মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব ? What subject is best to choose after madhyamik

0
351
মাধ্যমিকের পর কি নিয়ে পড়ব - carrier after madhyamik
মাধ্যমিকের পর কি নিয়ে পড়ব - carrier after madhyamik

মাধ্যমিক হয়েগেছে , রেজাল্টও বেরিয়েগেছে , কিছু বিষয়ে কম নম্বর পাওয়ার দুঃখটাও সামলে নিয়েছেন। এখন প্রশ্ন: মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব। এই সময় দাদা-দিদি আত্মীয়-অনাত্মীয় অনেকেই অনেক পরামর্শ দিয়ে থাকবে ও আপনাকে ঘেঁটে দেবে। কিন্তু পরামর্শ সবসময় বিশেষজ্ঞ ব্যক্তির থেকেই নেওয়া উচিত।

আসুন দেখে নেওয়া যাক মাধ্যমিকের পর কি নিয়ে পড়া ভাল।

#১ মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব তা জানতে হলে জেনেনিন আপনার পছন্দের বিষয়টি কি

দেখুন এই প্রতিবেদন পড়ার আগে নিজের বিষয়ে আপনাকে একটু ভাবতে হবে যে আপনি ঠিক কোন ধরণের কাজ করতে পছন্দ করেন। আপনি হয়তো ভাবছেন এ আবার নতুন কি বলবে ? একটু ধৈর্য্য ধরুন। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। বুঝতে পারবেন।

আপনি, যে কাজ করে আনন্দ পান , জানবেন সেই কাজ আপনি সারাদিন করলেও আপনার কষ্ট হবে না। আর যেকোনো কাজ আপনি যদি খুব মন দিয়ে করেন , আপনি খুব দ্রুত সেই কাজে নিপুন ও দক্ষ হয়ে উঠবেন। ফলস্বরূপ, আপনি আপনার পছন্দের কাজটিতে দক্ষ হয়ে উঠলেন এবং আপনি সেই কাজটি আনন্দের সাথে করছেন। আপনাকে কেউ সফল হওয়া থেকে আটকাতে পারবে না।

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
What subject is best to choose after madhyamik | বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে যদি লতা মঙ্গেস্কর মহিলা ক্রিকেটার হতেন, তাহলে তিনি হয়তো এত বিখ্যাত হতে পারতেন না। কিংবা , শচীন তেন্দুলকর যদি সংগীত শিল্পী হতেন তাহলেও তিনি হয়তো এত বিখ্যাত হতে পারতেন না। অর্থাৎ , যার যেটা করতে ভালো লাগে সে যদি সেটাই করে সে সব থেকে ভালো করতে পারবে।

আমরা আপনাকে বেশ কয়েকটি রাস্তা দেখাবো। এর মধ্যে যেকোনো বিষয় নিয়ে পড়লে আপনি লাভবান হবেন। তবে মনে রাখতে হবে। ..

কেউ আপনাকে চাকরি বা কাজ আপনার ডিগ্রী দেখে দেবে না , আপনার কাজের দক্ষতা দেখে দেবে। সেটা সব বিভাগের চাকরির কেত্রেই একই …

আপনি হয়ত ভাবছেন যে আপনি জানাবেন কি করে আপনার পছন্দের বিষয়টি কি। দেখুন পছন্দের বিষয়টি আপনার মাধ্যমিকের সিলেবাস এর মধ্যে থাকা পড়াশুনার বিষয়গুলির মধ্যে থেকে হতে পারে আবার হতে পারে বই এর বাইরে অন্য কিছু করতে আপনার ভালো লাগে।

আমরা অন্য ওয়েবসাইট এর মতো বেশকিছু কোর্সের একটি লিস্ট করে দিতে পারি , আর বলতে পারি এর মধ্যে যেটি আপনার ভালোলাগে আপনি সেই কোর্স করে নিন। কিন্তু সেক্ষেত্রে কি আপনার খুব একটা লাভ হবে ?

তাই প্রথম আমরা দেখে নিই কিধরনের কাজ আপনার করতে ভালো লাগে।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

আজকাল আপনি হয়তো শুনেছেন যে ইউটিউবে ভিডিও দিয়ে লোকজন প্রচুর টাকা ইনকাম করছে। আপনিও ভাবছেন তাহলে ইউটিউবকেই আপনি আপনার জীবিকা করবেন। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে দিনের পর দিন কোনো রোজগার ছাড়া আপনি কি ভিডিও দিতে পারবেন ? মানে সেটা হতে পারে আপনি টানা ২ বছর ভিডিও আপলোড করছেন কোনও রোজগার ছাড়া , সেক্ষেত্রেও আপনাকে ভাবতে হবে কাজটা আপনি ভালোবাসেন কিনা।

