উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 লিংক আউট |উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখব|WBCHSE HS Result 2022 Helpline @ www.wbresults.nic.in 2022|উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022|West Bengal HS Result|উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল

0
661
WBCHSE HS Result 2022 Helpline @ www.wbresults.nic.in 2022
WBCHSE HS Result 2022 Helpline @ www.wbresults.nic.in 2022

এখন প্রশ্ন হলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখব অনলাইন এ ? আপনি আমাদের এই লেখাটির একটু নিচে গেলেই অফিসিয়াল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 লিংক দেখতে পাবেন সেগুলি থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট(Official Link)এক ক্লিকেই (WB HS Result 2022 Direct Link) উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানুন এক ক্লিকেই | WB 12th result 2022 LIVE UPDATES পাবেন আমাদের ওয়েবসাইট এই ছাত্র ছাত্রীদের মনে সবথেকে বড় প্রশ্ন – উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2022 কবে হবে ? এ বছর তথা 2022 সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে শুক্রবার তথা 10 ই জুন ,2022 | উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনলাইনেই দেখা যাবে দুপুর 12 টা থেকে | সাংবাদিক বৈঠকের মাধ্যমে সকাল 12 টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হবে |

অথবা , নিচে দেওয়া বোতামটি টিপেও আপনি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট এর পেজ এ গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 (West Bengal HS Result) দেখতে পারবেন। তবে , যে ভাবেই চেষ্টা করুন না কেন দুপুর 12 টার আগে রেজাল্ট দেখতে পাবেন না।

West Bengal HS Result| উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2022 কবে হবে

মাধ্যমিকের ফল প্রকাশের পরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(west bengal council) উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের(WBCHSE HS Result ) দিন ঘোষণা হলো। 10ই জুন সকাল 11 টায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল ( higher secondary result)। 10ই জুন উচ্চ মাধ্যমিকের ফলাফল (uccha madhyamik result)ঘোষণা হলেও পরীক্ষার্থীরা মার্কশিট (original mark sheet) হাতে পাবেন 20 সে জুন । করনার হটাৎ বাড় বাড়ন্তে কারণে 2020 সালে মাঝপথেই স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক (uccha madhyamik)পরীক্ষা ।   আর, করণার আবহে(previous years) 2021 সালে উচ্চ মাধ্যমিকের (higher secondary education)কোনো পরীক্ষাই হয় নি । আর এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (wb hs exam) শেষের 44 দিনের মাথায়। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (WB HS Result) প্রকাশিত হতে চলেছে ।  

উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নোটিশ

WB HS Result
Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
WB HS Result

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 |wbchse-hs-result-2022

পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক (WB HS)
telegram update  CLICK HERE 
বোর্ড এর নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারী এডুকেশান 
পরীক্ষার শুরুর তারিখ  2 / 04/ 22
পরীক্ষার শেষ হয়েছিলো 27/04/22
একাডেমিক ইয়ার 2022-2023
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল তারিখ (WB HS Result Announcement Date)10/06/2022
অফিসিয়াল ওয়েবসাইট (official website)wbchse.nic.in
exam notification update  CLICK HERE
WB HS Result

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 দেখার পদ্ধতি | How can I check my WB 12th result?

বিগত বছর ছাত্র ছাত্রীদের যেমন প্রশ্ন ছিল – উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2021 কিভাবে দেখব ? ঠিক তেমনই 2022 সালেও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের একই প্রশ্ন -উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 কিভাবে দেখব ?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে এই স্টেপ গুলি ফলো করুন –

স্টেপ :  ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক :

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in ভিজিট করতে হবে |

* উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার লিংক 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB Higher Secondary Result ) এই রকম দেখতে হবে –

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ‘লেটেস্ট এনাউন্সমেন্ট ‘West Bengal Higher Secondary Education’ 2022 অপশনস এ ক্লিক করতে হবে |

