IPS- Indian Police Service এটি ভারতবর্ষের একটি টপ rank এর বড়ো পোষ্ট । আর একজন আইপিএস অফিসার হওয়া অনেকেরই স্বপ্ন থাকে এই পোস্ট পাওয়ার জন্য অনেকই সফল হয়ে ওঠে নাহ । UPSC পরীক্ষার মাধ্যমে যেমন আইপিএস অফিসার হওয়া যায় । ঠিক তেমনই ভারতবর্ষের প্রতিটি রাজ্যই পুলিশ সার্ভিস পরীক্ষা রিক্রুটমেন্ট করে থাকে । সেরকমই wb police recruitment যা sub inspector এর জন্য প্রতি বছর পরীক্ষা আয়োজন করে থাকে ।
এই এই আর্টিকেল এ আলোচনা করবো তোমরা কিভাবে west bengal police এর অধীনে wb police si অফিসার হবে ? wbp si এর জন্য কি কি qualification থাকতে হবে ? wb police educational qualification পরীক্ষার সিলেবাস কি ? wb police exam pattern 2023 ও কিভাবে west bengal police application এ আবেদন করবে 2023? wb police syllabus এর সিলেবাস কি ? পরীক্ষার cut off মার্কস কতো ? admit card কবে বেরোবে 2023? bengal police জন্য age limit কতো হতে হবে এবং wb police age relaxation, bengal police এর পরীক্ষার প্রস্ততি কিভাবে নেবে ? wb police recruitment পরীক্ষা সম্পর্কীত যাবতীয় তথ্য আমরা এই আর্টিকেল এ তুলে ধরবো-
West bengal এ প্রত্যেকটা পরীক্ষার মতো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board ) যা west bengal police application এর জন্য নির্দিষ্ট যোগ্যতা রেখেছে।
Table of Contents
পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর যোগ্যতা (WB POLICE SI qualification ):
১. WB POLICE SI, educational qualification। WBCS শিক্ষাগত যোগ্যতা:
* wb police recruitment জন্য পরীক্ষার্থীকে নূন্যতম গ্র্যাজুয়েশন পাশ করতে হবে ।
২. west bengal sub inspector age limit। WBCS পরীক্ষার বয়সসীমা:
West bengal police application এর জন্য পরীক্ষার্থীদের age limit জানা খুবইজরুরি। west bengal police recruitment পরীক্ষার জন্য age limit এর কিছু মেইন পয়েন্ট তুলে ধরা হলো:
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
*01.01.2021 তারিখে পরিক্ষার্থীর সর্ব নিম্ন বয়স 20 বছরের কম এবং সর্বচ্য 27 বছরের বেশি হওয়া চলবে না |
*উচ্চ বয়সসীমা SC এবং ST-এর জন্য 5 বছর এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের OBC প্রার্থীদের জন্য 3 বছরের বেশি সুযোগ আছে |
West bengal sub inspector EXAM TYPES । WB POLICE SI পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষারধরণ:
* wb police recruitment অফলাইন (পেন- পেপারমোডে) হয়ে থাকে ।
WB POLICE SI exam step। WB POLICE SI পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষার ধাপ 2023:
wb police si recruitment এর ধাপ 2023–
ধাপ I- প্রিলিমিনারি পরীক্ষা (prelims)
ধাপ II- শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)
ধাপ III- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
ধাপ IV- চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা
ধাপ V- ব্যক্তিত্ব পরীক্ষা (interview)
WB POLICE SI Questions language । WB POLICE SI পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষার ভাষা:
* wb police recruitment এ পরীক্ষার্থী ইংলিশ / বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারে।
*1861 সালে পশ্চিমবঙ্গ পুলিশ এসআই প্রস্থান প্রতিষ্ঠিত হয় এবং জেনারেল পুলিশের পরিচালক হলেন Director of General Police |
* Bengal police recruitment board এ পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর এর গুরুত্বপূর্ন ভূমিকা গুলি নিম্নে বর্ণনা হলো:
WB POLICE SI বা পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টরের বিভিন্ন ভূমিকা এবং দায়িত্ব আছে। তাদের মধ্যে কয়েকটি নিম্নরূপ:
বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করা এবং তার অধীনে কমান্ডিং কর্মকর্তাদের নির্দেশ মানা
সিনিয়র অফিসারদের রিপোর্ট জমা দেওয়া ও
আইন এবং আদেশ বজায় রাখা
সিনিয়র অফিসারদের দেওয়া টাস্ক গুলো কমপ্লিট করা |