মনে রাখবেন আপনার পছন্দের কাজটি-র বিষয়ে যদি আপনি পড়াশুনা করেন আপনি নিশ্চিতভাবে সফল হবেন।

আসুন আপনি কিভাবে নিজের পছন্দের কাজটি নির্বাচন করবেন।

#২ মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব-এর দ্বিতীয় ধাপ

মাধ্যমিকের পর কি নিয়ে পড়ব আপনার এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমরা চিন্তা করে দেখলাম যে বেশ কয়েকটি কোর্স আপনার এখনই করে নেওয়া উচিত সে আপনি যে কোর্সই করুন না কেন।

কয়েকটি সাধারণ কোর্স যা আপনি মাধ্যমিকের পর করলে আপনি অন্যদের থেকে অনেকবেশি এগিয়ে থাকবেন। নিচে আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য কোর্স এর বিবরণ দিচ্ছি ,আপনি এগুলি করতে পারবেন ও করার পর আপনি নির্দিষ্ট সার্টিফিকেট পাবেন। আমাদের বিশেষজ্ঞ টিম এই কোর্সগুলি ভালোভাবে দেখে ও এর সার্টিফিকেট এর নমুনা দেখে এগুলি নির্বাচন করেছেন।

১. ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স – ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট অনলাইন এ বাড়িতে বসে ফোন থেকে কোর্সটি করুন।

২. MS word, Excel, PowerPoint – এই সবকটি ফ্রিতে শিখেনিন।

এ তো গেলো মাধ্যমিকের পর কয়েকটি সাধারণ কোর্স যা করলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

কিন্তু কোন বিষয়ে আপনি মূল পড়াশুনা এগিয়ে নিয়ে যাবেন ?

মাধ্যমিকের পর অনেকে উচ্চমাধ্যমিকের কথা চিন্তা করে আবার অনেকে সরাসরি ডিপ্লোমা-র কথা ভাবে বা ITI পড়ে কাজের সন্ধান করেন।

# মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব : JEXPO / ITI – একটি দারুন সুযোগ

যদি আপনি খুব তাড়াতাড়ি কাজ পেতে চান মোটামুটি বেতনের চাকরি হলেও চলবে বা আপনি সার্টিফিকেট নিয়ে দোকান করে নিজেই রোজগার করতে চান সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকে না ভর্তি হলেও চলবে। সেক্ষেত্রে আপনার উচিত মাধ্যমিকের পর JEXPO বা পলি টেকনিক পরীক্ষা পাশ করে আপনার পছন্দের বিষয়ে টেকনিকাল দক্ষতা অর্জন করে ও diploma ডিগ্রী নিয়ে আপনি কোনো কোম্পানি তে কাজ করতে পারেন বা নিজের কোনো দোকান করতে পারেন।

তবে শুধুমাত্র এই ডিগ্রী করে খুব একটা ভালো চাকরি পাওয়া যায় না। তবে এর সাথে যদি অন্তত ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষত্রে ভালো বেতনের কম খাটুনির চাকরি পেতে পারেন। তাই ডিপ্লোমা করে বা ITI college থেকে পাশ করে আপনি একটি কম বেতনের খুব খাটুনির চাকরি পাবেন ও সেখানে আপনাকে টিকে থাকতে হবে বেশ কয়েক বছর। সেই অভিজ্ঞতা নিয়ে আপনি পরে ভালো বেতনের স্থায়ী চাকরি করতে পারেন। এইভাবে কাজ করার জন্য আপনি মানসিক প্রস্তুতি রেখে এগিয়ে যেতে পারেন।

আমার কথাগুলো কি আপনার খুব নেগেটিভ মনে হচ্ছে ? না। আমি নেগেটিভ কথা বলছিনা বা আপনাকে নেগেটিভ করছিনা।

আপনাকে মনে রাখতে হবে একটা কথা , কেউ আপনাকে কেন বেতন দিয়ে রাখবে ? আপনি যদি কারো কোনো কাজে আসেন তবেই আপনাকে তিনি তাঁর লাভের অংশ থেকে বেতন দেবে। অর্থাৎ, আপনি যদি কারো ১০০ টাকা লাভ করিয়ে দিতে পারেন তবেই তিনি আপনাকে ২০ টাকা বেতন দেবেন । এই বাস্তবতা নিয়ে আপনাকে আপনার কাজের বিভাগটি বেছে নিতে হবে।

তবে এটাও মনে রাখবেন আপনি যদি ডিপ্লোমা করে মনে করেন তারপর আপনি আবার B.Tech করবেন আপনি তও করতে পারেন। তখন আপনাকে Lateral entrance examপরীক্ষা দিতে হবে।