ঠিক এরপরেই নতুন পেজ ওপেন হবে |

সেই পেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন  নাম্বার / রোল নম্বর , জন্ম তারিখ বসাতে হবে | এবং তার নিচে কেপচা থাকবে তা তা দেখে বসাতে হবে |

এরপরে  submit অপশনস ক্লিক করতে হবে |

এরপর স্ক্রীনে ডিজিটাল মার্কশিট(WBCHSE Result 2022) দেখতে পাওয়া যাবে |

উচ্চ মাধ্যমিক রেজাল্ট  চেক করার ওয়েবসাইট |WB HS Result 2022 website | WB HS Result 2022 Direct Link @wbresults.nic.in

BONGOJOBNEWS থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 এর সমস্ত আপডেট পাবেন প্রতি মুহুর্তে|

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 লিংক

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 লিংক নিম্নে বর্ণনা করা হল –

STEP -2 : SMS এর মাধ্যমে কিভাবে চেক করবেন West Bengal HS Result 2022 এর ফলাফল | West Bengal 12th class Result check 2022 by SMS 

এবছর 2022এর উচ্চ মাধ্যমিকের (WB HS)পরীক্ষার্থীরা ওয়েবসাইটের(official website) পাশাপাশি তাদের রেজাল্ট  অফলাইনে SMS এর মাধ্যমেও জানতে পারবেন ।

কিন্তু কিভাবে ?  

স্টেপ  : 

West Bengal HS Result


যে কোনো মোবাইল নিয়ে তার টেক্সট মেসেজ অপশনস টি খুলুন ।

এবং সিলেক্ট নিউ মেসেজ অপশনস টি খুলুন।

এবং WB 12 লিখে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখুন ।

আর এই এসএমএস পাঠিয়ে দিন 56070, 5676750 বা 56263 নম্বরে ।  

***(NEW MESSAGE  OPTIONS এ লিখুন WB 12 (SPACE) ROLL NUMBER  লিখুন এবং এই এসএমএস পাঠিয়ে দিন  56070, 5676750 বা 56263 নম্বরে । 

***(NEW MESSAGE  OPTIONS এ লিখুন WB 12 (SPACE) ROLL NUMBER  লিখুন এবং এই এসএমএস পাঠিয়ে দিন  56070, 5676750 বা 56263 নম্বরে । 

WB Higher Secondary Result


 
WB HS এর রেজাল্ট 2022 SMS এর মাধ্যমে পরীক্ষার্থীর রেজাল্ট টেক্সট ফরমেটে দেখতে পাওয়া যাবে ।  
 
*WBCHSE HS Result 2022 Helpline @ www.wbresults.nic.in 2022

STEP -3 : APP এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম 

স্টেপ :

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে এবং WB HS ফলাফল 2022-এর জন্য WBCHSE Results 2022 অ্যাপটি ইনস্টল করুন।

এখন অ্যাপটি খুলুন এবং এটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের ফলাফল তথা 12 তম ফলাফল 2022 সেকশনে যান | 

প্রদত্ত স্পেসে পরীক্ষার্থীর  রোল, নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন |

তারপর ক্যাপচা কোড পূরণ করুন এবং submit করুন |

West Bengal HS Result
West Bengal HS Result
West Bengal HS Result

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের ফলাফল ওই app থেকেই দেখতে পাওয়া যাবে । পরে ব্যবহার করার জন্য এর একটি প্রিন্টআউট বা স্ক্রিনশট নিয়ে নিন |

পশ্চিমবঙ্গ বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 ফলাফল (higher secondary result) ঘোষণার পর কয়েকদিনের মধ্যে হটলাইন পরিষেবা চালু করার পরিকল্পনা করছে  council higher secondary education।

