WB TET Mock test SET107 । bengali pedagogy for primary tet | TET Child Development and Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট।WB TET শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর |

0
658
wb tet mcq
wb tet mcq

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ একদম দোরগোড়ায়। WB Primary TET 2022 এর পরীক্ষার্থীদের প্রস্তুতি এখন তুঙ্গে | তাই wb tet mock test সেটগুলি আমাদের অভিজ্ঞ শিক্ষকরা প্রস্তুত করেছেন। এই TET Child Development and Pedagogy এর ওপরে প্রস্তুত করা WB TET Mock test সেট ১০৭ টি আশা করি ছাত্রছাত্রীদের ভালোই লাগবে।

টেটের বিগত বছরের প্রাইমারি প্রশ্ন উত্তরগুলি এই সময় ভালোকরে প্রাকটিস করা প্রয়োজন। এছাড়া এই TET Child Development and Pedagogy MCQ সেটটিও খুব মন দিয়ে অভ্যাস করুন।

এখানে আমাদের শিক্ষিকমন্ডলী এই শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর গুলি বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর দেখেই প্রস্তুত করেছেন। আসুন এই প্রাইমারি টেট প্র্যাকটিস সেটটি অভ্যাস করা যাক।

wb tet mock test child development and pedagogy | শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর প্রাইমারি টেট প্র্যাকটিস সেট | bengali pedagogy for primary tet

শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর (child development and pedagogy MCQ) | WB TET Mock test 2022

১। শিশুর সামগ্রিক উন্নতিতে কার অবদান সবচেয়ে বেশি-

(ক) পিতা

(খ) মাতা

(গ) ঠাকুমা

 ২। বহির্জগতের সঙ্গে শিশুর সম্পর্ক স্থাপন করতে প্রধান ভূমিকা পালন করতে পারেন——

(ক) পিতা

(খ) শিক্ষক/শিক্ষিকা 

(গ) বন্ধুরা

03.———— বলতে বোঝায় শিশু এবং তার পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া, যার ফলে বিকাশমান শিশুর বিভিন্ন সম্ভাবনাগুলি বিকাশ লাভ করে এবং শিশু তার জীবন ধারণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান আচরণগুলি আহরণ করে। (শূন্যস্থানে নিচের কোনটি হবে?) 

(ক) পরিবেশ

(খ) শিশু শিক্ষা

(গ) বংশগতি

(ঘ) মিথস্ক্রিয়া

৪। শিশুর অস্তিত্বের সংরক্ষণ, পরিবেশের সঙ্গে নিজেকে খাপখাওয়ানো, বিকাশলাভ ও প্রয়োজনীয় শিক্ষালাভের জন্য অপরিহার্য হল—

(ক) প্রতিবর্ত ক্রিয়া, 

(খ) মিথস্ক্রিয়া

(গ) বংশগতি

(ঘ) অভিব্যক্তি

৫। শিশু শিক্ষায় শিক্ষকের নিজের কোন গুণটি কাম্য। ছাত্র বা ছাত্রী পড়া না করলে 

(ক) শাস্তি দিয়ে তিনি পড়া আদায় করবেন।

(খ) ক্লাস থেকে বাইরে বার করে দেবেন। 

(গ) অভিভাবক ও অভিভাবিকাকে ডেকে নালিশ জানাবেন। 

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান ও টেট পরীক্ষার সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি প্রাকটিস করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

৬। শিশু উন্নয়নে ও স্কুল পরিচালনায় প্রধান শিক্ষক/শিক্ষিকার নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্য কাম্য? 

(ক) তিনি সহজ সরল হবেন এবং অন্য শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রতি সর্বদা ভালো ব্যবহার করবেন। 

(খ) তিনি বিনয়ী হবেন এবং অন্য শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা যেভাবে চলতে চায় তা করতে দেবেন। 

(গ) ধীর স্থির ও ভদ্র হবেন, সকলকে ভালোবাসবেন এবং মাঝে মধ্যে প্রয়োজনে কড়া হবেন। 

(ঘ) সর্বদা কড়া হাতে সবাইকে দমন করবেন।

৭। শিশু শিক্ষায় ও উন্নতিতে নিচের কোন্ বিষয়টি প্রয়োজন নেই।

(ক) খেলাধূলা ও শরীরচর্চা।

(খ) বইপড়া ও লেখা।

(গ) টি ভি দেখা।

কিভাবে টেট পরীক্ষার এডমিট ডাউনলোড করবেন জানুন
প্রাইমারি টেটের পুরোনো বছরের প্রশ্ন পত্র pdf download করুন download
WB TET Mock test SET107

(ঘ) নেশা করা।

৮। শিশুর বিকাশের জন্য বিদ্যালয়ে পাঠ্য হতে পারে—

(ক) কর্মশিক্ষা 

(খ) শারীর শিক্ষা 

(গ) চলচ্চিত্র

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর | bengali pedagogy for primary tet

Child Development and Pedagogy বা শিশু মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। wb tet mock test এর সেটগুলিতে তাই আমরা বেশিকরে Child Development and Pedagogy question answer এর উপর জোর দিচ্ছি।

(গ) কর্মশিক্ষা ও শারীর শিক্ষা এ

9। কোনো ছাত্র বা ছাত্রী কোনো বিষয় বুঝতে পারে নি। শিক্ষক বা শিক্ষিকা কী করবেন?

(ক) একবার বোঝানো হয়ে যাওয়ায় অন্য ছাত্র/ছাত্রীদের কথা চিন্তা করে আর বোঝাবেন না। 

(খ) ছাত্র বা ছাত্রীটিকে দ্বিতীয়বার বোঝার সুযোগ না দিয়ে ক্লাসে মন দিয়ে শোনার উপদেশ দেবেন।  (গ) ক্লাসের পড়া শেষ করে একটু সময় বার করে ছাত্র বা ছাত্রীটিকে পুনরায় বুঝিয়ে দেবেন। 

(ঘ) ক্লাসের ভালো ছাত্র বা ছাত্রীকে বুঝিয়ে দিতে বলে নিজে বিশ্রাম নেবেন।

১০। শিশুর মানসিক বিকাশের জন্য প্রয়োজন 

(ক) মাঝে মধ্যে বাইরে ভ্রমণ করা। 

(খ) সমবয়সি বন্ধুদের সঙ্গে নিয়মিত আড্ডা দেও

(গ) সকল সময় খেলাধূলা করা।

(ঘ) শুধু স্কুলের পড়া তৈরি করা। 

আরও পড়ুন : কেন্দ্র সরকরি চাকরি , মাসিক ৩০০০০ টাকা বেতন , স্থায়ী – আবেদন করবেন কিভাবে

Child Development and Pedagogy Notes PDF | পেডাগোজি mcq বাংলা | বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর PDF | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট

পেডাগোজি mcq বাংলা ও প্রাইমারি টেট প্র্যাকটিস সেটটি ছাত্র ছাত্রীদের সুবিদার্থে তৈরী করা হলো। এখানে বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি ভালোকরে পরে এই পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর | bengali pedagogy for primary tet সেটটি প্রস্তুত করা হয়েছে। এই PDF file এর উপরে ডানদিকে কোন একটি নিচের দিকে তীর চিহ্নের ছবি আছে। ঐটি টিপলে , ফাইলটি ডাউনলোড হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here