কিভাবে UPSC CSE পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করবে?।UPSC admit card download in bengali ?

0
625

Union Public Service Commision বা UPSC পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ,UPSC পরীক্ষার্থী দের নিজের রেজিস্ট্রেশন নম্বর লাগবে, তাছাড়াও নিজের জন্মের বিবরণ ও লাগবে |

UPSC পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য কতো গুলি ধাপ অবলম্বন করতে হবে ,যা নিম্নে বর্ণনা করা হয়েছে:  

কিভাবে UPSC অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে? 

প্রথমত UPSC র অফিসিয়াল ওয়েবসাইটে ই-অ্যাডমিট কার্ডে সেকশনে ক্লিক করতে হবে । 

তারপরে UPSC-এর বিভিন্ন পরীক্ষার জন্য ই-অ্যাডমিট কার্ড সেকশনে ক্লিক করতে হবে। 

UPSC তে দেওয়া নির্দেশাবলী পড়ে  হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে। 

তারপরে,  আইডি সেকশনে ক্লিক করতে হবে , নিজের রেজিস্ট্রেশন আইডি লিখতে হবে। 

শেষে UPSC অ্যাডমিট কার্ড ডাউনলোড সেকশনে ক্লিক করতে হবে এবং  প্রিন্টআউট করে নিতে হবে। 

উল্লেখ্য ,UPSC CSE এর  অফিসিয়াল ওয়েবসাইট হলো https://upsconline.nic.in

UPSC পরীক্ষারঅ্যাডমিট কার্ডে কি কি তথ্য উল্লেখ থাকে: 

UPSC অ্যাডমিট কার্ডে উল্লিখিত তথ্য গুলো নিম্নে বর্ণনা করা হয়েছে:
 
UPSC পরীক্ষার্থীর  নাম 

পরীক্ষার তারিখ 

রোল নাম্বার 

আধার কার্ড নম্বর/ফটো আইডি প্রুফ নম্বর 

পরীক্ষার্থীর বাবার নাম 

পরীক্ষার্থীর মায়ের নাম 

পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার স্থান 

পরীক্ষার্থীর ছবি 

রেজিস্ট্রেশন আইডি 

এবং গুরুত্বপূর্ণ নির্দেশাবলী উল্লেখ থাকে। 

UPSC পরীক্ষার ADMIT CARD হারিয়ে গেলে কি ভাবে admit card পাওয়া যাবে ?

upsc এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুনরায় upsc cse পরিক্ষার্থী লগইন করে admit card ডাউনলোড করতে পারবে |

upsc cse পরীক্ষার admit card এ পরিক্ষার্থীর ছবি না থাকলে পরীক্ষার্থীকে কি করতে হবে ?

upsc cse পরীক্ষার পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে ভ্যালিড আইদেন্তি card নিয়ে যেতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here