উচ্চ মাধ্যমিক রেজাল্টের হেল্প লাইন | WBCHSE HS Result 2022 Helpline

উচ্চ মাধ্যমিক পরীক্ষার  শিক্ষার্থীদের  www.wbresults.nic.in 2022-এ পোস্ট করা ফলাফলের বিষয়ে কোন প্রশ্ন আছে কিনা বা কোনো ডাউট থাকলে তারা resultinfo2022@gmail.com-এ ইমেল পাঠানো বা 9851905529 নম্বরে কল করতে পারে । 

uccha madhyamik result

উল্লেখ্য, 27 সে এপ্রিল শেষ হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ( higher secondary examination)। প্রায় সাড়ে সাত লক্ষ্যের ও বেশি আবেদনকরি ছিল উচ্চ মাধ্যমিকের জন্য(uccha madhyamik)। 56 টি বিষয়ের পরীক্ষা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (west bengal council)। 27 সে এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার 44 দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(council higher secondary education) এবারের উচ্চ মাধ্যমিকের ফল(higher secondary result online) প্রকাশ করতে চলেছে । যা , কার্যত নজির বিহীন ও রেকর্ড তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের( west bengal board) ইতিহাসে এতো কম দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল (WB HS Result)প্রকাশের নজির নেই ।হোম সেন্টারে এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (council higher secondary education)পরীক্ষা নিয়েছিল এবং তার ফলেই ফল প্রকাশ দ্রুত করা যাচ্ছে , এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিক দের দাবি ।   আগামী 10 ই জুন সংসদ সকাল 11 টার সময় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করবেন । সকাল সাড়ে 11 টা থেকে ওয়েবসাইট মারফত উচ্চ মাধ্যমিকের ফলাফল(West Bengal HS Result 2022) জানতে পারবেন পড়ুয়ারা ।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

*কম্পিটিটেটিভ পরীক্ষার আপডেট ও পড়া শুনা সংক্রান্ত খবর পেতে bongojobnews এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ফলো করুন | CLICK HERE     উচ্চ মাধ্যমিকের ফল(WB HS Result)) ঘোষণার প্রায় 10 দিন পরে পরীক্ষার্থীদের মার্ক শিট (original mark sheet) মিলবে । এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে । পরীক্ষার্থীদের প্রশ্ন কলেজ , বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়ারা ভর্তি হবেন কিভাবে ? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (council higher secondary education)তরফে জানানো হয়েছে যে , ‘পড়ুয়াদের স্বার্থেই আগে ভাগেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হচ্ছে । ওয়েবসাইট (official website)থেকে ডাউনলোড করা মার্কশিট (original mark sheet) এর প্রিন্ট দেখিয়ে কলেজ , বিশ্ব বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিকের(wb hs) শিক্ষার্থীরা ।   উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন ,’ after 44 days রেজাল্ট বেরোচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক সংসদের ইতিহাসে রেকর্ডের হিস্ট্রি তে 44 দিনে কখনো রেজাল্ট (higher secondary result online)বেরোয় নি ।   এবং রেজাল্ট টা ওয়েবসাইটে (result website)পাওয়া যাবে , তারা ভিউ করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। এবং সেই ডাউন লোডের যে মার্কশিট (original mark sheet)এর এক্সাক্ট রেপ্লিকা তারা ডাউনলোড করতে পারবেন এবং ওই প্রায় 7 লক্ষ্য রেজাল্ট প্রিন্ট আউটের জন্য অ্যাডিশনাল টাইম রেখেছে।     অন্য দিকে , ফল প্রকাশের দিনই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার(west bengal uchcha madhyamik) রুটিন তথা পরীক্ষা সূচী ঘোষণা করা হবে।  

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর কত 2022 |Passing marks for the West Bengal Higher Secondary Examination, Result 2022 


পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস( qualifying marks) করার জন্য পরীক্ষার্থীদের ন্যূনতম সম্ভাব্য 30 শতাংশ পেতে হবে। 
 
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষার ফলাফল (bengal higher secondary result)2022-এ পাসিং গ্রেড পাওয়ার জন্য, প্রতিটি শিক্ষার্থীকে প্রতিটি বাধ্যতামূলক বিষয়ে( qualifying marks) সম্ভাব্য 100 নম্বরের মধ্যে কমপক্ষে 30 নম্বর পেতে হবে। 
 

