১১ ই ডিসেম্বর WB TET 2022 এর পরীক্ষা হতে চলেছে। এখন থেকেই তার পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই বছর টেট (WB TET 2022) দিতে চলেছে প্রায় ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। ১৪৫৩ টি মোট কেন্দ্রে TET 2022 পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার এখন থেকেই তৎপর হয়ে উঠেছে। কারণ এতো বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা একসাথে সুষ্ঠূ ভাবে নিতে গেলে অনেক আগে থেকেই পরিকাঠামোগত প্রস্তুতি প্রয়োজন।
পর্শ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটি (WB primary TET 2022) খুব ভালোভাবে , কোনো বিপর্যয় ছাড়া যাতে সম্পন্ন করা যায় , তার জন্য রাজ্য সরকার (WB Government) তথা নবান্ন তরফে একটি ১৬ দফা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময় কোনো সমস্যা হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট জেলাশাসকদেরই নিতে হবে।
আরও পড়ুন : WB TET 2022 এর এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন ?
নবান্নতে WB TET 2022 বিষয়ে আলোচনা
এবিষয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গ মুখ্য সচিব (West Bengal Chief Secretory) ডঃ হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসক , পুলিশ সুপার , ও কলকাতা পুলিশ কমিশনার সবাইকে নিয়ে একটি আলোচনায় বসেন। এই আলোচনায় জানিয়ে দেওয়া হয় যে কোন কোন বিষয়ে কারা দায়িত্বে থাকবেন। মাননীয় মুখ্য সচিব মহাশয় স্পষ্টভাবে জানিয়েছেন যে , পরীক্ষার সময় কোনোও সমস্যা হলে তার সমস্ত দায়ভার জেলাশাসকদেরই নিতে হবে।
রাজ্য সরকারের তরফে WB TET 2022 ভালোভাবে সম্পন্ন হওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ
রাজ্য সরকারের তরফে অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময় নেওয়া হবে বলে জানা গিয়েছে। wb tet এর এই ৬ লক্ষ্ ৯০ হাজার পরীক্ষার্থীদের সঠিকভাবে পরীক্ষগ নেওয়ার জন্য
- ১. হেল্পলাইন নম্বর চালু হতে চলেছে। পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা হলে এই নম্বরে ফোন করলে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানা হয়েছে। তবে এ বিষয়ে এখনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি।
- ২. এই প্রথম WB TET Exam এর জন্য পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে ও তারপর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।
- ৩. এই প্রথম পরীক্ষাকেন্দ্রে বায়োলজিক্যাল অ্যাটেনডেন্স এর মাধ্যমে উপস্থিতি লিপিবদ্ধ করা হবে।
- ৪. শৃঙ্খলা বজায় রাখার জন্য বিপুল পরিমান পুলিশবাহিনী মোতায়েন করা হবে।
- ৫. বিদ্যুৎ দপ্তর, পরিবহন দপ্তর ও স্বরাষ্ট্র দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে। কিন্তু এই সমস্ত দপ্তরগুলির মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসকদের।
এই সমস্ত পদক্ষেপ দেখে এটাই মনে করা হচ্ছে যে রাজ্যসরকার TET 2022 এর পরীক্ষা অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করতে চাইছেন।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পাশে সমস্ত চাকরির খবর
উল্লেখ্য, যদি আপনি পরীক্ষার কোনো নোটিফিকেশন মিস করতে না চান, তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |