উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ। ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ । উচ্চমাধ্যমিক পাশে চাকরি । Indian Army Recruitment – 12th pass job 2022

0
599
indian army recruitment , 12th pass job
indian army recruitment , 12th pass job

আপনি কি উচ্চমাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন ? খুব উচ্চবেতনের কেন্দ্রসরকারের চাকরি চাই ? তাহলে আসাম রাইফেলে বর্তমানে যে ১৭৩ জন উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারই জন্য।

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

এই উচ্চমাধ্যমিক পাশে সরকারি চাকরির সব থেকে বড় সুবিধা হলো এই যে এই চাকরিতে আপনার ফিল্ডে যাওয়ার ব্যাপার থাকবে না কারণ এটি একটি ডেস্ক জব অর্থাৎ সারাদিন রুমের মধ্যে বসে কাজ। কে বলেছে indian army job খুব বিপজ্জনক বা প্রাণের ঝুঁকি থাকে ? এটা আপনার খুঁজবার পদ্ধতির উপর নির্ভর করছে। অর্থাৎ, আপনি যদি চান আপনি একটি এমন চাকরি ভারতীয় সেনাবাহিনীতে (Indian army) খুঁজে পেতে পারেন যা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ এর ক্ষেত্রে এ রকম দুর্দান্ত নিয়োগ এর সুযোগ সাধারণত আসে না।

তাই যদি উচ্চমাধ্যমিক পাশ একজন ব্যক্তি হন আর ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতে চান তাহলে এখনই আবেদন করুন।

পদের নাম : ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ । Qualification for Indian army recruitment

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

ভারতীয় সেনাবাহিনীতে উচ্চমাধ্যমিক পাশে চাকরিটি তে আপনি তখনই যোগ্য হবেন, যদি আপনার কাছে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকে ও আপনার কম্পিউটার এর সাধারণ জ্ঞান থাকা বাধ্যতামূলক।

এই ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগটি হাবিলদার ক্লার্ক পদে হতে চলেছে। অর্থাৎ , আপনি হাবিলদার পদ পাবেন কিন্তু আপনার কাজ হবে করণিক বা কেরানির অর্থাৎ এটি সম্পূর্ণরূপে একটি টেবিল এ বসে কাজ বা শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে কাজ।

এই চাকরির অন্যতম বড় সুবিধা হলো আপনি সারাদিন অফিসারদের সাথে থাকবেন , ফলে , আপনার নিজের প্রয়োজনের সুযোগ সুবিধাগুলো আপনি খুব সহজেই আদায় করে নিতে পারবেন। এই সুবিধাটি সব দপ্তরের কেরানিদের থাকে।

যোগ্যতা : ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ । Qualification for Indian army recruitment 2022

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বেশিরভাগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা থাকে মূলত উচ্চমাধ্যমিক পাশ। অর্থাৎ , আপনি যদি একজন উচ্চমাধ্যমিক পাশ ব্যক্তি হন আপনি আবেদনের যোগ্য। তবে এর সাথে আপনাকে মনে রাখতে হবে যে , আপনার কম্পিউটার এর সাধারণ জ্ঞান থাকা চাই এবং শুধু তাই নয় , মিনিটে মোট ৩৫ টি শব্দ লিখবার আপনার দ্রুততা থাকা চাই। যা খুব একটা কঠিন ব্যাপার নয়। যদি এখন থেকে প্রাকটিস করেন আপনি এই দ্রুততা আপনি তৈরী করতে পারবেন।

শূন্য পদ : ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ । Vacancy for Indian army recruitment 2022

আবেদনের পূর্বে মোট শূন্য পদের বিষয়ে জেনে নিন।

উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ-এর এই চাকরিতে মোট শূন্যপদ নিচে টেবিল এর মাধ্যমে দেওয়া হলো।

পশ্চিমবঙ্গ
ত্রিপুরা
ঝাড়খন্ড
আসাম
12th pass indian army recruitment

বয়স : ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ । Age for Indian army recruitment 2022

এই পদে নিয়োগের জন্য আপনার বয়স ১৮ থেকে ২২ এর মধ্যে হতে হবে।

শারীরিক মাপ -জোক : ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ। Physical Requirement for Indian army recruitment 2022

উচ্চমাধ্যমিক পাশে সরকারি চাকরির এই পদে আবেদন করতে গেলে আপনার শারীরিক কিছু মাপজোক থাকা প্রয়োজন।

ছেলেদের জন্য শারীরিক মাপজোক হতে হবে লম্বায় অন্তত ১৭০ সে.মি। বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সে। মি। ও ফুলিয়ে ৮৫ সে মি। এছাড়া উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন।

মেয়েদের বেলায় শারীরিক মাপজোক : ১৫৭ সে মি লম্বায়। উচ্চতার শটে সামঞ্জস্য পূর্ণ ওজন।

  • প্রথমে এই বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা
  • তারপর ডাক্তারি পরীক্ষা
  • তারপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ

শারীরিক সক্ষমতার পরীক্ষা: ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ । Physical Standard test Indian army recruitment 2022

ছেলেদের জন্য ২৮ মিনিটে ৫ কিমি। মেয়েদের বেলায় ৮.৫ মিনিটে ১.৬ কিমি।

সফল হলে তারপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা।

প্রাক্তন সমরকর্মীদের (ex-army) শারীরিক মাপজোকের পরীক্ষা হবে না।

ভারতীয় সেনাবাহিনী হতে কি কি লাগে ?

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আপনার আধার কার্ড থাকা চাই। একটি নির্দিষ্ট শারীরিক মাপজোক থাকতে হবে। ছাতি কতটা ফুলাতে হবে বা কতটা দৌড়াতে হবে তা জানতে আমাদের লেখাটি পড়ুন

ভারতীয় সেনাবাহিনীর বেতন কত ? what is the salary of Indian army?

ভারতীয় সেনেট্ খুব ভালো বেতন দেওয়া হয়। কম করে হলেও ৩০০০০ টাকা মাসিক বেতন থেকে শুরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here