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
West Bengal HS Result

উচ্চ মাধ্যমিক রেজাল্ট পুনর্মূল্যায়ন পদ্ধতি | Revaluation of WB HS Result 2022 – West Bengal HS 

যে সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা(board higher secondary education) মনে করে যে তাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের(council higher secondary education) ফলাফল পুনর্মূল্যায়ন বা রিভালুয়েশন করা উচিত,  
 
তাদের ফলাফলের পুনর্মূল্যায়নের(Revaluation) জন্য একটি বিকল্প ব্যবস্থা রয়েছে৷  
তারা পশ্চিমবঙ্গ বোর্ডে তাদের নিজ নিজ স্কুলের মাধ্যমে তাদের higher secondary education result ফলাফল 2022-এর পুনর্মূল্যায়নের জন্য একটি আবেদন জমা দিতে পারে। 2022 সালের হাই স্কুল পরীক্ষার ফলাফল official site তথা www.wbresults.nic.in-এ পোস্ট করার পরে,পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (west bengal board)আবেদন পদ্ধতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করবে। 

uccha madhyamik result


 উল্লেখ্য, স্কুল থেকে পুনর্মূল্যায়নের (Revaluation of WB HS Result 2022)জন্য ফর্মটি পান এবং যতটা সম্ভব সঠিক তথ্য দিয়ে এটি পূরণ করুন। তারপর, শেষ তারিখের আগে, নির্দিষ্ট প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ আবেদনপত্রটি জমা করুন।  
ফর্ম জমা দেওয়ার পাশাপাশি, ছাত্রদের PPR/PPS ফি দিতে হবে, সেইসাথে যেকোনো প্রাসঙ্গিক ডকুমেন্টেশন অ্যাড করতে হবে।  
 
উল্লেখ্য, WB HS ফলাফল 2022 ঘোষণার পর, বোর্ড পুনর্মূল্যায়নের (Revaluation of WB HS Result 2022)জন্য একটি আবেদন জমা দেওয়ার চূড়ান্ত দিন সম্পর্কিত তথ্য প্রদান করবে। এটা প্রত্যাশিত যে WBCHSE 2022 সালের জুলাই মাসে গ্রেডেড পশ্চিমবঙ্গ HS ফলাফল 2022 প্রকাশ করবে। 

WEST BENGAL HS MARKSHEET কবে দেবে ?

প্রতি বছরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট(WB HS Result) প্রকাশিত হওয়ার দিনই পরীক্ষার্থী দের নিজস্ব স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সংগ্রহ করতে পারতো | তবে এই বছর তথা 2022 সালে পরীক্ষার্থীরা মার্কশিট হতে পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার 10 দিন পরে |

অর্থাৎ , এ বছরে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা নিজস্ব বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2022 সংগ্রহ করতে পারবেন 20 সে জুন ,2022

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

উচ্চমাধ্যমিকের পর কি নিয়ে পড়লে চাকরি পাবো 2022 |এইচএসসির পর দরকারী কিছু কোর্স |মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো |কোন লাইনে পড়া ভালো

ইঞ্জিনিয়ারিং কোর্স:-
প্রশ্ন:-আপনি কি ইঞ্জিনিয়ার হতে চান?

উত্তরঃ- যদি হ্যাঁ হয় তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যেতে পারেন।

প্রশ্ন:- উচ্চ মাধ্যমিকের পর বিজ্ঞানের গণিত/পিসিএম ( ফিজিক্স, কেমিস্ট্রি এবং মেথেমেটিক্স) এর পরে ইঞ্জিনিয়ারিং কি একটি ভাল ক্যারিয়ার?

