফলাইন বিতর্কের শেষ সিদ্ধান্ত জানা যাবে ৩ রা জুন। এই আপডেট পেতে হলে এই আর্টিকেল এর একদম শেষ অংশে চলে আসুন।
CU 3rd June Update: CU Strike for online exam- Live Video Calcutta University Strike
যাই হোক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে পরীক্ষার্থীদের বিক্ষোভ চলছে। কেন ?
অফলাইন নয় পরীক্ষা তারা দেবেন অনলাইন-এ।
✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন
মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি | দেখুন |
সমস্ত লেটেস্ট চাকরির খবর | দেখুন |
রাস্তা আটকে যানজট তৈরী করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দাবি একটাই তারা অনলাইন-এ পরীক্ষা দেবে। পড়াশুনা শিকেয় তুলে ক্যাম্পাসের সামনে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছে তারা অনলাইন এ পরীক্ষা দেবে, অফলাইন-এ দেবে না।
সংবাদ মাধ্যমগুলি খুব কৌশলের সাথে বিষয়টাকে সমর্থন করছে না। যদিও তাঁদের সমর্থন বা অসমর্থনের বিষয় এটি নয়।
CU এর ছাত্র ছাত্রীদের দাবি যেহেতু ছয় মাসের সেমিস্টার এর পড়াশুনা মাত্র এক থেকে ২ মাসের মধ্যে কার্যত দায়সারা ভাবে সেরে ফেলা হয়েছে সুতরাং উনিভার্সিটির উচিত এখন অনলাইনেই পরীক্ষা নেওয়া।
তারা আরো বলছে যে যখন ক্লাস নেওয়া হয়েছে অর্থাৎ যখন সমস্ত বিষয় তাদের শেখানো হয়েছে তখন তো অনলাইন ও অফলাইন ব্লেনডেড (online – offline blended mode) মোডে পোড়ানো হয়েছে অর্থাৎ শিক্ষকরা শেখানর সময় অনলাইন এর সুবিধা নিয়েছে।
মূল্যায়নের সময় ছাত্র ছাত্রীরা অনলাইন এর সুবিধা নিলে অসুবিধা কোথায় ?
Calcutta university strike : অনলাইন না কি অফলাইন কোন মোড হবে ক্যালকাটা উনিভার্সিটির পরীক্ষা ?
তাহলে কি CU এর ছাত্র ছাত্রীরা ওপেন বুক পরীক্ষা (open book exam) দিতে চাইছে ?
বিশেষজ্ঞাদের দাবি যে সম্ভবত সেটাই চাইছে তারা।
ছাত্র ছাত্রীরা কি তাহলে ভয় পাচ্ছে অফলাইন মোড-এ পরীক্ষা দিতে ?
ছাত্র ছাত্রীরা বলতে চাইছে যে না তারা ভয় পাচ্ছে না , তারা সারাজীবনের সব পরীক্ষা যদি এতদিন অফলাইনেই দিয়ে থাকে তাহলে তাদের ভয় পাওয়ার কারণ কি ? তাদের বক্তব্য , অনলাইন-এ পরীক্ষা, ক্লাস সব করার অভ্যেস উনিভির্সিটি তৈরী করেছে তাদের তাহলে এখন বিশ্ববিদ্যালয় তরফে এ সব বললে হবে না।
আসুন জেনে নি এই বিষয়ে বিশেষজ্ঞাদের কি মতামত।
তাঁদের কারো কারো মতে, এটি একটি ফাঁকিবাজি দাবি।
তবে সূত্রের খবর, আজ Calcutta university exam এর বিষয়ে সমাবেশে মোটামুটি পঞ্চাশ শতাংশ প্রিন্সিপাল চাইছেন অনলাইন পরীক্ষা আবার পঞ্চাশ শতাংশ প্রিন্সিপাল চাইছেন অফলাইন পরীক্ষা। তাই নির্দিষ্ট একটি সিদ্ধান্তে উপনীত হাওয়া সম্ভনব হয়নি আজ ও।
আমাদের মনে হয় সম্ভবতঃ online-offline blended mode এই Calcutta university exam নেওয়া হবে।
# 3rd June Update : CU Online -offline exam update | CU strike for Online exam update
ক্যালকাটা ইউনিভার্সিটির গেটে ২ জুন এর রাত থেকে CU Online exam এর দাবিতে বেশকিছু পড়ুয়া তারা অনশন করছেন।
তাঁদের দাবি সংবাদ মাধ্যমগুলির কারণে কর্তৃপক্ষ ভালোভাবে বুঝতে হয়তো পারছেন না।
পড়ুয়ারা বলছেন যে , তাঁরা অনলাইন এ পরীক্ষা একটি কারণে চাইছে যেহেতু তাঁদের সিলেবাস অনলাইন এই শেষ করা হয়েছে অনলাইন পরীক্ষা দিতে গেলে যেভাবে পড়াতে হয় শিক্ষকরা সেইভাবে পড়িয়েছেন। তাই এই মুহূর্তে অনলাইন এই পরীক্ষা দিতে চাইছেন তারা।
বিষয়টা অনলাইন বা অফ লাইন এর বিষয়ের থেকেও বারো বিষয় হলো যেভাবে তাদের পোড়ানো হয়েছে পড়ুয়ারা চান সেভাবেই তাঁদের মূল্যায়ন করা হোক।
আমাদের মনে হয় যে এটা একজন পড়ুয়া চাইতেই পারেন। এটা অনেকটাই ন্যায়সঙ্গত যুক্তি।
তবে এখন ক্যালকাটা ইউনিভার্সিটি র তরফ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি।
নতুন কোনো সংবাদ এলে আপনারা আমাদের ওয়েবসাইটেই জানতে পারবেন। তাই চোখরাখুন www.bongojobnews.com