অবশেষে ED-র হাতে গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়
এর আগে শুক্রবার প্রথম ED হানা দেয় অর্পিতা মুখার্জী-র বাড়িতে
ED অর্পিতার বাড়িতে প্রায় নগদ ২১ কোটি টাকা খুঁজে পেলো। এছাড়া প্রায় ৫০ লক্ষ টাকার সোনা।
অর্পিতা হলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তাই ED-র সন্দেহ হয় এই বিপুল সম্পত্তির উৎস নিয়ে।-সূত্র
অর্পিতা-কে জিজ্ঞাসাবাদ করার পর আজ শনিবার সকালে ED-র অফিসাররা গ্রেফতার করেন পার্থবাবুকে ....
গ্রেফতারের পর পার্থবাবুকে একটি কেন্দ্র সরকারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেডিকেল টেস্ট করে বেরোনোর পর পার্থবাবু সাংবাদিকদের বলেন "নেত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম ,পাইনি "
SSC Scam এর সূত্র ধরে পার্থবাবু গ্রেফতার হওয়ার পর আটক হলেন সুকান্ত আচার্য ,যিনি তাঁর আত্মসহায়ক
বিশদে জানতে নিচে ক্লিক করুন
আরও জানুন