হ্যাঁ, আপনার সমস্ত প্রশ্ন সঠিকই, আপনি PCM( ফিজিক্স, কেমিস্ট্রি এবং মেথেমেটিক্স) বিষয়গুলির সাথে ইঞ্জিনিয়ারিং করতে পারেন |
তবে PCB (ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি) গ্রুপের সাথে নয়।

উচ্চমাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং কোর্স এবং যোগ্যতা:-

আপনি যদি এখনও ইঞ্জিনিয়ারিং নিয়ে আগ্রহী হন তবে আপনাকে আবার গণিতের সাথে উচ্চ মাধ্যমিক (10+2) করতে হবে।


ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য কেউ জেইই মেইন( Jee mains) , জেইই অ্যাডভান্সড (jee advance) এবং আরও অনেকগুলিতে এন্ট্রান্স এ বসতে পারেন ।

আর্কিটেকচার কোর্সের জন্য ও এপ্লাই করতে পারেন।


ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কি কি কোর্স পাওয়া যায়?

ইঞ্জিনিয়ারিং কোর্স ডিপ্লোমা স্তর, স্নাতক স্তর, স্নাতকোত্তর এবং ডক্টরাল স্তরের মধ্য দিয়ে করা যাবে।

ডিপ্লোমা কোর্স যা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং :-

এটি একটি 2.5/3 বছরের কোর্স যা শিক্ষার্থীরা দশম শ্রেণী পাশ করে অ্যাডমিশন নিতে পারে ।

*ডিপ্লোমাধারীরা তৃতীয় সেমিস্টার ইঞ্জিনিয়ারিং কোর্সে (লেটারাল বিটেক ) অ্যাডমিশন নিতে পারেন।

B.Tech ডিগ্রী :-

B.Tech তথা ব্যাচেলর অফ টেকনোলজি হল 4 বছরের স্নাতক কোর্স।
এই কোর্সটি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের যেকোনো একটি সাবজেক্ট দিয়ে করা যায়।
B.Tech করার জন্য যোগ্যতা হল স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে PCM( ফিজিক্স, কেমিস্ট্রি এবং মেথেমেটিক্স) গ্রুপের সাথে 10+2 পাস করা।

স্নাতকোত্তর কোর্স বা M.Tech:-

ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর কোর্সের ফলে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (M.E.) বা মাস্টার অফ টেকনোলজি (M.Tech) ডিগ্রি দেওয়া হয়।

এটি একটি 2-বছরের কোর্স যা কেউ ইঞ্জিনিয়ারিং (B.Tech) তে 4-বছরের স্নাতক প্রোগ্রাম শেষ করার পরে শিক্ষার্থীরা অ্যাডমিশন নিতে পারেন।

আপনি যদি M.Tech প্রোগ্রামে ভর্তি হতে চান, তাহলে আপনাকে ইঞ্জিনিয়ারিং GATE তথা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্টে বসতে হবে।

এবং কিছু রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষাও M.Tech ভর্তির জন্য হয়ে থাকে প্রতি বছর যেমন AP PGECET , TS PGECET , TANCET , CUCET , ইত্যাদি ।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

জব অপরচুনিটি:

ইঞ্জিনিয়ারিং হল এমন স্ট্রিম যা ভারতের পাশাপাশি বিদেশী দেশগুলিতেও প্রচুর চাহিদা রয়েছে। এই স্ট্রিমে জব অপরচুনিটি প্রচুর থাকে ।

B.Tech এর পর ক্যারিয়ারের বিকল্প (অল্টারনেটিভ ওয়ে) :-

প্রথমত, B.Tech কমপ্লিট করার পরে আপনি চাকরির জন্য যেতে পারেন।
উল্লেখ্য, কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাস প্লেসমেন্ট প্রতি বছর দিয়ে থাকে ।
দুর্ভাগ্য বশত, আপনি যদি ওই ক্যাম্পাস প্লেসমেন্ট না পেয়ে থাকেন , তারপরেও আপনি নিজস্ব কোম্পানির জন্য আবেদন করতে পারেন।
আপনার যদি নিজের কোম্পানি চালানোর স্বপ্ন থাকে, তাহলে আপনিও হতে পারেন একজন উদ্যোক্তা (enterprineur)।

  • কোম্পানির পাশাপাশি সরকারি ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের সুযোগ রয়েছে।

