২০ শে মে কোলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিলো আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে ,সরকারি কর্মচারীদের বকেয়া রাজস্ব ভাতা বা DA মিটিয়ে দিতে হবে।

এর পর রাজ্য সরকার  2 টি সিদ্ধান্ত নিতে পারতেন, সুপ্রিম কোর্টে হাই কোর্টের নির্দেশ -কে চ্যালেঞ্জ করতে পারতেন অথবা DA দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারতেন। 

রাজ্যসরকার ইতিমধ্যেই জানিয়েছেন বকেয়া DA মেটাতে গেলে মোট অতিরিক্ত ২৩ হাজার কোটি টাকা খরচ করতে হবে। 

তবে সূত্র মারফত একটি খবর পাওয়া গেছে যে নবান্নে ইতিমধ্যেই বকেয়া DA বিষয়ক সমস্ত হিসেবে শুরু হয়েছে।

,এর মধ্যে আবার বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের বকেয়া DA না মেটানোর অভিযোগে কলকাতা হাইকোর্ট উচ্চপদস্থ্য আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন।

এই নতুন সিদ্ধান্তে বিভিন্ন মহল এটাই মনে করছে যে এখন DA না দেওয়ার সিদ্ধান্ত নিতে নবান্নের  সরকারি আধিকারিকরা ও ভয় পাবেন। 

সমগ্র পরিবেশ একটাই বিষয়ের দিকে নির্দেশ করছে যে খুব সম্ভব রাজ্য সরকার একটি বা দুটি কিস্তিতে বকেয়া DA মিটিয়ে দেবেন।