মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে স্থায়ী পদে নিয়োগ। শুধু মাধ্যমিক পাশ হলেই চলবে। মহিলাদের জন্য সেরা সুযোগ।
নিয়োগের বিবরণ :
Fill in some text
সরকারি নার্সিং কলেজগুলির হোস্টেলে ওয়ার্ডেন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে।
যোগ্যতা কি ?
Fill in some text
শুধুমাত্রা মাধ্যমিক পাশেই এই নিয়োগ হতে চলেছে। অন্য কোনো অভিজ্ঞতা বা অন্যকোনো যোগ্যতা চাওয়া হয়নি।
আবেদনকারীর নির্ধারিত বয়স :
Fill in some text
আবেদনকারীর বয়স চল্লিশ বছরের বেশি হওয়া চলবে না। তবে SC,ST,OBC,PWD প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
চাকরির বিবরণ
Fill in some text
এটি একটি সম্পূর্ণ স্থায়ী ,সরকারি চাকরি। অত্যন্ত সম্মানের ও দায়িত্বের চাকরি। আপনাকে নিয়োগ করবে ও বেতন দেবে পশ্চিমবঙ্গ সরকার। wbhrb এর তরফ থেকে নিয়োগ করা হবে।
বেতন কত পাবেন ?
Fill in some text
পে স্কেল ও গ্রেড পে যথাক্রমে 5400-25200 ও 2600 তাই আমাদের হিসেবে মাস গেলে হাতে পাবেন ২৬০০০ টাকার আশেপাশের একটি বেতন।
পুরুষ না মহিলা ?
Fill in some text
এই পদে পুরুষ ও মহিলা উভয়েই আবেদনের যোগ্য। তবে মহিলাদের জন্য শূন্যপদের সংখ্যা অনেক বেশি। তাই তাঁদের জন্য সুযোগ অনেক বেশি। তবে আবেদন উভয়েই করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন
Fill in some text
নিচে দেওয়া বোতামটি টিপে অনলাইনে আবেদন করতে পারবেন।