উল্লেখ্য,ছাত্রছাত্রীরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) দ্বারা পরিচালিত ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (IES) পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নোটিশ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর কত 2022

পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস( qualifying marks) করার জন্য পরীক্ষার্থীদের ন্যূনতম সম্ভাব্য 30 শতাংশ পেতে হবে। 
 
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষার ফলাফল (bengal higher secondary result)2022-এ পাসিং গ্রেড পাওয়ার জন্য, প্রতিটি শিক্ষার্থীকে প্রতিটি বাধ্যতামূলক বিষয়ে( qualifying marks) সম্ভাব্য 100 নম্বরের মধ্যে কমপক্ষে 30 নম্বর পেতে হবে। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার খবর

উচ্চ মাধ্যমিক পরীক্ষার খবর কি 2022

উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি

courses after 12th science

WBCHSE 12th Result
  • 1. কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • 2. সিভিল ইঞ্জিনিয়ারিং
  • 3. মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
  • 4. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • 5. ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকশন ইন্জিনিয়ারিং
  • 6. বায়োটেকনোলজি
  • 7. ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  • 8. এরোনটিকেল ইন্জিনিয়ারিং
  • 9. এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং
  • 10. পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং
  • 11. ফুড টেকনোলজি
  • 12. টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং
  • 13. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
WBCHSE 12th Result
  • বিবিএ – ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনস্ট্রেশন
  • এমবিএ – মাস্টার অফ বিজনেস অ্যাডমিনস্ট্রেশন
  • মার্কেটিং ম্যানেজমেন্ট
  • ফাইনান্স ম্যানেজমেন্ট
  • হিউম্যান রিসর্সেস ম্যানেজমেন্ট
  • ইন্টারন্যাশনাল বিজনেস
  • অপারেশন ম্যানেজমেন্ট
  • ইভেন্ট ম্যানেজমেন্ট
  • রিটেইল ম্যানেজমেন্ট

প্যাথলজি কোর্স 12th পর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নোটিশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচী

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নোটিশ

SMS এর মাধ্যমে কিভাবে চেক করবেন West Bengal HS Result 2022 এর ফলাফল

WB HS ResultSMS এর মাধ্যমে চেক করবেন এই ভাবে ***(NEW MESSAGE  OPTIONS এ লিখুন WB 12 (SPACE) ROLL NUMBER  লিখুন এবং এই এসএমএস পাঠিয়ে দিন  56070, 5676750 বা 56263 নম্বরে । 

WB HS পরীক্ষার ডাইরেক্ট লিংক কি ?

WB HS পরীক্ষার ডাইরেক্ট লিংক
wbbse.wb.gov.in 
wbresults.nic.in 
wbchse.nic.in

WB HS ফলাফল 2022 কখন ঘোষণা করা হবে ?

WB HS ফলাফল 2022, 10ই জুন সকাল 11 টায় প্রকাশিত হবে|

ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করব কিভাবে ?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in ভিজিট করতে হবে |

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ‘লেটেস্ট এনাউন্সমেন্ট ‘West Bengal Higher Secondary Education’ 2022 অপশনস এ ক্লিক করতে হবে|

ঠিক এরপরেই নতুন পেজ ওপেন হবে |

সেই পেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন  নাম্বার / রোল নম্বর , জন্ম তারিখ বসাতে হবে | এবং তার নিচে কেপচা থাকবে তা তা দেখে বসাতে হবে |

এরপরে  submit অপশনস ক্লিক করতে হবে |

এরপর স্ক্রীনে ডিজিটাল মার্কশিট(WBCHSE Result 2022) দেখতে পাওয়া যাবে |

APP এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম কি ?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে এবং WB HS ফলাফল 2022-এর জন্য WBCHSE Results 2022 অ্যাপটি ইনস্টল করুন।
এখন অ্যাপটি খুলুন এবং এটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের ফলাফল(WB HS Result) তথা 12 তম ফলাফল 2022 সেকশনে যান | 
প্রদত্ত স্পেসে পরীক্ষার্থীর  রোল, নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন |
তারপর ক্যাপচা কোড পূরণ করুন এবং submit করুন |