তবে ডিপ্লোমা বা ITI করেও অনেক মানুষকে আমি খুব সফল হতে দেখেছি।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
What subject is best to choose after madhyamik | বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

# মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব : উচ্চমাধ্যমিকে ভর্তি হব

যদি আপনার রোজগার করার মোটামুটি খুব একটা তাড়া না থাকে এবং এখন থেকেই আপনি উচ্চশিক্ষার কথা ভাবছেন, আপনি সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ভর্তিও হতে পারেন।

উচ্চমাধ্যমিকে বিষয় নির্বাচন করার সময় আপনাকে একটু দূরদর্শী হতে হবে। যদি আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার লক্ষে এগোতে চান অর্থাৎ বিজ্ঞানে-র যেকোনো বিভাগে এগোতে চাইলে আপনাকে language subject-গুলির পাশাপাশি physics chemistry mathematics রাখতেই হবে।

এর সাথে যদি জীব বিদ্যার কোনো সাবজেক্ট এ আগামী দিনে ক্যরিয়ার করার কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই physics chemistry mathematics এর পাশাপাশি জীব বিদ্যা বা biology সাবজেক্ট হিসেবে রাখতে হবে। কিন্তু, মনে করুন আপনি এখন থেকেই নিশ্চিত যে আপনি জীব বিদ্যাতে ক্যরিয়ার করবেন , তাহলে কি physics chemistry mathematics সুবজেক্টগুলি আপনাকে রাখতে হবে ?

এর উত্তর অনেককিছুর উপর নির্ভর করছে। তবে আমাদের বিশেষজ্ঞাদের মতে , সেক্ষেত্রেও আপনার physics chemistry mathematics সাবজেক্ট হিসেবে রাখা উচিত। উচ্চশিক্ষা করতে গেলে (যেমন : biotechnology, microbiology, genetic engineering ইত্যাদি সাবজেক্ট এ m.sc করতে গেলে আপনার আপনার উচ্চমাধ্যমিকের physics chemistry mathematics এর নম্বর দেখা হয়। )

আবার, physics chemistry ছাড়া তো আপনি NEET পরীক্ষাতে বসতেই পারবেন না।

এবার যদি আপনি কম্পিউটার , ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি পড়ার জন্য খুব প্যাশনেট হন অর্থাৎ কম্পিউটার যদি আপনার প্রধান আগ্রহের বিষয় হয় , সেক্ষেত্রে এই কম্বিনেশন এ জীববিদ্যার জায়গাতে আপনি কম্পিউটার সাইন্স রাখতে পারেন বা এখন আরো কিছু সাবজেক্ট নতুন এসেছে যেমন ইনফরমেশন টেকনোলজি ইত্যাদিও আপনি রাখতে পারেন – যদি আপনার স্কুল আপনাকে রাখার জন্য অনুমতি দেয়।

অর্থাৎ কম্পিউটার, হার্ডওয়্যার , সফটওয়্যার , নেটওয়ার্কিং , ইনফরমেশন টেকনোলজি , ডাটা সাইন্স ইত্যাদি যেকোনো বিষয়ে আপনার আগ্রহ থাকলে সেক্ষেত্রে সব থেকে ভালো হবে আপনি physics chemistry mathematics , computer science এর কম্বিনেশনটাই ব্যবহার করুন সব থেকে ভালো হবে।

তবে, যেটাই পড়ুন না কেন সবার আগে একটা কথা মনে রাখবেন , যেটা পড়তে আপনার মন চায় , সেটা নিয়েই আগামী দিনে ক্যরিয়ার করার কথা ভাবুন। – শুধু মাধ্যমিকে যে সাবজেক্ট এ বেশি নম্বর পেলেন সেটাই দেখলে চলবে না। এমনটাও হতে পারে যে আপনি হয়তো আপনার পছন্দের সাবজেক্ট এই সব থেকে কম নম্বর পেলেন , তাহলেও অন্য সাবজেক্ট -এ চলে যাবেন না।

আরো কিছু বিষয়ের কথা বলে রাখা ভালো যেমন : geography যদি আপনার আগ্রহের সাবজেক্ট হয় , সেক্ষেত্রে আমি এটাই সাজেস্ট করবো যে physics, chemistry , mathematics এই কম্বিনেশন এর সাথেই geography রাখলে ক্যরিয়ার ভালো হবে। – অনেকদূর দৌড়াতে পারবেন। নিতান্তই যদি মনে হয় যে এগুলো রাখতে পারবেন না , তাহলে আর্টস এর কিছু সাবজেক্ট এর সাথে অন্তত mathematics রাখার চেষ্টা করুন। কাজে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here