75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভরতবর্ষের প্রধান মন্ত্রী ২০ কোটি বাড়িতে পতাকা উত্তোলনের জন্য ভারতবাসীকে আওহ্বান করেছেন। ১৩-১৫ ই আগস্ট সারা ভারতে পালিত হবে এই উৎসব।
জাতীয় পতাকা উত্তোলন হবেই। ... কিন্তু জানেন কি জাতীয় পতাকা উত্তোলনের সঠিক নিয়ম। এখনই জেনে নিন সেই সব নিয়মগুলি
জাতীয় পতাকার একটি নির্দিষ্ট আকার আকৃতি আছে। সেই আকৃতি হল ৩:২ অনুপাত। এই অনুপাতের পতাকাই কেবলমাত্র উত্তোলনে ব্যবহার হবে।
কোনও ব্যক্তি বা বস্তুকে সম্মান বা সেলামি দেওয়ার জন্য জাতীয় পতাকা ঝোঁকানো যাবে না
জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন করা যাবে না। অর্থাৎ গেরুয়া উপরে ও সবুজ সবসময় নিচে থাকবে।
জাতীয় পতাকা উত্তোলন সবসময় সম্মানের সাথে করতে হবে। অর্থাৎ ছেঁড়া , নোংরা পতাকা উত্তোলন করা যাবে না।
জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় লক্ষ্য করতে হবে যেন তা কোনোভাবে ক্ষতিগ্রস্থ্য না হয়।
জাতীয় পতাকা ব্যবহার করে কোনো উর্দি বা পোশাক তৈরী করা যাবে না। রুমাল , বা অন্য কোনো পোশাকে ছাপা যাবে না। কোনো পর্দায় ব্যবহার করা যাবে না।
জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় লক্ষ্য করতে হবে যেন তা কোনোভাবে ক্ষতিগ্রস্থ্য না হয়।
জাতীয় পতাকা সাথে বা পাশে অন্য কোনো পতাকা থাকলে ,তা যেন জাতীয় পতাকার থেকে উঁচুতে বা সমান উচ্চতায় না থাকে।