উচ্চ মাধ্যমিক রেজাল্টের হেল্প লাইন নম্বর কোথায় পাব ?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার  শিক্ষার্থীদের  wbchse.nic.in-এ পোস্ট করা ফলাফলের বিষয়ে কোন প্রশ্ন আছে কিনা বা কোনো ডাউট থাকলে তারা resultinfo2022@gmail.com-এ ইমেল পাঠানো বা 9851905529 নম্বরে কল করতে পারে । উচ্চ মাধ্যমিক রেজাল্টের প্রত্যেক মুহুর্তের আপডেট পেতে চোখ রাখুন BONGOJOBNEWS এ |

উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2022 কবে হবে ?

মাধ্যমিকের ফল প্রকাশের পরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(west bengal council) উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের(WBCHSE HS Result ) দিন ঘোষণা হলো। 10ই জুন সকাল 11 টায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল ( higher secondary result)। 10ই জুন উচ্চ মাধ্যমিকের ফলাফল (uccha madhyamik result)ঘোষণা হলেও পরীক্ষার্থীরা মার্কশিট (original mark sheet) হাতে পাবেন 20 সে জুন । করনার হটাৎ বাড় বাড়ন্তে কারণে 2020 সালে মাঝপথেই স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক (uccha madhyamik)পরীক্ষা ।   আর, করণার আবহে(previous years) 2021 সালে উচ্চ মাধ্যমিকের (higher secondary education)কোনো পরীক্ষাই হয় নি । আর এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (wb hs exam) শেষের 44 দিনের মাথায়। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (WB HS Result) প্রকাশিত হতে চলেছে ।লাইভ আপডেট পেতে চোখ রাখুন BONGOJOBNEWS এ |

উচ্চ মাধ্যমিক রেজাল্ট পুনর্মূল্যায়ন পদ্ধতি | Revaluation of WB HS Result 2022 – West Bengal HS 

যে সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা(board higher secondary education) মনে করে যে তাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের(council higher secondary education) ফলাফল পুনর্মূল্যায়ন বা রিভালুয়েশন করা উচিত,  
 
তাদের ফলাফলের পুনর্মূল্যায়নের(Revaluation) জন্য একটি বিকল্প ব্যবস্থা রয়েছে৷  
তারা পশ্চিমবঙ্গ বোর্ডে তাদের নিজ নিজ স্কুলের মাধ্যমে তাদের higher secondary education result ফলাফল 2022-এর পুনর্মূল্যায়নের জন্য একটি আবেদন জমা দিতে পারে। 2022 সালের হাই স্কুল পরীক্ষার ফলাফল official site তথা www.wbresults.nic.in-এ পোস্ট করার পরে,পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (west bengal board)আবেদন পদ্ধতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করবে। 
স্কুল থেকে পুনর্মূল্যায়নের (Revaluation of WB HS Result 2022)জন্য ফর্মটি পান এবং যতটা সম্ভব সঠিক তথ্য দিয়ে এটি পূরণ করুন। তারপর, শেষ তারিখের আগে, নির্দিষ্ট প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ আবেদনপত্রটি জমা করুন।  
ফর্ম জমা দেওয়ার পাশাপাশি, ছাত্রদের PPR/PPS ফি দিতে হবে, সেইসাথে যেকোনো প্রাসঙ্গিক ডকুমেন্টেশন অ্যাড করতে হবে।  
 
উল্লেখ্য, WB HS ফলাফল 2022 ঘোষণার পর, বোর্ড পুনর্মূল্যায়নের (Revaluation of WB HS Result 2022)জন্য একটি আবেদন জমা দেওয়ার চূড়ান্ত দিন সম্পর্কিত তথ্য প্রদান করবে। এটা প্রত্যাশিত যে WBCHSE 2022 সালের জুলাই মাসে গ্রেডেড পশ্চিমবঙ্গ HS ফলাফল 2022 প্রকাশ করবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here