গেজেটেড অফিসার কারা । গেজেটেড অফিসার এর মানে কি । গেজেটেড অফিসার এর তালিকা। Who are the gazetted officer in West Bengal?

0
466
গেজেটেড অফিসার কারা । গেজেটেড অফিসার এর মানে কি । গেজেটেড অফিসার এর তালিকা। Who are the gazetted officer in West Bengal?
গেজেটেড অফিসার কারা । গেজেটেড অফিসার এর মানে কি । গেজেটেড অফিসার এর তালিকা। Who are the gazetted officer in West Bengal?

যে সকল সরকারি আধিকারিকদের নিয়োগ,বদলী ইত্যাদি বিষয় গ্যাজেট নোটিশের মাধ্যমে প্রকাশিত হয় , সেই সকল আধিকারিকদের মধ্যে আমরা গেজেটেড অফিসার বলে থাকি। কিন্তু বর্তমান সময়ে এই গেজেটেড অফিসার পদটি তুলে দেওয়া হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ এ (group-A) অফিসারদের গেজেটেড অফিসার এর সমতুল্য হিসেবে গণ্য করা হয়। এই বিষয়টি west bengal general service rule – part1 বিশদে দেওয়া রয়েছে।

তবে গেজেটেড অফিসার পদটি যদিও পশ্চিমবঙ্গ সরকারের আর নেই কিন্তু এখনো কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে এই পদটি আছে ও সেক্ষেত্রেও group-A officer-দের গেজেটেড অফিসার বলা হবে। সমস্ত গ্রুপ এ অফিসারদের নিয়োগ ও বদলি এর তথ্য এই গ্যাজেট প্রকাশনার মাধ্যমে হয় দেওয়া হয়।

গেজেটেড অফিসার মানে কি | What is the Meaning of Gazetted Officer in Bengali?

গ্যাজেট নোটিশ বা গেজেট নোটিশ হল একটি সরকার দ্বারা প্রকাশিত একটি প্রকাশনা বা জার্নাল যেখানে নতুন কোন অফিসার এর নিয়োগ হলো বা কোন অফিসার এর বদলি হলো বা কোন অফিসার এর প্রমোশন হলো ইত্যাদি সব তথ্য এই গেজেট প্রকাশনায় প্রকাশিত হয়ে থাকে। এই প্রকাশনাকে রাজ পত্র নামেও চিহ্নিত করা হয়।

গেজেট প্রকাশনা থেকেই গ্রুপ এ অফিসারদের গেজেটেড অফিসার নামকরণ হয়েছে।

গেজেটেড অফিসার কারা ? Who are the Gazetted Officer?

পশ্চিমবঙ্গে যে সব অফিসারদের বেতনের মধ্যে গ্রেড পে 4400 টাকা বা তার বেশি , তারা সবাই গ্রুপ এ অফিসার ও গেজেটেড অফিসার। এই অফিসারদের সবার লাল রঙের পরিচয় পত্র (Red Identity Card) থাকে। এই অফিসারগণ সকলেই বিপজ্জনক পরিস্থিতিতে পালিশ সহায়তা পান।

Join Our  Telegram ChannelCLICK HERE
notification updateCLICK HERE
Who are the gazetted officer

এখন প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে গেজেটেড অফিসার কারা ? Who are the Gazetted Officer in West Bengal?

হাসপাতাল এর চিকিৎসক (Medical officer- M.O) , খাদ্য সুরক্ষা আধিকারিক (Food Safety Officer) ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (block medical officer of health- B.M.O.H), ACMOH, CMOH, Hospital Super, Dy. CMOH-II, I, III – এঁরা সবাই group A officer বা gazetted officer ।

আবার, পুলিশ বিভাগের ক্ষেত্রে ইন্সপেক্টর অর্থাৎ যাঁর কাঁধে তিনটি তারকা আছেন, তিনি একজন গেজেটেড অফিসার। তবে পুলিশ স্টেশন এর O.C (Officer In Charge of Police) সবসময় গেজেটেড অফিসার নাও হতে পারেন কারণ সাব ইন্সপেক্টর পদের আধিকারিক ও পুলিশ স্টেশন এর O.C হতে পারেন। তবে সে ক্ষেত্রে তাঁকে গেজেটেড অফিসার বলা যাবে না।

ইন্সপেক্টর পদ থেকে তাঁর উচ্চকর্তৃপক্ষ সবাই গেজেটেড অফিসার অর্থাৎ SP (superintendent of Polish), DSP, ইনারা সবাই গেজেটেড অফিসার।

