সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা । Qualification for the Paramedical Admission in Govt. Institute

0
679
সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা
সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা

প্যারামেডিকেল(paramedical course) এমন একটি কোর্স যা করে সহজেই দ্রুত ভালো বেতনের চাকরি পাওয়া যায়। আসুন দেখে নিই সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা কি, কিভাবে ভর্তি হবেন সরকারি প্যারামেডিকেল কোর্সগুলিতে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্যারামেডিকেল কোর্স করলে আপনার কত খরচ পড়বে।

উচ্চমাধ্যমিকে এডমিশন নেওয়ার সময় অনেক ছাত্র ছাত্রীরাই মেডিকেল প্রফেশন এ যাওয়ার খুব আগ্রহ দেখায়। সাধারণতঃ বেশিরভাগ ছাত্র -ছাত্রীরা চিকিৎসক বা ডাক্তার হতে চায়। কিন্তু পুরো ২ বছর পড়াশুনা করার পর বেশিরভাগ সবার NEET পরীক্ষায় আশানুরূপ ফলাফল হয় না। সেই সব ছাত্র -ছাত্রীরা সরকারি প্যারামেডিকেল কোর্স করে দ্রুত উচ্চবেতনের ছাক্রি পেতে পারেন।

আরও পড়ুন : কিভাবে SMFWB পরীক্ষা দিয়ে সরকারি প্যারামেডিকেল কলেজ থেকে প্যারামেডিকেল কোর্স করতে পারবেন।

সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা কি ? সরকারি কলেজ থেকে প্যারামেডিকেল কোর্স করতে কি যোগ্যতা লাগে ?

দেখুন, প্যারামেডিকেল পড়ার সব থেকে ভাল উপায় হল SMFWB এর পরীক্ষা পাশ করা। এই পরীক্ষা পাশ করতে পারলে আপনি সামান্য খরচে প্যারামেডিকেল কোর্স করতে পারবেন , উপরন্তু আপনি সেটাইপেন্ড ও পাবেন।

তাহলে জেনেনিন সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা কি।

যদি আপনি SMFWB পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে থাকেন (SMFWB Exam ) তাহলে কাউন্সেলিং এর মাধ্যমে সরকারি মেডিকেল কলেজগুলি থেকে আপনি সহজেই প্যারামেডিকেল ভর্তির সুযোগ পাবেন।

কিন্তু যদি আপনি SMFWB পরীক্ষাতে উত্তীর্ণ নাও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি কিছু সরকারি প্রতিষ্টান থেকে প্যারামেডিকে কোর্স (paramedical course) করার সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রেও আপনাকে জানতে হবে SMFWB ছাড়া সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা কি।

নিচে প্যারামেডিকেল এর যোগ্যতাগুলি বিশদে আলোচনা করা হল।

  • উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  • উচ্চমাধ্যমিকে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে
  • উচ্চমাধ্যমিকে physics, chemistry , biology থাকেত হবে ও পাশ করতে হবে।

smfwb ছাড়া সরকার অনুমোদিত কলেজ থেকে প্যারামেডিকেল পাশ করলে গুরুত্ব কেমন

যেকোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্যারামেডিকেল পাশ করলেই , যারা smfwb পাশ করে প্যারামেডিকেল পড়েছে তাদের সমতুল্য গুরুত্ব পাবেন। উপযুক্ত চাকরিগুলিতে আপনি আবেদনও করতে পারবেন।

smfwb পাশ করে যারা paramedical course এ ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে , সরকারি stipend এর ব্যবস্থা থাকে। যা থেকে সহজেই আর্থিক ভাবে দুর্বল ছাত্র -ছাত্রীও প্যারামেডিকেল করে নিজের ভবিষ্যৎ উজ্বল করতে পারে।

ছড়ার ও আরো একটি বিষয়ে মাথায় রাখা দরকার যে সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা সব ক্ষেত্রেই একই হলেও, smfwb পাশ করে এই কোর্স করলে আপনি সরাসরি সরকারি medical college-গুলিতে পড়ার সুযোগ পাবেন। সেই সুযোগটা হয়তো আপনি সরকার অনুমোদিত কলেজ এ প্যারামেডিকেল কোর্স করলে পাবেন না।

আরও পড়ুন : সরকারি ও বেসরকারি প্যারামেডিকেল কোর্স এর পার্থক্য জানুন।

বেসরকারি ও সরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা কি একই ?

এবিষয়ে বলে রাখা ভালো যে , বেসরকারি কলেজ-এ ই আপনি করুন আর সরকারি কলেজ-এই আপনি করুন না কেন উভয় ক্ষেত্রেই paramedical course এর যোগ্যতা একই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here