যদি ব্লক অফিস বা BDO Office এর কথা ধরা যায় তা হলে BDO (Block Development Officer) বা Joint B.D.O ইনারা সবাই গেজেটেড অফিসার বা গ্রুপ A অফিসার। এছাড়া, বি ডি ও অফিস এর ফুড ইন্সপেক্টর (Food Inspector) ও একজন গেজেটেড অফিসার।

পশু চিকিৎসা দপ্তরের যিনি ডাক্তারবাবু মানে veterinary doctor তিনিও গেজেটেড অফিসার । এই পদগুলি ছাড়া আরো অজস্র গেজেটেড অফিসার পদ রয়েছে। আমরা প্রায় সবাই কম বেশি এই অফিস বা এই অফিসার দেড় সাথে পরিচিত বা এই পদগুলির সাথে পরিচিত তাই এই পদগুলি উল্লেখ করা হলো।

আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেলেন যে গেজেটেড অফিসার কারা ।

Join Our  Telegram ChannelCLICK HERE
notification updateCLICK HERE
Who are the gazetted officer

কি করে বুঝবেন গেজেটেড অফিসার কারা ? How to understand who is the gazetted officer

সাধারণত , যেকোনো সরকারি অফিস এর যিনি প্রধান হন তাঁরা গেজেটেড অফিসার হন। তাই যদি ঠিক মতো বুঝতে না পারেন, যে কে গেজেটেড অফিসার, সেক্ষেত্রে সোজা সেই দপ্তরের প্রধান অফিসার এর কাছে চলে যান।

আপনি কি এটাস্টেড করার জন্য গেজেটেড অফিসার করা খোঁজ করছেন? যদি তাই হয় তাহলে আপনার জেনে রাখা উচিত যে সাধারণতঃ যেকোনো সরকারি অফিসার এর যিনি প্রধান হন তাঁদের এটাস্টেড করার পাওয়ার থাকে। এছাড়া গেজেটেড অফিসারদের ও এটাস্টেড করার পাওয়ার থাকে।

কোনো সরকারি প্রতিষ্ঠানদের প্রধান যদি গেজেটেড অফিসার নাও হন সেক্ষেত্রেও তাঁর এটাস্টেড করার ক্ষমতা থাকে।

এটাস্টেড করানোর াগ ভালোকরে সেই নির্দিষ্ট কাগজ ভালো করে পরে নিন। অনেক ক্ষেত্রেই এ বিষয়ে নির্দিষ্ট পদের কথা বলে দেওয়া থাকে।

কি করে বুঝবেন গেজেটেড অফিসার কারা ?

সাধারণত , যেকোনো সরকারি অফিস এর যিনি প্রধান হন তাঁরা গেজেটেড অফিসার হন। তাই যদি ঠিক মতো বুঝতে না পারেন, যে কে গেজেটেড অফিসার, সেক্ষেত্রে সোজা সেই দপ্তরের প্রধান অফিসার এর কাছে চলে যান।
আপনি কি এটাস্টেড করার জন্য গেজেটেড অফিসার করা খোঁজ করছেন? যদি তাই হয় তাহলে আপনার জেনে রাখা উচিত যে সাধারণতঃ যেকোনো সরকারি অফিসার এর যিনি প্রধান হন তাঁদের এটাস্টেড করার পাওয়ার থাকে। এছাড়া গেজেটেড অফিসারদের ও এটাস্টেড করার পাওয়ার থাকে।
কোনো সরকারি প্রতিষ্ঠানদের প্রধান যদি গেজেটেড অফিসার নাও হন সেক্ষেত্রেও তাঁর এটাস্টেড করার ক্ষমতা থাকে।
এটাস্টেড করানোর াগ ভালোকরে সেই নির্দিষ্ট কাগজ ভালো করে পরে নিন। অনেক ক্ষেত্রেই এ বিষয়ে নির্দিষ্ট পদের কথা বলে দেওয়া থাকে।

গেজেটেড অফিসার মানে কি ?

গ্যাজেট নোটিশ বা গেজেট নোটিশ হল একটি সরকার দ্বারা প্রকাশিত একটি প্রকাশনা বা জার্নাল যেখানে নতুন কোন অফিসার এর নিয়োগ হলো বা কোন অফিসার এর বদলি হলো বা কোন অফিসার এর প্রমোশন হলো ইত্যাদি সব তথ্য এই গেজেট প্রকাশনায় প্রকাশিত হয়ে থাকে। এই প্রকাশনাকে রাজ পত্র নামেও চিহ্নিত করা হয়।

গেজেট প্রকাশনা থেকেই গ্রুপ এ অফিসারদের গেজেটেড অফিসার নামকরণ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here